Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
এন্ড্রু কিশোর আর নেই’, প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি। এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো, ‘দোয়া করিস বন্ধু, কষ্টটা যেনো কম হয়, আর হয়তো কথা বলতে পারবো না’। এর পরই খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আর আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে সবাইকে কাঁদিয়ে আজ সন্ধ্যায় এই পৃথিবী থেকে বিদায় নেয় এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতিই ছিলো বেশি। যার মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এতো তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি-কিশোরের আত্মার শান্তি কামনা করছি।
আমি নিজেও কখনো এভাবে ভাবিনি।
⚫ ফজরঃ ২ × ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
⚫যোহরঃ ৪ × ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত
⚫ আসরঃ ৪ × ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত
⚫ মাগরিবঃ ৩ × ৩৬৫ দিন= ১০৯৫ রাকাআত
⚫ এশাঃ ৪ × ৩৬৫ দিন= ১৪৬০ রাকাআত
_____________________________________
মোট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তো বাদই দিলাম।
◾ ১ বছরে (৩৬৫ × ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে ডাক দেয়া হয়।
#আপনি_কয়বার_সাড়া_দিয়েছিলেন ?
#আপনার_মনে_কি_একটুও_অনুশোচনা_হওয়ার_কথা_না !!
#কি_ভেবেছেন_আল্লাহ্র_কাছে_হিসাব_দিতে_হবে_না ??
এখানে শুধু ১ বছরের একটু ধারনা তুলে ধরা হল, আল্লাহ্'র কাছে পুরো জীবনের হিসাব কিভাবে দেবেন??
কি অবস্থা হবে সেদিন??
আসুন! আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি। আল্লাহর ডাকে সাড়া দেই। আল্লাহকে ডাকি। উনিও (আল্লাহ) আমাদের ডাকে সাড়া দেবেন। #ইনশাআল্লাহ!!
আল্লাহ্ আমাদেরকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করুক। ?আমীন
জিদান জাদু জানেন, তাই রিয়ালও অপ্রতিরোধ্য | #