শাহরুখের গোপন তথ্য ফাঁস, জড়িয়ে গেলেন ক্যাটরিনা!

প্রথম চলচ্চিত্র ‘দিওয়ানা’তেই নজর কেড়েছিলেন শাহরুখ খান। এরপর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’র মতো একাধিক হিট সুপার হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন একের পর এক। কিন্তু জীবনে কখনো পর্দায় চুমু খাননি তিনি। প্রথম থেকেই এই পলিসি নিয়ে চলেছিলেন শাহরুখ। কোনো পরিচালক বা কোনো চিত্রনাট্য শত চেষ্টা করেও শাহরুখকে তার এই ধনুকভাঙা পণ থেকে টলাতে পারেননি। শেষ পর্যন্ত বলিউড ‘ভাইজান’র সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে অনস্ক্রিন লিপলক করেন শাহরুখ। চলচ্চিত্রটির নাম ‘জব তক হ্যায় জান।’
তখন এই চুমুর ক্লিপিংস ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলোতে। আর হবেই বা না কেন? শাহরুখ প্রথম পর্দায় চুমু খাচ্ছেন, অনুরাগীদের মন উঠবে না, তাও কি হয়? সবাই যশ চোপড়াকে বাহবা দিয়েছিলেন। কারণ তার চলচ্চিত্রতেই চুমু খেতে রাজি হয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু জানেন কি, শাহরুখকে যিনি প্রতিজ্ঞা ভাঙাতে সফল হয়েছিলেন, তিনি যশ চোপড়া নন। শাহরুখের দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু করণ জোহর। তার চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’-এ প্রথম অনস্ক্রিন কিস করেছিলেন শাহরুখ।
শোনা যায়, ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রটিতে এক পুরুষ অভিনেতাকে চুমু খেয়েছিলেন কিং খান। তিনি হলিউডের জন বরোম্যান। সেটি শুটও হয়েছিল। কিন্তু পরে সেই দৃশ্য চলচ্চিত্রটি থেকে বাদ চলে যায়। কারণটি আজ পর্যন্ত খোলসা হয়নি। এমনকী যখন ‘জব তক হ্যায় জান’ চলচ্চিত্রে শাহরুখের চুমু নিয়ে চর্চা চলছিল, তখনও করণ চুপ ছিলেন। একবারের জন্য তিনি জন বরোম্যানের কথা উল্লেখ করেননি। কিন্তু চিরকাল কি আর এই সব খবর লুকিয়ে রাখা যায়? তাই শাহরুখ বা করণ যতই চেষ্টা করুন না কেন, তাদের সিক্রেট শুটিংয়ের কথা এখন সর্বজনবিদিত। সব থেকে বড় কথা প্রকাশ্যে এসে গিয়েছে সেই শুটিংয়ের স্থিরচিত্রও।

image

##### অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করেছেন স্পর্শিয়া ###
বিনোদন রিপোর্ট: বিয়ে বিচ্ছেদ এবং অভিনয় থেকে সরে ব্যবসায় মনোযোগী হয়েছেন মডেল-অভিনেত্রী অর্চিতা ¯পর্শিয়া। এমন খবর নিশ্চিত করেছেন ¯পর্শিয়ার মা সুজান হক। তিনি জানান, ¯পর্শিয়া এখন ব্যবসা নিয়ে ব্যস্ত, অভিনয় করতে তার ভালো লাগে না। নাটকের কাজ সে ছেড়ে দিয়েছে। ব্যবসা শুরু করেছে, ডিরেকশন দিচ্ছে এবং নতুন একটা প্রোডাকশন হাউস খুলেছে। উল্লেখ্য, গত বছর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে এই অভিনেত্রীর। রাফসান জানিয়েছেন, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। এ সময় আমার এবং ¯পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে এখনো ¯পর্শিয়ার সঙ্গে আমার যোগাযোগ আছে। কিছুদিন আগে আমার বাসায় এসে আব্বাকে দেখে গিয়েছে। রাফসান জানান, ডিভোর্সের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। ডিভোর্স প্রসঙ্গে রাফসান বলেন, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে কি, চারপাশের কিছু মানুষের কারণে আমাদের সম্পর্কটি জটিল হয়ে ওঠে। ফলে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নেই। উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান স¤পন্ন হয় ¯পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছরের মাথায় তাদের ডির্ভোস হয়।

