গল্প :-
""অন্তঃস্বত্তা মেয়েকে বিয়ে""
.
লেখক:- #Nayem_Ahmed
.
100% কান্না করবেন challenge....শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন....
.
★------পর্ব :- ১৬~~~ ♥
.
.
রিত্তের কথা শুনে কথার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। পৃথিবীটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে। কিছুক্ষণ পর এমবুলেন্স করে রাজের লাশ নিয়ে আসলে কথা গিয়ে দেখি কফিনের ভিতরে রাজকে খুব সুন্দর লাগছে। আর কখনো রাজ তাকাবেনা সেই ভালবাসার দৃষ্টি নিয়ে "কখনো বলবেনা " কথা তোমাকে আজ অনেক সুন্দর লাগছে"! তুমি সত্যিই মায়াকাননী, রৃপবতী,। তুমি কল্পনায় রাণি কখনো বলতে পারবেনা"।
.
রাজের ঘুম আর কোনোদিন ভাঙবে না। কত সুন্দর ভাবে ঘুমিয়েছে! মনে হয় কেউ পাশ থেকে একটু চিল্লানি দিলে রাজের ঘুম ভেঙে যাবে। সবাই কাঁদছে, রিত্ত সবচেয়ে বেশি কাঁদছে। কিন্তু আমি কাঁদতে পারছি না। শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গাল থেকে টুপ-টুপ করে পড়ছে। খুব কষ্ট হচ্ছে! বুকের ভেতরে কলিজার ঠিক মাঝ বরাবর কেউ ছুড়ি চালিয়ে দিচ্ছে মনে হয়। একটু পর কেউ এসে রাজের মুখটা ডেকে দিলো। মায়াভরা মুখটা ডেকে দেওয়ার আগে মনে হচ্ছে রাজ চুপিসারে বললো" এই পাগলী কাদঁছো কেন? তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়, তুমি বুঝনা? "
আমি আর এখন থাকতে পারছিনা জোরে চিৎকার করে কাঁদছি! রাজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে খুন করেছি। আমার মতো অভাগীকে ক্ষমা করে দাও,যে পাহাড়সম ভালবাসা পেয়েও ভালবাসা টা হারিয়ে ফেললো অবহেলায়। কি করে বাঁচবো নিজেকে যে নিজেই শেষ করে দিয়েছি। এভাবে কাঁদতে কাঁদতে মাটিতে পরে গেলাম। এদিকে রাজকে সবাই দাফন করতে নিয়ে যাচ্ছে। সবাই রাজকে নিয়ে যযাচ্ছে।আর রাজকে দেখতে পারবো না। রাজকে আর চরিএহীন বললেও সে আর চোখের পানি ফেলবেনা। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদছি,আর সবাইকে বলছি " তোমরা কোথায় নিয়ে যাচ্ছো আমার কলিজার টুকরা কে। আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছি অন্তত্য একটু ভালবাসতে দাও আমাকে বুকে নিতে দাও আমার কলিজার টুকরাটাকে! নিয়ো না ওকে, রাজকে নিয়ো না, আমাদের রাইসা কাকে বাবা ডাকবে। প্লিজ তোমরা নিয়ে যেয়োনা রাইসার বাবাটাকে।আমার মেয়েটার মুখে বাবা ডাক না শুনিয়েই তোমরা কোথায় নিয়ে যাচ্ছো? প্লিজ নিয়ো না আমি বাঁচবোনা " আমার স্বামীকে ছাঁড়া।কেউ আমার কথা শুনছে না সবাই রাজকে নিয়ে চলে যাচ্ছে, আমি পারছিনা আর, এত কষ্ট হচ্ছে কেন আমার।আল্লাহ্ এত বড় শাস্তি দিয়োনা আমায়। এদিকে
রিত্ত, মা- বাবা সবাই বুঝাচ্ছে কিন্তু পারছিনা আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
.
এই কথা কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? আর কী সব বলছিস ঘুমের মাঝে !
.
মা রাজ মারা গিয়েছে, রাজকে ওই যে দাফন করতে নিয়ে যাচ্ছে। মা আমি রাজকে ছাড়া বাঁচবোনা! সবাইকে আকঁটাও মা, রাজকে নিয়ে যেতে দিয়ো না।
.
মা গ্লাসে করে পানি নিয়ে এসে কয়েক ফোঁটা পানি মুখে ছিটিয়ে দিলো। কথা মা তুই দুঃস্বপ্ন দেখছিস। রাজ বেঁচে আছে মা, তুই আর কান্না করিসনি। কান্না করলে তোর গর্ভের সন্তানের ক্ষতি হবে যে, তোর গর্ভে যে রাজের সন্তান। রাজের স্বপ্ন যে তোর গর্ভে বড় হচ্ছে মা।
.
এদিকে আম্মুর কথায় আর বুঝতে বাকি রইলো না আমি দুঃস্বপ্ন দেখছিলাম। মা'কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম" মা আমি রাজকে ছাড়া বাঁচবোনা। সত্যি মরে যাবো, রাজ যে আমার স্বামী আমার বেঁচে থাকার একমাএ অবলম্বন।"
.
হুম জানিরে মা! রাজের মতো ছেলে হয় না। রাজ নিজস্ব টাকায় একটা এতিম খানা পরিচালনা করতো। কিন্তু রাজের মা - বাবা পর্যন্ত জানতো না। কিন্তু রাজের অসুস্হতার জন্য, এতিমখানার অধ্যক্ষ এসে সব বলেছে। এতিম ছেলেরা হাসপাতালে বসে কাঁদছে। তাঁদের কান্নায় হাসপাতালের ডাক্তার রা পর্যন্ত কেঁদে দিয়েছে। এতিম ছেলেরা খাওয়া দাওয়া বন্ধ করে রাজের কেবিনের বাহিরে বসে আছে। মা'রে রাজের কিছুই হবেনা মা চিন্তা করিস না মা! রাজের মতো ছেলে যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সে মা বড় ভাগ্যবতী সে, বাবা বড় ভাগ্যবতী। মা'রে আমি সত্যি অনেক ভাগ্যবতী মেয়েটা'কে একজন সুপাএের হাতে তুলে দিতে পেয়েছি। আর হ্যাঁ রাজের শার্ট পড়ে শুয়ে না থেকে ফ্রেশ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর। ( কথাগুলো বলে মা চলে গেল)
.
