গল্প :-
""অন্তঃস্বত্তা মেয়েকে বিয়ে""
লেখক:- #Nayem_Ahmed
100% কান্না করবেন challenge....শুধু শেষ পর্যন্ত সাথে থাকবেন....
★------পর্ব :- ১৫~~~ ♥
সজিবেরর দিকে এখন তাকিয়ে নিজেকে
ঠিক রাখতে পারলামনা। ফেলকি দিয়ে
রক্ত বের হচ্ছে একটা ছুড়ি সজিবের ঠিক
কলিজা বরাবর ডুকানো!
ভাবতেই পারিনি সজিব নিজের বুকে
নিজেই ছুড়ি চালিয়ে দিবে। আমি তো
সজিবকে ক্ষমা করে দিয়েছিলাম। আজ
মারতে এসেও মারতে পারিনি। কারণ
পারিনি বন্ধু হয়ে বেঈমান বন্ধুর বুকে ছুড়ি
চালিয়ে দিতে,। কারণ মহান আল্লাহ্
তায়ালা যে নিজ হাতে তাঁর বিচার
করেছে। মা- বাবাকে কেড়ে নিয়েছে
সজিবের। তাঁরপর আবার মরণ ব্যাধি
ক্যান্সার দিয়েছে আল্লাহ্। এর চেয়ে বড়
শাম্তি আর পৃধিবীতে কী হতে পারে। তাই
নিজের পকেটের ছুড়ি রেখেও বুকে টেনে
নিয়েছি। এখন সজিবের দিকে তাকাতেই
বুকটা কষ্টে ফেঁটে যাচ্ছে। অপরাধী হলেও
সে তো আমার বন্ধু ছিল। ছিল কলিজার
একটা অংশ। রক্তে ভেসে যাচ্ছে ফ্লো,
দোঁড়ে গিয়ে রুমাল দিয়ে বুক ধেকে ছুড়িটা
বের করতেই দেখি,ছুড়ির মাথায় সজিবের
কলিজার একটু অংশ লেগে রয়েছে। এই দৃশ্য
দেখে, নিজের অজান্তেই চোখের পানি
নিরবে ঝরছে। কলিজা টা ফেঁটে যাচ্ছে।
মনে হচ্ছে চিৎকার দিয়ে কাঁদি। এই দোস্ত
তুই কেনন এমন করলি? আমি তো তোকে
ক্ষমা করে দিয়েছি। দোস্ত চল তোকে
বাঁচতে হবে আবার বন্ধুকে বাঁচতে হবে।
.
দোস্ত প্লিজ আমাকে কিছু বলতে দে! আমি
জানি, আমার সময় শেষ হয়ে আসছে। দোস্ত
জানিস আমি যে বড় অন্যায় করে ফেলেছি।
যে পাপের শাস্তিতে, মা- বাবাকে কাছ
থেকে দূরে সরিয়ে দিলো আল্লাহ্। তবুও
আল্লাহ্ তায়ালার কাছে শুকরিয়া যে
আমার পাপের ছাঁয়াতল থেকে তাড়া মুক্তি
পেল। তারপর আমাকে ব্ল্যাড ক্যান্সারের
মতো একটা ছোট্ট রোগ দিলো, যা মৃত্যুর
অগ্রিম টিকেট। আমি যে ব্ল্যাড কান্সার
নিয়েও প্রতিনিয়ত অনুশোচনায় ভোগছি।
জানিস দোস্ত আমি মা- বাবা মরার পর
একটি রাতও ঘুমাতে পারিনি। প্রায় প্রতি
রাতেই ভয়ংকর কিছু স্বপ্ন দেখতাম।জানিস
দোস্ত, মা- বাবা স্বপ্নেও আমাকে ছেলে
বলে দাবী দেয়না। তারা বলে আমার মতো
পাপী নাকী দুনিয়াতে নেই। বল দোস্ত
আমি পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। দোস্ত
প্রতিরাতে কণা স্বপ্নে আমার মৃত্যু কামনা
করতো, বল তো দোস্ত আমি কীভাবে বেঁচে
থাকি। আমি সবাইকে বলে যায় কেউ কোন
মেয়ের জীবন নষ্ট করো না। কারণ তাঁরা
ভালবাসার মানুষটার ভালবাসা পাওয়ার
জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান
সম্পর্দ সতিত্ব তাঁর ভালবাসার মানুষের
হাতে নিরবে তুলে দেয়। তারা চায় তাদের
ভালবাসার মানুষ যেনো তাঁদেরকেই
ভালোবাসে। তাই নিজের শেষ সম্বল,
নিজের সতিত্বটাও দিতে কাপণ্যবোধ করে
না। আমরা ছেলেরা একটু আনন্দ লাভের
জন্য, একটা জীবনকে ধ্বংস করে দেয়।কী
লাভ, এসব করে, একসময় দেখা যাবে আমার
মতো অবস্হা হবে তোমাদের সকলের। বেঁচে
থেকেও প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষা করতে
হবে।আমি চাইনা আর কারো অবস্হা আমার
মতো হোক।
.
এই দোস্ত কী বলছিস চুপ করবি তুই। প্লিজ চুপ
কর,আমার বন্ধুনা তুই, তোকে ছাড়া আমি
কেমনে বাঁচবো।
.
দোস্ত,আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
আমার খুব কষ্ট হচ্ছে। দোস্ত তোকে মরার
আগে একটা অনুরোধ করবো?
.
হুম কর, কি করবি?
.