image

## ড. ইভিল’ চলচ্চিত্রে আগ্রহী মাইক মায়ার্স ##
অভিনেতা মাইক মায়ার্স জানিয়েছেন তিনি ‘অস্টিন পাওয়ার্স’ সিরিজের চতুর্থ একটি পর্বে অভিনয়ে আগ্রহী, তবে তিনি চান এই চলচ্চিত্রটি যাতে সিরিজের ভিলেন ড. ইভিলকে প্রধান ভূমিকায় রেখে নির্মিত হয়।
উল্লেখ্য বর্তমানে ৫৪ বছর বয়সী অভিনেতাটি স্পাই কমেডি সিরিজের তিনটি পর্বে কেন্দ্রীয় চরিত্র অস্টিন পাওয়ার্স, ড. ইভিল ছাড়াও বেশ কয়েকটি চরিত্রে নিজের অভিনয় করেছেন।
“আমি ড. ইভিলের দৃষ্টিকোণ থেকে একটি চলচ্চিত্রে কাজ করতে চাই। সুতরাং এটির নাম হতে পারে ‘ড. ইভিল ওয়ান’। তবে কাজ হয়তো শুরু হবে ‘অস্টিন পাওয়ার্স ফোর’ নামে। অনুগ্রহ করে আপনারা এর পক্ষে প্রচার শুরু করতে পারেন। ধন্যবাদ,” মায়ার্স বলেন।
সিরিজের চলচ্চিত্রগুলো- ‘অস্টিন পাওয়ার্স : ইন্টারন্যাশনাল ম্যান অফ মিস্ট্রি’ (১৯৯৭), ‘অস্টিন পাওয়ার্স : দ্য স্পাই হু শ্যাগ্ড মি’ (১৯৯৯) এবং ‘অস্টিন পাওয়ার্স ইন গোল্ডমেম্বার’ (২০০২)। মায়ার্স সবগুলো চলচ্চিত্রের কাহিনী লিখেছেন এবং প্রযোজনা করেছেন।

image

বিবাহ এর পূর্ণরূপ কি জানেন?
বি = বিপদ?
বা = বাড়ানো?
হ = হলো ?

image

স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.) | #স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.)

স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.)

স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.)

স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.)
Circular created a new article
6 yrs

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ | #PPA Job Circular 2019

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। পায়রা বন্দর কর্তৃপক্ষ ১২টি পদে মোট ২২ জনকে নিয়োগ দ

কারো Diaspora Paragraph লাগলে এখান থেকে পড়তে পারেন।

Diaspora Paragraph -closewe
www.closewe.com

Diaspora Paragraph -closewe

Write a Paragraph, Essay or Composition about Diaspora Paragraph Diaspora ParagraphA diaspora is a scattered population with common origin in a smaller geographic area. It means a group of people or a group of community who have left their homeland l

নিচের ছবি গুলো দেখুন । বর্তমানে আমাদের বিবেক কোথায় গিয়ে দাড়িয়েছে। প্রতিদিন আমরা কত টাকা কারণে অকারণে ব্যয় করি কিন্তু অামরা তাদের ভাল থাকার জন্য কিছু টাকা ব্যয় করতে গেলে ও আমাদের কষ্ট হয়। আসুন আমরা সবাই আমাদের বিবেক কে জাগ্রত করি এবং এই সকল মানুষের সাহায্যে এগিয়ে আসি। দুনিয়াতে হাজার টাকা থাকার সত্যে ও আপনার সুখ মিলবে না । কোন না কোন জিনিসে অভাব লেগেই থাকবে। আর যদি আপনি এই মানুষের সাহায্যে এগিয়ে আসেন তাহলে যে সুখ পাবেন তা আর কোন কিছু তে পাবেন না। আমরা এ জন্য বলছি না যে আমাদের এখানে দান করতে । আপনি নিজ উদ্দোগে দান করেন । যাতে আপনাকে দেখে অন্য লোক গুলো এগিয়ে আসে।আসুন আমরা মানুষ হিসেবে মানুষের জন্য এগিয়ে অাসি।খারাপ পথে হাজার টাকা ব্যয় করলে ও শান্তি পাবেন না । যতটুকু শান্তি অাপনি ভাল কাজ করে পাবেন। হক সেটা ক্ষুদ্র।সবাই কে নিচের ছবি গুলো মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল । আপনাদের এই ছবি গুলো দেখানোর একটায় কারণ যাতে ছবি গুলো দেখে আপনাদের বিবেক তাদের জন্য কিছু করতে এগিয়ে আসে। ছবিগুলো নেট থেকে সংগ্রহ করা।
এই লেখার দ্বারা যদি কারো মনে কোন আঘাত লেগে থাকে তাহলে এর জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।

imageimage
+13

image