মা'র কথা গুলো কানে বাজচ্ছে।চোখদিয়ে টপ-টপ করে পানি পড়ছে। সত্যি পৃথিবীতে এত ভালো, মহান মানুষ হতে পারে?আর এত বড় মহান মানুষটাকে কত অবহেলা করেছি।স্বামীর অধিকার দেয়নি কখনো। স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলেছি। শুধু নীরবে কেঁদেছে। ইসলামে স্বামীর খেদমত করে জান্নাত হাসিল করতে বলেছে মহান আল্লাহ্ তায়ালা। কিন্তু আমি তো, তাকে অবহেলা, ঘৃণা অপমান ছাড়া কখনো ভালবাসতে পারিনি। পারিনি ভালবেসে বুকে টেনে নিতে। কখনো এক বিছানায় থাকিনি পর্যন্ত। কখনো কপালে ভালবাসার স্পর্শ একেঁ দিতে পারিনি। এতোটা ভালবাসা পাওয়ার পরও শুধু অবহেলায় করে গেছি। কখনো বুঝিনি, রাজের চোখ থেকে ঝড়ে পড়া প্রতিটি অশ্রুকণার কতটা ভালবাসা লুকায়িত। আমি হীরাকে কাঁচ ভেবে কত বড় ভুল করে ফেলেছি। যে মা এতো ভাগ্যবতী, যে ছেলেটা এতটা উদার মনের মানুষ, তাঁকে আমি জারজ সন্তান পর্যন্ত বলেছি। চোখটা আর বাঁধা মানছেনা! " আল্লাহ্ তুমি আমার জীবন নিয়ে রাজকে বাঁচিয়ে দাও"! রাজের শার্টটাতে এখনো রাজের গায়ের গন্ধ লেগে আছে! শার্টটা গায়ে দিয়েই রয়েছি। রাজের লেখা ডাইয়িটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছি। সমানে ডাইয়ির লেখা গুলোতে চুমু খাচ্ছি। বুকটা কেঁপে কেঁপে ওঠছে।
.
কিছুক্ষণ পর বাবা আসলো। বাবা এসে রেডি হতে বলল।
.
বাবা রেডি হয়ে কী করবো?
.
হসপিটালে জামাই বাবাজীর কাছে যাবো রে মা তুই রেডি হয়ে নে প্লিজ। আর তোর ও চ্যাকাপ করতে হবে।
.
বাবার কথাতে ওয়াশরুমে গিয়ো শাওয়ার নিয়ে, আসরের নামায পড়,হসপিটালে রওয়ানা দিলাম। মনটা কেমন কেমন করছে। মনে হচ্ছে যদি রাজকে বুকে নিতে পারতাম,তাহলে বোধহয় অশান্ত মনটা শান্ত হতো। মায়াবী মুখটা দেখার জন্য পরাণটা জ্বলে যাচ্ছে। হাসপাতালে পোঁছানোর পর, রাজের কেবিনের সামনে আসতেই বুকঁটা ভেতর কেমন যেন চিনচিনে ব্যাথা অনুভব করতে লাগলাম। হঠাৎ রাজের কেবিনের বাহিরে অনেকগুলো বাচ্চা ছেলে - মেয়ে দেখলাম তাঁদের সবার মাঝে একটা মেয়েকে কেমন যেন পরিচিত লাগছে খুব। মেয়েটা খুব কাঁদছে তাই আস্তে আস্তে মেয়েটার কাছে যেতেই মনে পড়ে গেল। এটা তো সেই মেয়ে যে কিনা গাড়িতে,গাড়িতে ফুল বিক্রি করতো। রাজ এই মেয়েটার কাছ থেকেই বকুল ফুলের মালা কিনেছিল।
.
মেয়েটার কাছে গিয়ে কিছু বলার আগেই বলতে লাগলো" আপনাকে রাজ ভাইয়ার সাথে নিউ মার্কেট মোড়ে গাড়িতে দেখেছি না? "
হ্যাঁ আমাকেই দেখেছিলে, আমি তোমার ফুল কিনিনি সেদিন।
.
না ম্যাম সেদিন রাজ ভাইয়া আমার সব ফুল কিনেছিল। আর বলেছিল গাড়িতে যে মেয়েটা বসে আছে বকুল ফুলের মালাতে মেয়েটাকে কেমন লাগবে?
.
আমি সেদিন হেঁসে দিয়ে বলেছিলাম অনেক সুন্দর লাগবে ভাবীকে! আচ্ছা ম্যাম ক্ষমা করবেন আপনি বড় লোক আপনাকে ভাবী ডাকার জন্য।
.
আরে না না কি বলছো? আমি তোমাদের ভাবীন,রাজই যে আমার বেঁচে থাকার অবলম্বন।
.
আচ্ছা ঠিকআছে! জানো ভাবী, সেদিন সারাদিনে একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না। তোমাকে কিনদে বলেছিলাম তুমি আরো বকা দিয়েছো। জানো, আমি না সত্যি দুইদিন কিছু খায়নি। প্রথম দিন ফুল বিক্রির সবটাকে দিয়ে মা'র জন্য ঔষদ কিনে নিয়েছিলাম। তার পরের দিন সারাদিনে যখন একটা ফুলও বিক্রি করতে পারছিলাম না তখন, আপনাকে বলেছিলাম আপনি তাড়িয়ে দিয়েছিলেন। ভাইয়া সব ফুল কিনে আমার মায়ের চিকিৎসার সব খরচ নিয়েছিল। জানো আমরা গরীব কুঁড়ে ঘরে থাকি, তার পরেও ভাইয়া আমার মাকে মা বলে ডাকতো। কিন্তু একদিন মা মারা যায় ভাইয়া খুব কেঁদেছিল! আমিও তার পর থেকে ভাইয়া আমাকে তাঁর এতিম খানায় নিয়ে যায়। আমার মতো এদের অনেকের জীবনের গল্প এমনই। ভাবী আপনার কাছে একটা অনুরোধ করবো?
.
মেয়েটার কথায় চোখ দিয়ে অঝরো পানি আসছে, একটা মানুষের সাথে ৬ মাসের মতো ঘর করেও চিনতে পারলাম না। নিজেকে আজ বড়ই অভাগী মনে হচ্ছে।
.
আমার অনুরোধ টা কী করো ভাবী?
.
আচ্ছা বলো কী এমন অনুরোধ?
.
রাজ ভাইয়াকে কেউ দেখতে দিতে দিচ্ছে না আমাদেরকে। দয়া করে ভাইয়ার চাঁদমাখা মুখটা কী আমার মতো গরীব এতিম বোনটাকে কী দেখতে পারবে।
.
মেয়েটার কথায় নিজেকে ঠিক রাখতে পারলাম না। মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আজ বুঝতে পারছি, মানুষকে ভালবাসতে পারলে কতটা শান্তি পাওয়া যায়। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম হ্যাঁ রে তোর ভাইয়াকে দেখাবো! দেখাতেই যে হবে।
.
ডাক্তারকে বলে আমার কলিজার টুকরা, আমার রাইসার আব্বুটাকে দেখতে রুমেতে প্রবেশ করলাম। পিনপিনে নীরবতা, কিছুক্ষণ পর পর টিট- টিট শব্দ হচ্ছে। মুখে অক্সিজেন মাক্স লাগানো। কিছুক্ষণ পর ছোট মেয়েটা রাজের কপালে একটা পাপ্পি দিয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। নার্সকে বের হয়ে যেতে বললাম কিছুক্ষণের জন্য। নার্স প্রথমে না করলেও পরে আর অনুরোধে না করতে পারেনি।

