" 5G / ৫জি " আমাদের কাছে অনেক পরিচিত একটি নাম। আসুন, জেনে নেই ইন্টারনেট নেটওয়ার্ক ৫জি সম্পর্কে কিছু অজানা তথ্য...
# বর্তমান 4G থেকে অন্ততপক্ষে ১০০ গুণ বেশী নেটওয়ার্ক 5G.. এর ফলে যে কোন HD মুভিও সেকেন্ডের মাঝেই ডাউনলোড করে ফেলতে পারবেন।
# 4G এর তুলনায় নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। এর ফলে ব্যাটারী অনেকক্ষণ ব্যাকাপ দিতে পারবে।
# ইন্টারনেট স্পিড এবং কভারেজ বৃদ্ধি পাওয়ায় ড্রোনের মাধ্যমে মেডিকেল সার্ভিস থেকে শুরু করে অনেক কাজ করা যাবে এবং পাহাড়ী / দূর্গম অঞ্চল গুলোতেও চিকিৎসা সেবা পৌঁছানো যাবে।
# দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নীচেও কর্মীরা নির্ঝঞ্ঝাটে গোটা দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এই ফাইভ জি নেটওয়ার্ক এলে।
# ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে রিমোট পরিচালিত যানবাহন ও মেশিনকেও নির্ঝঞ্ঝাটে চালানো সম্ভব হবে। যেটা টুজি, থ্রিজি ও ফোর জি-তে যেটা অকল্পনীয়, ফাইভ জি-তে অনায়াসে তা সম্ভব।
# ২০১৯ এর মাঝামাঝি 5G সাপোর্ট করা মোবাইল বাজারে আসা শুরু করবে।