Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
উলঙ্গ হয়ে অভিনয় করেছেন যে সব বলি তারকা
নগ্নতা বললে ভুল হবে। শিল্পের তাগিদে এবং চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় তারকাদের। অভিনয়ের ক্ষেত্রে, চরিত্রের প্রয়োজনে পোশাক ছোট বা কম অথবা কোন পোশাক ছাড়াই পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো নতুন কিছু নয়। আর এমন যখন দেখা যায় তখন ওই তারকাদের তোপের মুখেও পড়তে হয়। সমালোচনা তাদের পিছু ছাড়ে না। বিশেষ করে বলিউডে। তারপরও তারকাদের দেখা যায় সব বিতর্ককে পেছনে ফেলে সাহসী ভূমিকায় অবতীর্ণ হতে। হলিউডের পাশাপাশি বলিউডেও নগ্ন দৃশ্য বা পোশাক কম ব্যবহার করেই পর্দায় আসতে দেখা গেছে তারকাদের। বলিউডের তেমনই কিছু তারকাদের নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন-
আমির খানঃ
চলচ্চিত্র বাছা এবং নিজের চরিত্র নিয়ে বরাবরই খুঁতখুঁতে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। নতুন চলচ্চিত্র মানেই নতুন এক আমিরকে দেখা। কারণ প্রতিটি চলচ্চিত্রতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসেন অভিনেতা। রাজকুমার হিরানির ‘পিকে’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নগ্ন হয়ে শুট করেছিলেন আমির। সেই দৃশ্যের পোস্টার নিয়ে অনেক বিতর্কের মুখোমুখিও হতে হয় তাকে।
শাহরুখ খানঃ
বলিউড চলচ্চিত্রের রোম্যান্সের নতুন মাত্রা যোগ করেছেন বলিউড বাদশা। ক্যারিয়ারের শুরুতেই ‘মায়া মেমসাব’ চলচ্চিত্রের একটি দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরার সামনে শুট করেছিলেন কিং খান।
নীল নিতিন মুকেশঃ
নানা রকম চরিত্রে নিজেকে মানিয়ে নেন এই অভিনেতা। মধুর ভান্ডারকরের ‘জেল’ চলচ্চিত্রের শুটিংয়ে ‘বোল্ড’ সিনে দেখা যায় নীল নিতিনকে। একজন জেলবন্দির চরিত্রে অভিনয় করার সময় ক্যামেরার সামনে নগ্ন হয়ে শুট করেন তিনি।
রাধিকা আপ্তেঃ
বলিউডের স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে রাধিকার। ‘পার্চড’ চলচ্চিত্রে তার নগ্নতা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের লড়াই করার গল্প ‘পার্চড’। রাধিকা জানিয়েছেন, চিত্রনাট্যের প্রয়োজনে নগ্ন হতে তার কোনো আপত্তি নেই।
রণবীর কপুরঃ
বলিউডে ভার্সেটাইল অভিনেতা হিসেবে পরিচিতি রয়েছে রণবীরের। নানা রকম চরিত্রে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। ‘সাওয়ারিয়া’ চলচ্চিত্রের একটি গানের দৃশ্যে তার নগ্নতাকে নিয়ে অনেক বিতর্ক হয়।
নন্দনা সেনঃ
রাজা রবি বর্মাকে নিয়ে কেতন মেহতার বিতর্কিত চলচ্চিত্র ‘রং রসিয়া’তে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন অভিনেত্রী নন্দনা সেন। কিছু ‘বোল্ড’ দৃশ্য এবং নগ্নতার কারণে মুক্তির আগে সেন্সর বোর্ডের অনেক বাধা অতিক্রম করতে হয় চলচ্চিত্রটিকে।
জন আব্রাহামঃ
২০০৯ সালের থ্রিলার ফিল্ম ‘নিউ ইয়র্ক’র একটি দৃশ্যের শুটের জন্য নগ্ন হয়েছিলেন বলিউডের হার্টথ্রব জন আব্রাহাম। জঙ্গি সন্দেহে ধরা পড়া একজন ভারতীয় জেলবন্দির চরিত্রে তাকে দেখা গিয়েছিল।
দীপা শাহিঃ
১৯৯৩ সলে মুক্তি পায় ‘মায়া মেমসাব’ চলচ্চিত্র। এতে শাহরুখ খানের সঙ্গে দীপা শাহির বোল্ড দৃশ্য সে সময়ে রীতিমতো সমালোচনার ঝড় তোলে।
শাহরুখের গোপন তথ্য ফাঁস, জড়িয়ে গেলেন ক্যাটরিনা!