♥-----"To be Continue"---♥

গল্প :-
""অন্তঃস্বত্তা মেয়েকে বিয়ে""
.
লেখক:- #Nayem_Ahmed
.
100% কান্না করবেন challenge....শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন....
.
★------পর্ব :- ১৫ ~~২~♥️
দোস্ত তোর মাথা ছুঁয়ে
প্রমিজ করলাম। কথাকে বিয়ে করে তোর
সন্তানের পিতৃপরিচয় বহন করবো।
.
দোস্ত রাজ তুই আমার কাঁধ থেকে একটি
পাপ মোচন করলি। দোস্ত আমি কিছু দেখতি
পারছিনা কেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে
আসছে। খুব কষ্ট হচ্ছে আমার দোস্ত মৃত্যু এত
কষ্ট কেন। মনে হচ্ছে ভুতাঁ চাকু কেউ আমার
কলিজাতে ডুকিয়ে দিচ্ছে। গরুর চামড়া
যেমন করে মাংস থেকে আলাদা করে তেমন
করে কে যেন আমার চামড়া আমার শরীর
থেকে আলাদা করছে। দোস্ত আমাকে একটু
বুকে নিবি।একবার বুকে নে তোর অপরাধী
বন্ধুটাকে!( সজিব)
.
সজিবের কথা শুনে চোখ দিয়ে অঝরে
নোনা জল বের হচ্ছে। কষ্টে বুকটা ফেঁটে
যাচ্ছে মনে হচ্ছে হৃদপিন্ডে কেউ ছুঁড়ি
ডুকিয়ে দিয়েছে। কি করবো বামহাতে
রুমাল দিয়ে ছুড়িটা বের করে সজিবকে শক্ত
করে জড়িয়ে ধরলাম।এদিকে সজিবের
শরীরের শক্তি নেই, তবুও আমাকে বাহুডরে
আবদ্ধ করে নিলো। কিছুক্ষণ পর সজিবের
কোন শ্বাসঃপ্রশ্বাস নেই। হাতের স্পদর্ন
দেখি নেই। সজিব আর জীবনে চোখ
খুলবেনা। নিজের অজান্তেই সজিব বলে
কেঁদে দিলাম।
সজিবকে ফ্লরে রেখে দিয়ে বাম হাতে
ছুড়িটা নিয়ে দাঁড়ালাম। কি করবো ভাবতে
পারছিনা। হঠাৎ খুন বলে পিছন থেকে
কারো চিৎকার শুনতে পেলাম। পিছন দিকে
চেয়েই দেখি কথা।ভয়ে তাঁর হাত পা
কাপচ্ছে।
.
কাঁপতে কাঁপতে বললো" রাজ তুমি তোমার
বন্ধুকে খুন করে ফেললে। আমি তোমাকে
ছাঁড়বোনা। আমি তোমাকে ফাঁসিতে
ঝুলাবো। ( কথা)
.
কথা প্লিজ বিলিভ করো, আমি খুন করিনি।
সজিব নিজেই সু- সাইড করেছে।
.
ছিঃ লজ্জা করেনা খুন করেও। সামনে লাশ
পড়ে আছে। হাতে রক্তাক্ত ছুড়ি, রক্তমাখা
শরীর এর পরও খুন করনি বললেই কেউ
বিশ্বাস করবেনা,যে তুমি খুনি নও।( কথা)
.
কথা প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার
মায়ের কসম করে বলছি,সজিব সুসাইড
করেছে। আমি তাকে খুন করেনি।
.
হা,হা,হা খুনিদের কী মা বাবাও আছে
নাকি? খুনি তো সবসময় খুনিই হয়। তারা
কারো সন্তান হতে পারেনা। তাদের
জন্মের দোষ। তারা সমাজের জারজ
সন্তান। আর তুই খুনি। রাজ তোর গলায় আমি
ফাঁসির দড়ি ঝুলাইয়ে ছাঁড়বো। এটা আমার
চ্যালেন্জ।( কথা)
.
এদিকে কথার মুখে জারজ সন্তান কথাটা
শুনে, নিজেই বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে
মনে ভাবছি এভাবে বললে কখনো বিশ্বাস
করবে না। তাই ব্ল্যাকমেল করতে হবে।
আচ্ছা খুন সজিবকে আমি করেছি। এখন তকে
খুন করবো। তকে না শুধু তোর আদরের
ছোটবোন তোবাকেও। কারণ একটা খুন
করলেও ফাঁসি, দশটা খুন করলেও ফাঁসি। তাই
যদি ফাঁসিতে ঝুলতেই হয়, তোকে খুন করেই
ঝুলবো। কথাটা বলে ছুড়িটা কথার গলাতে
ধরলাম।খুব কষ্ট হচ্ছে কথার করুণ মুখটা
দেখে। কিন্তু কি করবো? সত্যটা যে আজ
মিথ্যার আড়ালে ঢাকা। এ ছাড়া যে আমার
কোন উপায় নেই।
.
প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কিছু
দেখেনি। আর সজিব নিজেই সুসাইড
করেছে। তুমি করনি। (কাঁদতে কাঁদতে
কথাগুলো বলল কথা)
.
মনে থাকবে তো?
..
হ্যাঁ মনে থাকবে! ( কথা)
.
ওই আবার কাঁদছিস। একদম কাঁদবিনা। এর
পরের দিন সজিবের দাফন হয়ে গেলে।
কথাকে এক সপ্তাহ পর ফোন দিয়ে বলি যে
আমাকে যদি বিয়ে না করে তাহলে
তোমার গর্ভে যে সজিবের সন্তান এটা
কেউ বিশ্বাস করবেনা। কারণ তোমাদের
বিয়ের কোন ডুকোমেন্ট নেই। আর সবাই
