#বল্টুর_মজার_জোকসঃ
বল্টু প্রতিদিন আল্লাহর উদ্দ্যেশে একটা করে চিঠি লিখত আর বেলুন বেধে আকাশে উড়িয়ে দিতো!
#চিঠিতে_লিখতোঃ হে আল্লাহ আমাকে ১ লক্ষ টাকা দাও!
বল্টুর বাড়ির পাশেই ছিল থানা!
চিঠিসহ বেলুন উড়ে গিয়ে পড়তো থানায়!
থানার পুলিশরা প্রতিদিন বল্টুর চিঠি পড়তো!তাঁরা ভাবলো ছেলেটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন!
তাই তাঁরা সকলে মিলে টাকা তুলতে লাগলো!
খুব চেষ্টা করে তাঁরা ৫০ হাজার টাকা যোগাড় করে একজন পুলিশকে টাকাসহ পাঠাল বল্টুর কাছে!
তারপর পুলিশটি বল্টুকে ৫০ হাজার টাকা দিলো!
তার পরের দিন বল্টু আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে!তাতে যা লেখা ছিল তা পড়ে সব পুলিশই বেহুস!
#চিঠিতে_লেখা_ছিলঃ হে আল্লাহ টাকাটা যখন দিলেই পুলিশকে দিলে কেনো?শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে!

imageimage
+18

image

" 5G / ৫জি " আমাদের কাছে অনেক পরিচিত একটি নাম। আসুন, জেনে নেই ইন্টারনেট নেটওয়ার্ক ৫জি সম্পর্কে কিছু অজানা তথ্য...

# বর্তমান 4G থেকে অন্ততপক্ষে ১০০ গুণ বেশী নেটওয়ার্ক 5G.. এর ফলে যে কোন HD মুভিও সেকেন্ডের মাঝেই ডাউনলোড করে ফেলতে পারবেন।

# 4G এর তুলনায় নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। এর ফলে ব্যাটারী অনেকক্ষণ ব্যাকাপ দিতে পারবে।

# ইন্টারনেট স্পিড এবং কভারেজ বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে অনেক কাজ করা যাবে এবং পাহাড়ী / দূর্গম অঞ্চল গুলোতেও চিকিৎসা সেবা পৌঁছানো যাবে।

# দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নীচেও কর্মীরা নির্ঝঞ্ঝাটে গোটা দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এই ফাইভ জি নেটওয়ার্ক এলে।

# ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে রিমোট পরিচালিত যানবাহন ও মেশিনকেও নির্ঝঞ্ঝাটে চালানো সম্ভব হবে। যেটা টুজি, থ্রিজি ও ফোর জি-তে যেটা অকল্পনীয়, ফাইভ জি-তে অনায়াসে তা সম্ভব।

# ২০১৯ এর মাঝামাঝি 5G সাপোর্ট করা মোবাইল বাজারে আসা শুরু করবে।

টিচার বল্টুকে প্রশ্ন করলো'
টিচার: এই বল্টু বলতো জনক কয়
প্রকার?
( বল্টু এত সোজা প্রশ্ন শুনে দাঁত
কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর
দিল )
বল্টু : স্যার জনক হইলো ২প্রকার৷
একটা হইলো 'জাতির জনক' আর
আরেকটা হইলো
'আশঙ্কাজনক'৷
( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )
টিচার: তোর উত্তর হয় নাই৷আরও এক
প্রকার জনক আছে৷
আমি তোরে এখন বেত দিয়া
পিটাইমু৷আর সেইটা হবে তর জন্য
'বিপদজনক'৷
বল্টু : স্যার আপনেরটাও হয় নাই৷আরও
এক প্রকার জনক আছে৷
আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷
আর সেইটা হবে আমার জন্য
'সুবিধাজনক'৷
তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে
বলল
স্যার: আরেক প্রকার জনক আছে৷
আপনে যদি দৌড়াইয়া বল্টুরে
না ধইরা আনতে পারেন,
তবে সেইটা হবে আপনার জন্য
'লজ্জাজনক'৷
কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাই না?
আর আপনারা এই joke পইড়া যদি
comment না
করেন
তবে সেইটা হবে আমার জন্য
'অপমানজনক'।

? আপনিও হতে পারেন একজন দক্ষ হ্যাকার এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। যুক্ত হোন ইথিক্যাল হ্যাকিং অনলাইন কোর্সে। হটলাইন- 01779224640, 01885841489

ক্যারিয়ার গড়ুন ইথিক্যাল হ্যাকার হিসেবে। বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি বিষয় হওয়া সত্ত্বেও অভাব রয়েছে বিশেষজ্ঞদের। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ছাড়া বাংলাদেশে সহ উন্নত বিশ্ব গুলোর জব সেক্টরেও রয়েছে এর প্রচুর চাহিদা। তাই, অনলাইনে যে কোন জায়গা থেকেই সাইবার সিকিউরিটির উপর সঠিক প্রশিক্ষণ নিয়ে প্রবেশ করুন এই সম্ভাবনাময় জগতে।

অনলাইনে নিজস্ব ওয়েব সার্ভার থেকে সম্পুর্ণ লাইভ ক্লাস পরিচালনা হওয়া এই কোর্স সম্পর্কিত যে কোন প্রশ্ন ফোন করে কিংবা অফিসে এসে জেনে নিতে পারেন।
? 01779224640, 01885841489
৫৬, শরীফ ম্যানশন, মতিঝিল, ঢাকা - ১০০০
www.arenawebsecurity.net

