মমতা দিদির মুখেই শুনুন ইন্ডিয়ান সিরিয়ালের দুরাবস্থা....

image

**১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে
যখন
শত প্রেমের অফার আসে তখন ছেলেদের
জাস্টবন্ধু হবার মতোও কেউ জুটে না।
১৮বছর
বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য
হলেও
ছেলেরা বাল্যখিল্যই উপাধি পায়।
২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি
অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা
হাসতে হাসতে তার সামনেই ৫বছর সিনিয়র
ভাইয়ের প্রশংসা করে।
২২ বছর বয়সে যখন
বান্ধবিদের বিয়ের সিরিয়াল চলতে থাকে
তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর
"বাচ্চা ছেলে"!
২৪বছরে মেয়েরা যখন পড়াশুনা প্রায়
ক্ষ্যান্ত
দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু!
.
নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন
যে
ছেলেটার নিজেরই চালচুলো নেই তাঁকেও
যেন
বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে
হবে
না-তাঁকেও দায়িত্ব নিতে হবে
সংসার,বউ,বাচ্চা
র!
নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও
একটা
কথা সমাজ,বান্ধবি,পরিবার ঠিকই মনে
করিয়ে
দিবে-"ছেলে কি করে?প্রতিষ্ঠিত
তো??"অনার্স/
মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের
অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে
একটাই অপশন "কিরে আর কবে জব পাবি!"
বিশ্ববিদ্যালয়েরর অাগুন ঝরা দিনগুলোতে
জামায়াতের অামীর লেকচারে বলতেন
রিযিক অাল্লাহর হাতে, এটা নিয়ে
দুঃশ্চিন্তা করবেন না, তিনিও মেয়ের জন্য
সরকারি চাকরিওয়ালা ছেলে চান।
.
জব করে ভাইবোনদের সেটেল করতে বা
বাবার
হাতকে শক্তিশালী করে বাসাবাড়ি একটু
সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার
খেয়াল থাকে না।এতদিন পরেও একটু স্বচ্ছল-
সুন্দরি মেয়ে খুঁজলেও যেন অনেকেই
বলে-"এহ!
বুইড়া ব্যাটা সম্পদলোভী আবার ইয়াং
মাইয়াও
খুঁজে!"
------বিয়ের পর---
পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি
দেয় বিদেশে একা! কিংবা সন্তানের
শহরের
স্কুল কলেজের কথা ভেবে নিজেই একা
মেসে
থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল
দূরে।
.
বুয়ার রান্না,একাকী বিষণ্ণতা আর কোনো
জেলা/উপজেলায় পাক্ষিক-মাসিক জার্নি
করতে করতে কখন হাড় ক্ষয় হয়,ডায়াবেটিস
বাঁধে খেয়ালও থাকে না।
বাবা-মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার
ছোটবেলায় স্বপ্ন শুরু,সংগ্রামের যৌবনকাল
আর শেষবয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ
উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না।তবুও
এই
সমাজ বলে-"আহ! ছেলেরা কত স্বাধীন!!!

image
kabiruddin changed his profile cover
6 yrs

image
kabiruddin changed his profile picture
6 yrs

image
kabiruddin changed his profile cover
6 yrs

image
kabiruddin changed his profile picture
6 yrs

image
NASIR HOSSAIN changed his profile cover
6 yrs

image
NASIR HOSSAIN changed his profile picture
6 yrs

image