তোমাদের সন্তানকে জারজ সন্তান বলবে।
এ লজ্জা,, ঘৃণায় তোমার বাবা সুসাইড
করবে। তোমার বোনকে কেউ বিয়ে
করবেনা। বল তুমি বিয়ে করবে নাকি
তোমার গর্ভে অবৈধ সন্তান তা তোমাদের
সবাইকে বলে দিবো?
.
কথা সেদিন কাঁদতে কাঁদতে বিয়েতে
স্বীকার হয়েছিল। বাসায় এসে শাওয়ার
ছেড়ে চিৎকার করে কান্না করেছিলাম।
কীভাবে পেয়েছি,আমার কলিজার
টুকরা,আমার ভালবাসার মানুষকে কাল
কাঁদাতে। কিন্তু এ ছাড়া কোন উপায় ছিল
না আমার।
.
দেখতে দেখতে বিয়েটা হয়ে গেলেও
কোনদিন কথার ভালবাসা পায়নি। পায়নি
স্বামীর বিন্দুমাএ অধিকার। মাঝরাতে ঘুম
থেকে ওঠে জ্যোৎস্নার দিকে চেয়ে
কাঁদতাম। সারাটা জীবন কথা শুধু আমাকে
ভুলই বুঝে গিয়েছে। তোবার গুছিরে মিথ্যা
কথা বলার জন্য, কথার সে অকাট্য গালি
এখনো কানের কাছে বাজে। খুব ভালো
লেগেছিল,নিউ মার্কেট মুড়ের পিচ্চি
মেয়ের হাতের সেই বকুলের মালা,এক
জোড়া কানের দুল। কিন্তু সে গুলো কথা
পড়েনি, বকুল ফুলের মালা কথার খোঁপাতে
শোভা না পেয়েছে তার পায়ের তলায়।
ভালবেসে আনা কানের দুল, ঝুমকো জুড়া
কথার কানে ঠাঁয় পায় নি পেয়েছে
ডাস্টবিনে ময়লা আবর্জনার ভিড়ে। খুব কষ্ট
হয়েছিল, সেদিন,অনেক কান্নাও করেছি।
তবে যেদিন তোবা আমাকে মিথ্যা ধর্ষণের
অভিযোগ করলো আর কথা তার বাহবা
দিলো সেদিন খুব কষ্ট হয়েছিল।কষ্টে বুকটা
ফেঁটে গিয়েছিল। তবে জীবনের সবচেয়ে বড়
কষ্ট পেয়েছি সেদিন,যেদিন কথা আমাকে
মারার জন্য নিপুণ প্ল্যান করেছিল সেদিন।
নিজের ভালবাসার মানুষের হাতে কয়জনই
বা মরতে পারে তাও এতটা ভালোবেসে।
তাই সবটা জেনেও, নিজে কথাকে সন্দেহের
হাত থেকে বাঁচাতে সুসাইডড নোট লিখি।
চোখের জলে সুসাইড নোট টা ভেঁজে গেলেও
মনটাকে এ বলে স্বান্ত্বনা দেয় যে,
ভালবাসার মানুষের হাতেই মৃত্যু হবে। তাও
যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি
তাঁর হাতে।জানো কথা যেদিন আমাকে
দুধের সাথে ঘুমের বড়ি মিশিয়ে হয়তো
জীবনের শেষ খাওয়া খাওয়াও সেদিন
তোমাকে অনেক সুন্দর লাগবে হয়তো ।
অবাক নয়নে তাঁকিয়ে থাকবো তোমার
দিকে। জানিনা কতক্ষণ তোমার দিকে
তাকিয়ে থাকতে পারবো কি না?
.
আজকে রাতটাই হয়তো আমার শেষ রাত।
তাই দিনের বেলাতেই কিছু ভবিষ্যত লিখে
গেলাম। আর হ্যাঁ আমার মেয়েটার নাম
রাইসা রাখবে কিন্তু। আর তোমাকে অনেক
কষ্ট দিয়েছি, জানিনা ক্ষমা করবে কিনা
তবুও বলছি ক্ষমা করে দিয়ো আমায়।
জানিনা কোনদিন আমার লেখা ডাইরিটা
তোমার হাতে পরবে কিনা। তবে ডাইরিটা
যেন তোমার হাতে যাই সেই প্রার্থনা করি
আল্লাহর কাছে। সময় ভালো থেকে" বড্ড
বেশি ভালোবাসি তোমায়"!
ইতি " অতিথি পাখি"
" কথা ডাইরিটা পড়ে কান্না থামাতে
পারছেনা। এতটা ভালোবাসার পরও রাজকে
সে অবজ্ঞা করেছে। দিনের পর দিন অপমান
করেছে। অভিশাপ দিয়েছে। শেষে নিজে
হাতে ঘুমের ওষধ খাওয়াইছে। কথার চোখের
পানিতে ডাইরিটা ভেঁনজে যাচ্ছে। কথা
রাজের শাটটা গায়ে দিয়ে রয়েছে। বুকে
ডাইরি, আর ফুপিয়ে কাঁদছে। বার বার
রাজের ডাইরিটাকে চুমু খাচ্ছে। রাজের
ডাইরিটা এবং তার শার্টটা গায়ে জড়িয়ে
ঘুমিয়ে যায়।
.
হঠাৎ রিত্ত দৌঁড়ে এসে কাঁদতে কাঁদতে
বললো ভাবী ও ভাবী" ভাইয়া মারা
গিয়েছে"। ভাবী আমার ভাইয়াকে আর কি
ভাইয়া ডাকতে পারবোনা?"
.
রিত্তের কথা শুনে কথার পায়ের নিচে
মাটি সরে যাচ্ছে। পৃথিবীটা কেমন যেন
অন্ধকার মনে হচ্ছে। কিছুক্ষণ পর এমবুলেন্স
করে রাজের লাশ নিয়ে আসলে কথা গিয়ে
দেখি কফিনের ভিতরে রাজকে খুব সুন্দর
লাগছে। আর কখনো রাজ তাকাবেনা সেই
ভালবাসার দৃষ্টি নিয়ে.......
.