দোস্ত আমার মাথা ছুঁয়ে প্রমিজ কর! আচ্ছা
এই যে তোর মাথা ছুঁয়ে প্রমিজ করলাম।
এবার বল।
.
দোস্ত, তুই তো কথাকে নিজের জীবনের
থেকে বেশি ভালোবাসতি?
.
আরে কে বলছি না'তো আমি কেন
ভালোবাসতে যাবো। যেদিন আমাকে
কলেজের সবার সামনে থাপ্পর দেয়, সেদিন
থেকেই কথাকে ভুলে যায়। কথা নামে কেউ
আমার জীবনে ছিল,সেটাও ভুলে যায়।
.
দোস্ত তাহলে,কেন অতিথি পাখি নাম
দিয়ে চিঠি লিখতে। কেন লুকিয়ে কাঁদতি।
কেন ওকে না দেখলে পাগল হয়ে যেতি।
দোস্ত আমি জানি তুই কথাকে বড্ড বেশি
ভালোবাসিস।
.
কি বলছিস সজিব কথা তোর বিয়ে করা বউ।
.
না'রে আর কত চোখের জল লুকাবি। এখনো
তোর চুখে কথার জন্য ভালোবাসা ঝলমল
করছে। তোর চোখ থেকে গড়িয়ে পড়া
প্রতিটি , অশ্রুকণা তে কথার অসিত্ব বুঝা
যাচ্ছে।
.
সজিব তুই থামবি, কথা তোর বিয়ে করা বউ,
আমার কাছে কথার পরিচয় কথা আমার বন্ধু
সজিবের বউ।
.
দোস্ত আর কত দিয়ে যাবি আমাকে, কোন
মাটি দিয়ে তৈরী করেছে তোকে মহান
আল্লাহ তায়ালা। আজও কি পৃথিবীতে
তোর মতো বন্ধু কেউ পেয়েছে। আমি
পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভাগা যে তার
বন্ধুর ভালবাসার মূল্যটুকু দিতে পারেনি।
দোস্ত কাল কিয়ামতের দিন তুই আমাকে
বন্ধু বলে পরিচয় দিস,। মহান আল্লাহ্
তায়ালা জানিনা আমাকে ক্ষমা করবে
কিনা। আল্লাহ্ তায়ালা পেয়ারা হাবিব,
কাল কেয়ামতের দিন আমাকে উম্মত বলে
পরিচয় দিবে কিনা। আমি যে পাপী,
মহাপাপী আমি।
.
দোস্ত আল্লাহ্ তোকে ক্ষমা করবে তিনি
যে মহান।
.
আচ্ছা দোস্ত! তুই কথাকে এতো
ভালোবাসার পরও আমার করে দিলি। বুকে
এক বুক কষ্ট পাথর চাপা দিয়ে। জানিস
দোস্ত,কথাকে আমি সত্যি বিয়ে করিনি।
কাগজ পএ কাজী সবকিছু ফেইক ছিল। শুধু
কথার শরীরটা ভোগ করার জন্য এমন
নোংরা খেলায় নেমেছিলাম। জানিনা এ
অপরাদের ক্ষমা আছে কিনা। জানিস
দোস্ত কথা, আড়াই মাস এর অন্তঃসন্তা।
আমার অবৈধ সন্তান কথার গর্ভে বড় হচ্ছে।
দোস্ত কথা এসব জানলে আমাকে কবর
থেকে তুলে হলেও খুন করবে,তার সতীত্বের
ঝাঝ মেটাতে। দোস্ত আমি চাইনা সবার
মতো কথার জীবনটাও নষ্ট হয়ে যাক। কথাও
কণার মতো গলায় দঁড়ি দেখ। প্লিজ আমার
অনুরোধটা রাখ,কথাকে তুই যেভাবে পারিস
বিয়ে করে স্ত্রীর মর্যাদা দে প্লিজ।
আমার একটা পাপের ভাগীদার হয়ে এই পাপ
টা আমার মোচন করার সুযোগ দে। দোস্ত না
করিস না প্লিজ। আমাকে ক্ষমা করে দে।
তোর পবিএ ভালবাসা কে নিয়ে আমি
নোংরা খেলায় মেতেছিলাম। ক্ষমা করে
দে। দোস্ত আমার মাথা ছুয়ে কসম কর যে
কথাকে বিয়ে করে, তাঁর গর্ভের সন্তানের
বাবা হবি তুই। সমাজে পরিচয় পাবে
আরেকটি অবৈধ সন্তানের। সবাই বলবে না
ঐটা জারজ সন্তান। সবাই বলবে ওই যে দেখ
রাজের সন্তানটা কত কিউট হয়েছে। প্লিজ
দোস্ত কসম কর মাথা ছুঁয়ে কথাকে বিয়ে
করবি। ( সজিব)
.
এদিকে সজিবের কথা ফেলতে পারলাম না।
কথাকে প্রথমত ভালোবাসি, আমার
ভালোবাসা পবিএটা দিয়ে কথাকে আর
তাঁর গর্ভের সন্তানকে পবিএ করে নিবো।
আজ কথায় জায়গায় অন্য কোন নিঃশ্বাপ
মেয়ে যদি বলি হতো তাহলেও তাকে হাসি
মুখে বিয়ে করে নিতাম। কারণ মানুষ
মানুষের জন্যে। দোস্ত তোর মাথা ছুঁয়ে
প্রমিজ করলাম। কথাকে বিয়ে করে তোর
সন্তানের পিতৃপরিচয় বহন করবো।
.
♥-----"To be Continue"---♥