ক্লাস সমূহ -
☑– প্রোগ্রামিং কন্সেপ্ট (পিএইচপি ও মাইএসকিউএল)
☑– সাইবার সিকিউরিটি পরিচিতি
☑– ফেসবুক / সোশ্যাল মিডিয়া একাউন্ট সিকিউরিটি, রিকভার, ডিজেবল কনসেপ্ট।
☑– আইপি ট্র্যাকিং, লোকেশন ট্র্যাকিং।
☑– ওপেন সোর্স ইন্টিলিজেন্স।
☑– ক্রিপ্টোগ্রাফি
☑– রিমোট কোড এক্সিকিউশন।
☑– মোবাইল হ্যাকিং প্ল্যাটফর্ম
☑– কি লগার প্রজেক্ট
☑– ওয়েব নেটওয়ার্ক পেন্টেস্টিং
☑– সিস্টেম হ্যাকিং
☑– ওয়ার্ডপ্রেস রিকভার / সিকিউরিটি
☑– ওয়েবসাইট / সার্ভার সিকিউরিটি
☑– ১২+ টুলস এবং কার্যপ্রণালি [ সকল টুলস আমরাই প্রদান করবো। আলাদা ভাবে ক্রয় করার প্রয়োজন নেই।]
☑– ট্রোজান এবং ব্যাকডোর
☑– ভাইরাস এবং ওয়ার্ম
☑– স্যোসাল ইঞ্জিনিয়ারিং
☑– ডিডস (ডেনিয়াল অফ সার্ভিস)
☑– ডিলেট হয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার
☑– এরিনা ওয়েব সিকিউরিটির প্রাইভেট এক্সপ্লয়েট
☑– ওয়েব সার্ভার সিকিউরিটি, সি প্যানেল
☑– সি এস আর এফ, এক্স এস এস
☑– এস কিউ এল ইঞ্জেকশন, ওয়াফ বাইপাস
☑– ওয়েব সার্ভার পেন্টেস্টিং
☑– ওয়েব অ্যাপ্লিকেশন পেন্টেস্টিং
☑– প্রাইভেট শেল স্ক্রিপ্ট
☑– বিভিন্ন ওয়েব অ্যাটাকিং মেথড
☑– লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম
☑– ফ্রিল্যান্সিং, ফাইবার / আপওয়ার্ক
☑– সিইএইচ হ্যাকিং মেথডলজি (সিএইচএম)।

পুরো কোর্স আউটলাইন দেখুন এই লিংকে - https://pastebin.com/1iAvxQZ6
এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে সর্বোচ্চ সহায়তা।

কোর্সঃ দুই মাস + দুই মাস ইন্টার্নি। সর্বমোট ৪ মাস ব্যাপি চলবে এই প্রশিক্ষণ।
ট্রেইনারঃ Tanjim Al Fahim [প্রতিষ্ঠাতা, "সাইবার ৭১" প্রধান পরিচালক, "এরিনা ওয়েব সিকিউরিটি]
এছাড়াও থাকবে আরো একঝাক অভিজ্ঞ প্রফেশনাল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কোর্সটি একেবারে বেসিক থেকে শুরু হওয়ায় আগে থেকে জানা বাধ্যতামূলক নয়.

ক্লাস সময়ঃ বৃহস্পতি এবং শনিবার - রাত ৯.৩০ টা থেকে ১১.৩০ টা। [অনলাইনে আমাদের নিজস্ব ওয়েব সার্ভার থেকে সম্পূর্ণ লাইভ ক্লাস]
প্র্যাকটিসঃ মঙ্গলবার। [আপনি আপনার সুবিধা অনুযায়ী ৩ ঘন্টা নির্ধারণ করে নিতে পারবেন।]
কোর্স ফিঃ ১২ হাজার টাকা। [প্রথমে ৬ হাজার দিয়ে ভর্তি হতে হবে, বাকী ৬ হাজার দ ক্লাস শুরু হওয়ার ১৫ দিন পর পরিশোধ যোগ্য।]
ক্লাস শুরুঃ ২৯ সেপ্টেম্বর, ২০১৮।
আসন সংখ্যাঃ ৪০ জন। গত ব্যাচে আসন না পেয়ে যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাদের অগ্রাধিকার।
হটলাইন- 01779224640, 01885841489 [২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট]

ভর্তি হওয়ার নিয়ামবলী এবং কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই লিংক থেকেঃ https://goo.gl/beuBqr
এছাড়াও এরিনা সিকিউরিটি নিয়ে সচরাচর কিছু প্রশ্নোত্তরঃ
https://goo.gl/FuFdMJ
আমাদের এরিনা ওয়েব সিকিউরিটির পেজটিতে সাবেক শিক্ষার্থীদের মতামত গুলো দেখে নিতে ভুলবেন না।
দৈনিক পত্রিকা গুলোতে আমাদের সাফল্য সংবাদ - http://www.jugantor.com/old/it....-technology/2015/03/
দৈনিক পত্রিকা গুলোতে আমাদের কোর্স সম্পর্কিত তথ্যাবলী - http://www.amadershomoy.biz/un....icode/2017/09/20/324

জানুন, যাচাই করুন, অভিজ্ঞদের মতামত নিন, সঠিক দিক নির্দেশনায় ক্যারিয়ার গড়ুন....
এছাড়াও এরিনা ওয়েব সিকিউরিটির অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও জেনে নিতে পারেন বিভিন্ন তথ্যাবলীঃ https://www.facebook.com/ArenaBangladesh/

imageimage
+6

দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক দাবীদার প্রতিষ্ঠান "গ্রামীণফোনের" 013 উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীমহোদয়ের সাথে প্রথম কলটি ড্রপ হয়েছে ???

ইমরান চৌধুরী
https://facebook.com/100025793....705950/videos/243112

image

অধিকাংশ বন্দ্ধুরা ভুল উওর দেয়..
দেখি কে বলতে পারে কোন গ্লসটা আগে পানি দ্বারা ভর্তি হয়....।

image

image