♥-----"To be Continue"---♥

গল্প :-
""অন্তঃস্বত্তা মেয়েকে বিয়ে""
লেখক:- #Nayem_Ahmed
100% কান্না করবেন challenge....শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন....
★------পর্ব :- ১৫~~~ ♥
সজিবেরর দিকে এখন তাকিয়ে নিজেকে
ঠিক রাখতে পারলামনা। ফেলকি দিয়ে
রক্ত বের হচ্ছে একটা ছুড়ি সজিবের ঠিক
কলিজা বরাবর ডুকানো!
ভাবতেই পারিনি সজিব নিজের বুকে
নিজেই ছুড়ি চালিয়ে দিবে। আমি তো
সজিবকে ক্ষমা করে দিয়েছিলাম। আজ
মারতে এসেও মারতে পারিনি। কারণ
পারিনি বন্ধু হয়ে বেঈমান বন্ধুর বুকে ছুড়ি
চালিয়ে দিতে,। কারণ মহান আল্লাহ্
তায়ালা যে নিজ হাতে তাঁর বিচার
করেছে। মা- বাবাকে কেড়ে নিয়েছে
সজিবের। তাঁরপর আবার মরণ ব্যাধি
ক্যান্সার দিয়েছে আল্লাহ্। এর চেয়ে বড়
শাম্তি আর পৃধিবীতে কী হতে পারে। তাই
নিজের পকেটের ছুড়ি রেখেও বুকে টেনে
নিয়েছি। এখন সজিবের দিকে তাকাতেই
বুকটা কষ্টে ফেঁটে যাচ্ছে। অপরাধী হলেও
সে তো আমার বন্ধু ছিল। ছিল কলিজার
একটা অংশ। রক্তে ভেসে যাচ্ছে ফ্লো,
দোঁড়ে গিয়ে রুমাল দিয়ে বুক ধেকে ছুড়িটা
বের করতেই দেখি,ছুড়ির মাথায় সজিবের
কলিজার একটু অংশ লেগে রয়েছে। এই দৃশ্য
দেখে, নিজের অজান্তেই চোখের পানি
নিরবে ঝরছে। কলিজা টা ফেঁটে যাচ্ছে।
মনে হচ্ছে চিৎকার দিয়ে কাঁদি। এই দোস্ত
তুই কেনন এমন করলি? আমি তো তোকে
ক্ষমা করে দিয়েছি। দোস্ত চল তোকে
বাঁচতে হবে আবার বন্ধুকে বাঁচতে হবে।
.
দোস্ত প্লিজ আমাকে কিছু বলতে দে! আমি
জানি, আমার সময় শেষ হয়ে আসছে। দোস্ত
জানিস আমি যে বড় অন্যায় করে ফেলেছি।
যে পাপের শাস্তিতে, মা- বাবাকে কাছ
থেকে দূরে সরিয়ে দিলো আল্লাহ্। তবুও
আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া যে
আমার পাপের ছাঁয়াতল থেকে তাড়া মুক্তি
পেল। তারপর আমাকে ব্ল্যাড ক্যান্সারের
মতো একটা ছোট্ট রোগ দিলো, যা মৃত্যুর
অগ্রিম টিকেট। আমি যে ব্ল্যাড কান্সার
নিয়েও প্রতিনিয়ত অনুশোচনায় ভোগছি।
জানিস দোস্ত আমি মা- বাবা মরার পর
একটি রাতও ঘুমাতে পারিনি। প্রায় প্রতি
রাতেই ভয়ংকর কিছু স্বপ্ন দেখতাম।জানিস
দোস্ত, মা- বাবা স্বপ্নেও আমাকে ছেলে
বলে দাবী দেয়না। তারা বলে আমার মতো
পাপী নাকী দুনিয়াতে নেই। বল দোস্ত
আমি পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। দোস্ত
প্রতিরাতে কণা স্বপ্নে আমার মৃত্যু কামনা
করতো, বল তো দোস্ত আমি কীভাবে বেঁচে
থাকি। আমি সবাইকে বলে যায় কেউ কোন
মেয়ের জীবন নষ্ট করো না। কারণ তাঁরা
ভালবাসার মানুষটার ভালবাসা পাওয়ার
জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান
সম্পর্দ সতিত্ব তাঁর ভালবাসার মানুষের
হাতে নিরবে তুলে দেয়। তারা চায় তাদের
ভালবাসার মানুষ যেনো তাঁদেরকেই
ভালোবাসে। তাই নিজের শেষ সম্বল,
নিজের সতিত্বটাও দিতে কাপণ্যবোধ করে
না। আমরা ছেলেরা একটু আনন্দ লাভের
জন্য, একটা জীবনকে ধ্বংস করে দেয়।কী
লাভ, এসব করে, একসময় দেখা যাবে আমার
মতো অবস্হা হবে তোমাদের সকলের। বেঁচে
থেকেও প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষা করতে
হবে।আমি চাইনা আর কারো অবস্হা আমার
মতো হোক।
.
এই দোস্ত কী বলছিস চুপ করবি তুই। প্লিজ চুপ
কর,আমার বন্ধুনা তুই, তোকে ছাড়া আমি
কেমনে বাঁচবো।
.
দোস্ত,আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
আমার খুব কষ্ট হচ্ছে। দোস্ত তোকে মরার
আগে একটা অনুরোধ করবো?
.
হুম কর, কি করবি?
.
দোস্ত আমার মাথা ছুঁয়ে প্রমিজ কর! আচ্ছা
এই যে তোর মাথা ছুঁয়ে প্রমিজ করলাম।
এবার বল।
.
দোস্ত, তুই তো কথাকে নিজের জীবনের
থেকে বেশি ভালোবাসতি?
.
আরে কে বলছি না'তো আমি কেন
ভালোবাসতে যাবো। যেদিন আমাকে
কলেজের সবার সামনে থাপ্পর দেয়, সেদিন
থেকেই কথাকে ভুলে যায়। কথা নামে কেউ
আমার জীবনে ছিল,সেটাও ভুলে যায়।
.
দোস্ত তাহলে,কেন অতিথি পাখি নাম
দিয়ে চিঠি লিখতে। কেন লুকিয়ে কাঁদতি।
কেন ওকে না দেখলে পাগল হয়ে যেতি।
দোস্ত আমি জানি তুই কথাকে বড্ড বেশি
ভালোবাসিস।
.
কি বলছিস সজিব কথা তোর বিয়ে করা বউ।
.
না'রে আর কত চোখের জল লুকাবি। এখনো
তোর চুখে কথার জন্য ভালোবাসা ঝলমল
করছে। তোর চোখ থেকে গড়িয়ে পড়া
প্রতিটি , অশ্রুকণা তে কথার অসিত্ব বুঝা
যাচ্ছে।
.
সজিব তুই থামবি, কথা তোর বিয়ে করা বউ,
আমার কাছে কথার পরিচয় কথা আমার বন্ধু
সজিবের বউ।
.
দোস্ত আর কত দিয়ে যাবি আমাকে, কোন
মাটি দিয়ে তৈরী করেছে তোকে মহান
আল্লাহ তায়ালা। আজও কি পৃথিবীতে
তোর মতো বন্ধু কেউ পেয়েছে। আমি
পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভাগা যে তার
বন্ধুর ভালবাসার মূল্যটুকু দিতে পারেনি।
দোস্ত কাল কিয়ামতের দিন তুই আমাকে
বন্ধু বলে পরিচয় দিস,। মহান আল্লাহ্
তায়ালা জানিনা আমাকে ক্ষমা করবে
কিনা। আল্লাহ্ তায়ালা পেয়ারা হাবিব,
কাল কেয়ামতের দিন আমাকে উম্মত বলে
পরিচয় দিবে কিনা। আমি যে পাপী,
মহাপাপী আমি।
.
দোস্ত আল্লাহ্ তোকে ক্ষমা করবে তিনি
যে মহান।
.
আচ্ছা দোস্ত! তুই কথাকে এতো
ভালোবাসার পরও আমার করে দিলি। বুকে
এক বুক কষ্ট পাথর চাপা দিয়ে। জানিস
দোস্ত,কথাকে আমি সত্যি বিয়ে করিনি।
কাগজ পএ কাজী সবকিছু ফেইক ছিল। শুধু
কথার শরীরটা ভোগ করার জন্য এমন
নোংরা খেলায় নেমেছিলাম। জানিনা এ
অপরাদের ক্ষমা আছে কিনা। জানিস
দোস্ত কথা, আড়াই মাস এর অন্তঃসন্তা।
আমার অবৈধ সন্তান কথার গর্ভে বড় হচ্ছে।
দোস্ত কথা এসব জানলে আমাকে কবর
থেকে তুলে হলেও খুন করবে,তার সতীত্বের
ঝাঝ মেটাতে। দোস্ত আমি চাইনা সবার
মতো কথার জীবনটাও নষ্ট হয়ে যাক। কথাও
কণার মতো গলায় দঁড়ি দেখ। প্লিজ আমার
অনুরোধটা রাখ,কথাকে তুই যেভাবে পারিস
বিয়ে করে স্ত্রীর মর্যাদা দে প্লিজ।
আমার একটা পাপের ভাগীদার হয়ে এই পাপ
টা আমার মোচন করার সুযোগ দে। দোস্ত না
করিস না প্লিজ। আমাকে ক্ষমা করে দে।
তোর পবিএ ভালবাসা কে নিয়ে আমি
নোংরা খেলায় মেতেছিলাম। ক্ষমা করে
দে। দোস্ত আমার মাথা ছুয়ে কসম কর যে
কথাকে বিয়ে করে, তাঁর গর্ভের সন্তানের
বাবা হবি তুই। সমাজে পরিচয় পাবে
আরেকটি অবৈধ সন্তানের। সবাই বলবে না
ঐটা জারজ সন্তান। সবাই বলবে ওই যে দেখ
রাজের সন্তানটা কত কিউট হয়েছে। প্লিজ
দোস্ত কসম কর মাথা ছুঁয়ে কথাকে বিয়ে
করবি। ( সজিব)
.
এদিকে সজিবের কথা ফেলতে পারলাম না।
কথাকে প্রথমত ভালোবাসি, আমার
ভালোবাসা পবিএটা দিয়ে কথাকে আর
তাঁর গর্ভের সন্তানকে পবিএ করে নিবো।
আজ কথায় জায়গায় অন্য কোন নিঃশ্বাপ
মেয়ে যদি বলি হতো তাহলেও তাকে হাসি
মুখে বিয়ে করে নিতাম। কারণ মানুষ
মানুষের জন্যে। দোস্ত তোর মাথা ছুঁয়ে
প্রমিজ করলাম। কথাকে বিয়ে করে তোর
সন্তানের পিতৃপরিচয় বহন করবো।
.

