টিচার বল্টুকে প্রশ্ন করলো'
টিচার: এই বল্টু বলতো জনক কয়
প্রকার?
( বল্টু এত সোজা প্রশ্ন শুনে দাঁত
কেলিয়ে ফটাফট দাড়িয়ে উত্তর
দিল )
বল্টু : স্যার জনক হইলো ২প্রকার৷
একটা হইলো 'জাতির জনক' আর
আরেকটা হইলো
'আশঙ্কাজনক'৷
( উত্তর শুনে টিচার রেগে গিয়ে )
টিচার: তোর উত্তর হয় নাই৷আরও এক
প্রকার জনক আছে৷
আমি তোরে এখন বেত দিয়া
পিটাইমু৷আর সেইটা হবে তর জন্য
'বিপদজনক'৷
বল্টু : স্যার আপনেরটাও হয় নাই৷আরও
এক প্রকার জনক আছে৷
আমি এখন খিচ্চা দৌড় দিয়া পলামু৷
আর সেইটা হবে আমার জন্য
'সুবিধাজনক'৷
তখন পাশ থেকে আরেক ছাত্র উঠে
বলল
স্যার: আরেক প্রকার জনক আছে৷
আপনে যদি দৌড়াইয়া বল্টুরে
না ধইরা আনতে পারেন,
তবে সেইটা হবে আপনার জন্য
'লজ্জাজনক'৷
কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাই না?
আর আপনারা এই joke পইড়া যদি
comment না
করেন
তবে সেইটা হবে আমার জন্য
'অপমানজনক'।
Akash
Delete Comment
Are you sure that you want to delete this comment ?