নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ

Comments · 1766 Views

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। পায়রা বন্দর কর্তৃপক্ষ ১২টি পদে মোট ২২ জনকে নিয়োগ দ

পদের নাম : হাইড্রোগ্রাফার (ফিল্ড)
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :গণিত/ফলিত গণিত/ভূগোল/পদার্থ বিজ্ঞান/রসায়ন/ফলিত পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : সহকারী পরিচালক (শিপ এন্ড ইয়ার্ড)
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : সহকারী পরিচালক (আইআর ও ওয়েলফেয়ার)
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : সহকারী পরিচালক (অর্থ)
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। [একাউন্টিং/ফিন্যান্স এ মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রি: তবে চার্টাড একাউনটেন্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট একাউনটেন্ট (সিএমএ) সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : সহকারী পরিচালক (অডিট)
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :হিসাব বিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। [একাউন্টিং/ফিন্যান্স এ মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রি: তবে চার্টাড একাউনটেন্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট একাউনটেন্ট (সিএমএ) সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম : তত্ত্বাবধায়ক
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমানের ডিগ্রী।
বয়স :অনূর্ধ্ব ৪০ বছর
বেতন স্কেল :১১,৩০০-২৭,৩০০ টাকা

পদের নাম : ব্যাক্তিগত সহকারী
পদ সংখ্যা :০৩টি
শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি পাস।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম : প্রধান সহকারী
পদ সংখ্যা :০২টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমানের ডিগ্রী।
বয়স :অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন স্কেল :১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম : সহকারী ট্রাফিক ইন্সপেক্টর
পদ সংখ্যা :০২টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমান ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপিং-এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স :অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন স্কেল :১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম : উচ্চ বহিঃসহকারী
পদ সংখ্যা :০৪টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমান ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপিং-এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম : নিম্ন বহিঃসহকারী
পদ সংখ্যা :০৪টি
শিক্ষাগত যোগ্যতা :এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপিং-এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :৯,৩০০-২২,৯৪০ টাকা

পদের নাম : জুনিয়র অডিট এসিসট্যান্ট
পদ সংখ্যা :০১টি
শিক্ষাগত যোগ্যতা :বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজিতে টাইপিং-এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়স :অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল :৯,৩০০-২২,৯৪০ টাকা

আবেদনের সময় সীমা:

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদান শুরু: ১১/০৩/২০১৯ সকাল ১০টা।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৪/০৩/২০১৯ বিকেল ৫টা।

আবেদনের প্রক্রিয়া:আগ্রহী প্রার্থীরা (http://ppa.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Apply Online

আরও বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদেরচাকরির খবরপেজে বিজিট করুন।

Comments