♥-----"To be Continue"---♥

গল্প :-
""অন্তঃস্বত্তা মেয়েকে বিয়ে""
.
লেখক:- #Nayem_Ahmed
.
100% কান্না করবেন challenge....শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন....
.
★------পর্ব :- ১৪ ~~~♥️
.
.
সজিবের ছবিটা, ছিঁড়ে ফেললো গ্যাসের
আগুনে দিয়ে ছবিটাকে জ্বালাচ্ছে। হঠাৎ
ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে ফোনটা
তুলতেই "
ভাবী ভাইয়াকে আর বাঁচানো গেলো না
হয়তো, ডাক্তার বলেছে ভাইয়া কুমুতে চলে
গেছে। ভাইয়ার লিভার ফ্রিফটি পারসেন্ট
ড্যামেজ হয়ে গেছে। ভাইয়া নাকি বাঁচবে
না ভাবী ( রিত্ত)
.
এদিকে রিত্তের কাছে এমন কথা শুনে মনে
হচ্ছে কেউ কথার কলিজাতে কেউ ছুঁড়ি
চালিয়ে দিচ্ছে। কষ্টে বুকটা তার ফেঁটে
যাচ্ছে।কথা ভাবছে, "আজ আমার জন্যই রাজ
মৃত্যুশর্য্যায়। এতটা ভালোবাসার পরও
তাকে শুধু অবহেলা করেছি। বিয়ের পর
একটি বার বুকে পর্যন্ত জড়িয়ে নেয়নি।"
এসব মনে করে কাঁদতে লাগলো।
.
মা'রে কাঁদিস না কেঁদে কি হবে? আল্লাহ্
তায়ালা কে ডাক। তিনি ছাড়া আর কেউ
বাঁচাতে পারকে না। ( কথার মা)
.
মা আমি কিভাবে বাঁচবো, ওর কিছু হয়ে
গেলে। আমার যে নিঃশ্বাসের সাথে
মিশে গেছে রাজ।( কাঁদতে কাঁদতে
কথাগুলো বললো কথা)
.
মা' তুই কাঁদলে কী রাজ ভালো হবে? ভালো
হবে না। তাই বলছি না কেঁদে আল্লাহর
দরবারে দোয়া কর। আর তুই ও তো
অন্তঃসন্তা রাতেও কিছু খাসনি, আর
এখনো যদি কিছু না খাস তাহলে বাচ্চার
ক্ষতি হবে। তাই ফ্রেশ হয়ে খেয়ে নে।
( কথার মা)
.
আচ্ছা মা তুমি যাও আমি খেয়ে নিচ্ছি।
( কথা)
.
- আমি জানি, আমি চলে গেলে তুই
খাবিনা। একটু বস আসছি, বলে খাবার নিয়ে
এসে মুখে তুলে দিচ্ছে।
.
এদিকে মা খাবার তুলে দিচ্ছে আমি
খাবার দেখে নিজের অজান্তেই কেঁদে
দিলাম।
.
কথা তুই কাঁদছিস কেনো?
.
মা আমার স্বামী তো আজ ৩ দিন ধরে কিছু
খায়নাই। আমি কেমনে খাবো?
.
কি পাগলের মতো কথা বলছিস। প্লিজ তোর
জন্য না হলেও তোর গর্ভের সন্তানের জন্য
হলেও খেয়ে নে।আর রাজ তো তোর
সন্তানের নামও ঠিক করে রেখেছে"
রাইসা"। এখন যদি তুই না খাস তাহলে
বাচ্চার যদি কোন অঘটন ঘটে যায়। এদিকে
তোবাটাও কেমন যেন হয়ে গেছে। তুই ও যদি
এমন করিস, আমি আর তোর বাবা কীভাবে
বাঁচবো। তোর আর তোবার জন্যই তো বেঁচে
আছি।
.
মা তুমি কেঁদেনা আমি খাচ্ছি। খাবার
শেষ করে। ড্রাইভারকে বলে হসপিটালে
আসলাম। হসপিটালের দরজায় পা রাখতেই
বুকটা কেমন যেন কেঁপে ওঠলো। বুকটা কেমন
যেন শূন্য শূন্য লাগছে। হঠাৎ চোখ গেলে
রিত্তের দিকে রিত্ত গাল বেয়ে টপ-টপ করে
পানি পড়ছে।
.
"ভাবী তুমি আসছো" কথাটা বলে রিত্ত
জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর বলতে
লাগলো" ভাবী ডাক্তার কি বলছে ভাইয়া
নাকি! এ পর্যন্ত বলে আবারো কেঁদে
দিলো।
.
আমি কি বলে সান্ত্বনা দিবো ভাবতে
পারছিনা। আমি নিজেকেই সান্ত্বনা
দিতে পারবোনা। আমার জন্যই রাজ আজ
এখানে। নিজের কান্না সামলে রেখে
রিত্তকে বললাম" রাজের কিছুই হবেনা "
প্লিজ কান্না করোনা। চলো তোমার
ভাইয়ার কাছে যাই।
.
এদিকে রিত্তকে নিয়ে রাজের বেডে
গেতে,, হৃদয়টা হুঁ, হুঁ করে কেঁদে ওঠলো।
রাজের মুুখে এখনো অক্সিজেন মাক্স
পড়ানো। চাঁদের মতো মুখটা, আধারে ডেকে
গেছে। নিজের চোখের জল আকটাতে
পারছিনা। রিত্ত বাইরে চলে গেলে ,
রাজের কপালে একটা ভালবাসার স্পর্শ
এঁকে দিলাম। তারপর,পা জড়িয়ে ধরে বলতে
লাগলাম, আমাকে ক্ষমা করে দাও। আমি
সত্যি হিরাকে কাচ, কাচকে হিরা ভেবে
ভুল করেছি। আমি তোমাকে ছাড়া
বাঁচবোনা।আমাকে ছেড়ে যেয়োনা
কোথাও সত্যি বাঁচবোনা। এখন তুমি আমার
প্রতিটি নিঃশ্বাসে। তুমি আমার হৃদপিন্ড।