প্রথম চলচ্চিত্র ‘দিওয়ানা’তেই নজর কেড়েছিলেন শাহরুখ খান। এরপর ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’র মতো একাধিক হিট সুপার হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন একের পর এক। কিন্তু জীবনে কখনো পর্দায় চুমু খাননি তিনি। প্রথম থেকেই এই পলিসি নিয়ে চলেছিলেন শাহরুখ। কোনো পরিচালক বা কোনো চিত্রনাট্য শত চেষ্টা করেও শাহরুখকে তার এই ধনুকভাঙা পণ থেকে টলাতে পারেননি। শেষ পর্যন্ত বলিউড ‘ভাইজান’র সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে অনস্ক্রিন লিপলক করেন শাহরুখ। চলচ্চিত্রটির নাম ‘জব তক হ্যায় জান।’
তখন এই চুমুর ক্লিপিংস ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াগুলোতে। আর হবেই বা না কেন? শাহরুখ প্রথম পর্দায় চুমু খাচ্ছেন, অনুরাগীদের মন উঠবে না, তাও কি হয়? সবাই যশ চোপড়াকে বাহবা দিয়েছিলেন। কারণ তার চলচ্চিত্রতেই চুমু খেতে রাজি হয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু জানেন কি, শাহরুখকে যিনি প্রতিজ্ঞা ভাঙাতে সফল হয়েছিলেন, তিনি যশ চোপড়া নন। শাহরুখের দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু করণ জোহর। তার চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’-এ প্রথম অনস্ক্রিন কিস করেছিলেন শাহরুখ।
শোনা যায়, ‘মাই নেম ইজ খান’ চলচ্চিত্রটিতে এক পুরুষ অভিনেতাকে চুমু খেয়েছিলেন কিং খান। তিনি হলিউডের জন বরোম্যান। সেটি শুটও হয়েছিল। কিন্তু পরে সেই দৃশ্য চলচ্চিত্রটি থেকে বাদ চলে যায়। কারণটি আজ পর্যন্ত খোলসা হয়নি। এমনকী যখন ‘জব তক হ্যায় জান’ চলচ্চিত্রে শাহরুখের চুমু নিয়ে চর্চা চলছিল, তখনও করণ চুপ ছিলেন। একবারের জন্য তিনি জন বরোম্যানের কথা উল্লেখ করেননি। কিন্তু চিরকাল কি আর এই সব খবর লুকিয়ে রাখা যায়? তাই শাহরুখ বা করণ যতই চেষ্টা করুন না কেন, তাদের সিক্রেট শুটিংয়ের কথা এখন সর্বজনবিদিত। সব থেকে বড় কথা প্রকাশ্যে এসে গিয়েছে সেই শুটিংয়ের স্থিরচিত্রও।
##### অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করেছেন স্পর্শিয়া ###
বিনোদন রিপোর্ট: বিয়ে বিচ্ছেদ এবং অভিনয় থেকে সরে ব্যবসায় মনোযোগী হয়েছেন মডেল-অভিনেত্রী অর্চিতা ¯পর্শিয়া। এমন খবর নিশ্চিত করেছেন ¯পর্শিয়ার মা সুজান হক। তিনি জানান, ¯পর্শিয়া এখন ব্যবসা নিয়ে ব্যস্ত, অভিনয় করতে তার ভালো লাগে না। নাটকের কাজ সে ছেড়ে দিয়েছে। ব্যবসা শুরু করেছে, ডিরেকশন দিচ্ছে এবং নতুন একটা প্রোডাকশন হাউস খুলেছে। উল্লেখ্য, গত বছর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়েছে এই অভিনেত্রীর। রাফসান জানিয়েছেন, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। এ সময় আমার এবং ¯পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। তবে এখনো ¯পর্শিয়ার সঙ্গে আমার যোগাযোগ আছে। কিছুদিন আগে আমার বাসায় এসে আব্বাকে দেখে গিয়েছে। রাফসান জানান, ডিভোর্সের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। ডিভোর্স প্রসঙ্গে রাফসান বলেন, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে কি, চারপাশের কিছু মানুষের কারণে আমাদের সম্পর্কটি জটিল হয়ে ওঠে। ফলে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নেই। উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান স¤পন্ন হয় ¯পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছরের মাথায় তাদের ডির্ভোস হয়।
## ড. ইভিল’ চলচ্চিত্রে আগ্রহী মাইক মায়ার্স ##
অভিনেতা মাইক মায়ার্স জানিয়েছেন তিনি ‘অস্টিন পাওয়ার্স’ সিরিজের চতুর্থ একটি পর্বে অভিনয়ে আগ্রহী, তবে তিনি চান এই চলচ্চিত্রটি যাতে সিরিজের ভিলেন ড. ইভিলকে প্রধান ভূমিকায় রেখে নির্মিত হয়।
উল্লেখ্য বর্তমানে ৫৪ বছর বয়সী অভিনেতাটি স্পাই কমেডি সিরিজের তিনটি পর্বে কেন্দ্রীয় চরিত্র অস্টিন পাওয়ার্স, ড. ইভিল ছাড়াও বেশ কয়েকটি চরিত্রে নিজের অভিনয় করেছেন।
“আমি ড. ইভিলের দৃষ্টিকোণ থেকে একটি চলচ্চিত্রে কাজ করতে চাই। সুতরাং এটির নাম হতে পারে ‘ড. ইভিল ওয়ান’। তবে কাজ হয়তো শুরু হবে ‘অস্টিন পাওয়ার্স ফোর’ নামে। অনুগ্রহ করে আপনারা এর পক্ষে প্রচার শুরু করতে পারেন। ধন্যবাদ,” মায়ার্স বলেন।
সিরিজের চলচ্চিত্রগুলো- ‘অস্টিন পাওয়ার্স : ইন্টারন্যাশনাল ম্যান অফ মিস্ট্রি’ (১৯৯৭), ‘অস্টিন পাওয়ার্স : দ্য স্পাই হু শ্যাগ্ড মি’ (১৯৯৯) এবং ‘অস্টিন পাওয়ার্স ইন গোল্ডমেম্বার’ (২০০২)। মায়ার্স সবগুলো চলচ্চিত্রের কাহিনী লিখেছেন এবং প্রযোজনা করেছেন।
স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.) | #স্মৃতিশক্তি বাড়াতে যে ৯ টি কাজের উপদেশ দিয়ে ছিলেন মহানবী (সা.)