আমার কিছু চাওয়ার নেই পৃথিবীতে,
আল্লাহ্ যেন তোমাকে আমার বুকে
ফিরিয়ে দেয়। আমি যে তোমাকে
ভালবাসি বড্ড বেশি ভালবাসি তোমাকে।
কথাগুলো বলে পা ধরে কাঁদতে লাগলাম।
চোখের পানিতে পা ভিজে যাচ্ছে। হঠাৎ
কারো হাতের স্পর্শ পেলাম মাথায়।
অশ্রুভেজা চোখে উপরের দিকে তাকাতেই
দেখি " (রাজের বাবা)।বাবাকে দেখে
আরো বেশি কান্না করে দিলাম। বাবা
ডাক্তার কি বলছে এসব। আমি বাঁচবোনা
ওকে ছাঁড়া।
.
মা'রে কান্না না করে আল্লাহকে ডাকো।
আর হ্যাঁ আমার ছেলের কিছুই হবেনা।
প্রার্থনা করো আল্লাহর কাছে।
.
হুম বাবা, আল্লাহ যেন ওকে ভালো করে
দেয়।
.
পরে, মা এসে বাসায় নিয়ে যায়। ঠিক মতো
হাঁটতেো পারিনা। আজ ৯ মাস হতে চললো।
বাসায় শুয়ে শুয়ে রাতে ভাবছি, রাজের
ডাইরি সম্পূর্ণ তো পরা হয়নি। তাই
বালিশের নিচে থেকে ডাইরিটা বের করে,
ডাইরিটা বুকের সাথে জড়িয়ে ধরে, চোখের
জল ছেঁড়ে দিলাম। মাঝরাত ডিমলাইটের
আলোতে ডাইরিটা অদ্ভূত আর রহস্য ময়
লাগছে। কি আছে শেষের দিকে, ভাবতে
পারছেনা। সত্যিই কি রাজ " চরিএহীন,
জারজ টাকে খুন করেছে?
'এসব ভাবতে, ভাবতে ডাইরিটা খুললো,
ডাইরিটা খুলেই পড়তে লাগলো;
..
কণাকে আজ সাদা শাড়িতে কেমন যেন
লাগছে। তাই জিজ্ঞেস করলাম' কণা তুই না
সাদা শাড়ি পছন্দ করিস না তবে কেন এই
শাড়ি পড়েছিস? তোর জন্য তো বৈশাখেও
নীল শাড়ি কিনে দিলাম!
.
ভাইয়া, আমি চাইলেও আর নীল শাড়ি
কখনো পড়তে পারবোনা! ভাইয়া তুমি
আমার হত্যার বিচার করবেনা? আমার
আত্মা যে, সে বিশ্বাসঘাতকের মৃত্যু না
দেখে মুক্তি পাচ্ছেনা!
.
কণার কি সব বলছিস?।হঠাৎ কণার গলার
দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ!
কণা বলে চিৎকার দিতেই ঘুম ভেঙ্গে যায়!
ঘুম ভাঙ্গতেই আর বুঝতে বাকি থাকেনা
এটা আমার দুঃস্বপ্ন ছিল।এখনো কণা'র
ভেঙ্গে যাওয়া ছবিটা বুকে।দরজার দিকে
তাকিয়ে দেখি দরজা লাগানো, ভয় ও হচ্ছে
আবার খুব কষ্ট হচ্ছে। মনে, মনে ভাবলাম
আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই
নিবো আর আমার বোনের চল্লিশ দিন
হওয়ার আগেই।
সেদিন রাতে আর ঘুম হলো না প্রতিশোধের
আগুন দাউ-দাউ করে জ্বলছে বুকে। বার বার
কণার কথাটা মনে পড়ছে, "ভাইয়া ওকে
ক্ষমা করোনা"।আমার সর্বনাশ করার
বিচার যে পর্যন্ত না করবে সে পর্যন্ত
আমার আত্মা মুক্তি পাবেনা।
.
পরেরদিন ভাবলাম যেভাবে হোক, আমার
বোন হত্যার বিচার করবো। তাই পরদিন খুব
ভোরে, ঘুম থেকে ওঠে, সজিবের বাসায়
যায়। টার্গেট হচ্ছে, সজিবকে খুন করবো।
যেই ভাবা সেই কাজ হাত পকেটে একটা
ছুঁড়ি লক্ষ গলা বরাবর চালিয়ে দেওয়া।
.
দোস্ত এত সকালে তুই আসলি যে? এখনো তো
কাজের মেয়েই আসেনি।দাঁড়া আমি চা
করে নিয়ে আসছি।
.
আমি শুধু মাথা নাড়ালাম!
.
এদিকে সজিব চা করে নিয়ে আসলো। আমি
চা খাচ্ছি এদিকে সজিবও চা খাচ্ছে। চা
খেতে কাশতে কাশতে লাগলো, সজিব।
হঠাৎ হাত দিয়ে মুখ ধরে ফেললো। সজিবের
হাতে স্পর্ষ্ট রক্ত দেখা যাচ্ছে। সজিব
আমার সামনে থেকে দ্রুত ওয়াশরুমে চলে
গেল।
.
কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হতেই,ওর
দিকে তাকিয়ে বলতে লাগলাম" তোর
কাশির সাথে রক্ত আসলো কেন কি
হয়েছে"?
.
নারে দোস্ত কিছু হয়নি? (সজিব)
.
প্লিজ দোস্ত আমার কসম বল তো কী
হয়েছে।
.
সজিব দৌঁড়ে এসে বুকে জাপটে ধরলো!মনে
মনে ভাবছি এখনই উপযুক্ত সময়। ছুঁড়িটা
পকেট থেকে বের করে গলায় চালিয়ে
দেওয়ার। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ
নেওয়ার কিন্তু পারলাম না। কিন্তু না!
পারলামনা! হাতটা পকেটে না গিয়ে
সজিবের পিঠের ওপর গেলো।
সব রাগ অভিমান ভুলে শক্ত করে জড়িয়ে
ধরে বলতে লাগলাম- কাঁদছিস কেনো? কি
হয়েছে?
.
দোস্ত আমার ব্ল্যাড ক্যান্সার। আমি আর
বাঁচবোনা। আমার এতে কোন দুঃখ নেই।
দুঃখ তোর মনে কষ্ট দিয়েছি। জানিস
দোস্ত আমার মতো অপরাধী এই পৃথিবীতে
আর কেউ নেই হয়তো।
.
সজিব কী বলছিস তুই কী এমন অন্যায়
করছিস। আরে বন্ধুত্বের মাঝে ওমন অপরাধ
ক্ষমা করা যায়। আর তুই কাঁদছিস কেনো
কাঁদবিনা প্লিজ। মনে মনে ভাবছি খুন
করতে এসে নিজেই খুন হয়ে যাচ্ছি মনে হয়
বন্ধুত্বের কাছে।পাপী হলেও যে তাকে
নিজের ভাইয়ের মতো মনে করতাম।হঠাৎ
সজিব দু"পা জাপটে ধরে বলতে লাগলো"
দুস্ত তোর মতো বন্ধুর পায়ে ধরার যোগ্যতাও
আমার নেই তবুও বলছি আমাকে ক্ষমা করে
দে।"
.
কি করছিস, ওঠ বলছি তোর স্হান পায়ে নয়
বুকে। তুই যে অপরাধ বুঝতে পারছিস এতেই
আমি খুশি।
.
দোস্ত তুই সত্যি মহান" জানিস আমি
পৃথিবীর শেষ্ট পাপী। নিজের বন্ধুর সাথে
বিশ্বাসঘাতকতা করেছি। শুন তাহলে,মরার
আগে না জানা কিছু পাপের কথা তোকে
বলে যায়, পারলে ক্ষমা করে দিস।
.
সত্যি বলতে তোর সাথে ফ্রেন্ডশীপ করি,
তোর বোন কণাকে দেখে। তারপর তোদের
ফ্যামিলির একজন হয়ে যায়। আমার সবসময়
মেয়েদের দেহের উপর লোভ ছিল। আমার এ
বয়সে ৪৩ জন মেয়েকে নষ্ট করেছি। কণাকে
বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ
করেছি।
.
কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে
পানি পড়ছে। বুকটা ফেঁটে যাচ্ছে। বারবার
কণার হাসিমাখা মুখটা ভেসে আসছে।
তারপরও মনকে কন্টোল করে বললাম,তারপর
কথার সাথে কীভাবে কী হলো?
.
দোস্ত কণার সাথে মজা করার পর আর
ভালো লাগেনি। তাই কণার পাশা- পাশি
আরেকটা খুঁজি এবং পেয়েও যায়। আমি
জানতাম তুই কথাকে জীবনের থেকে বেশি
ভালোবাসতি। আমি গ্রাম থেকে এসে
কথার সাথে, কী কী হয়েছে তোর সব
জেনেও না জানার ভান করেছি। এরপর তুই
প্রতিদিন কথাকে, নামছাড়া চিঠি দিতি,
ফেসবুকে তোর আইডির গল্প পড়ে, তোকে না
দেখেই কথা তোর প্রেমে হাবি-ডুবু খায়।
এবং তুই যদি ভালোনাবাসিস, আত্মহত্যা
করবে কথা। এসব জেনে, সময় মতো, তুই
যেদিন কথার সাথে মিট করতে যাস সেদিন,
চালাকি করে নিঁখুত অভিনয়টা করি।আমি
জানি তুই আমার জন্য তোর ভালবাসা
কুরবাণি দিবি তুই তাই করলি। কথার সাথে
রিলেশন হয়ে যায়। তারপর থেকে চুটিয়ে
প্রেম। কিন্তু কথা অনেক চালাক বিয়ের
আগে কিছু দিতে নারাজ। তাই কথাকে
ভুলানোর জন্য তাদের বাসার নিচে
দাঁড়িয়ে থাকতাম। আর হঠাৎ একদিন দেখি,
তোবা আমাকে ফলো করছে। আমিও তার
সঙ্গ দিলাম। তোবা আমাকে প্রপোজ করলে
আমি কথার কাছাকাছি যাবার জন্য রাজি
হয়ে যায়। আর ফ্রি জিনিস ছাড়া
ভালোনা। তোবাকে নিয়ে মন মত কয়দিন
ইনজয় করতেই, বোকা মেয়ে অন্তঃসন্তা
হয়ে যায়। যার দরুণ এবারশন করতে হয়।
ডাক্তার বলেছে এবারশনের পর থেকে ওই
মানসিক অসুস্থ। বাকি রইলো কথা, কথার
শরীরের প্রতি লোভ দিন দিন বাড়তে
লাগলো আমার। কিন্তু সালি অনেক চালাক
বিয়ের আগে কিছু দিতে নারাজ, তাই
মিথ্যা কাজি অফিসে নিয়ে গোপনে বিয়ে
করি।যা নামেমাএ তারপর কথার সে
কাক্ষিত দেহটাকে নিজের করে পায়।
কিন্তু এত পাপ যে আল্লাহও সয় না তাই মা
- বাবাকে কেড়ে নিলো। মরণব্যাধি
ক্যান্সার হয়েছে শরীরে, তাই আর
বাঁচবোনা ক্ষমা করে দেস।
.
সজিবেরর দিকে এখন তাকিয়ে নিজেকে
ঠিক রাখতে পারলামনা। ফেলকি দিয়ে
রক্ত বের হচ্ছে ছুড়িটা......
.
.
♥-----"To be Continue"---♥

#Nayeem

image

image

hi I am new here

Shariar Badhon changed his profile picture
6 yrs

image

#sumon240

image
ssssumon changed his profile picture
6 yrs

image