Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
আজ আমি একটি বিয়ে দেখলাম কিন্তু বাবার কাছে মেয়ের চাওয়া শুনে আমি হতবাক।
মেয়ে বাবাকে বললো আমি তোমার কাছে ৫টি জিনিস চাই তুমি দিবে বাবা, চিন্তা করে বাবা বললো ঠিক আছে চেষ্টা করব বল। মেয়ে বললো ১. আমি বোরখা পরে শশুর বাড়ি যাব। ২.আমাকে মাফ করে দিও। ৩.আমার কুরআন ও রেহেল সাথে দিবে। ৪.দাদীর জায়নামাজ টা সাথে দিও। ৫.আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি।।এটি সব মুসলিম মেয়েদের জন্য শিক্ষা,। ??
আল্লাহ আমাদের কেও যেন এমন জীবনসঙ্গিনী দান করেন।
আমিন।
মানুষের জীবন........ ?
২০০ টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়।তারপরও মানুষের অহংকার কমে না।
তারপরও বলে "আমাকে চিনিস।?
অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে কে নয়।??
আমাদের মধ্যেই অনেকেই আছি আমরা এমন করি... নিজের স্বার্থের/ কাজের দরকার হলে খুব খাতির... কিন্তু কাজ/ স্বার্থ ফুরোলে আর চিনে না... ?
মাটিতে পা পরে না অহংকারে।?
আল্লাহ্ পাক সবাইকে নেক হেদায়েত ও দ্বীনের সহিহ বুঝ দান করুক আমিন।
>কি খাবি ??"
- তোর ঠোঁটের লিপস্টিক (অস্পষ্ট
ভাবে বললো)
> কি!!" (কিছুটা শুনেছে)
- লাচ্ছি ও চিকেন বন।
অবনী ওয়েটারকে ডেকে অর্ডার করল।
.
খেয়েদেয়ে বের হল।
> এবার খুশি তো ??"
- আসল জিনিষটা পেলে খুশি হতাম।
(অস্পষ্ট ভাবে)
> কি!!"
- না মানে হ্যা খুব খুশি।
> মুখের মধ্যে রেখে কথা বললে জীবনেও
কিছু পাবি না। সাহস করে বলতে হয়
বুঝলি ??"
- যার সাহস আছে সে কেন বলে না ??"
> কিছু জিনিষ ছেলেদেরকে আগে বলতে হয়।
- কিন্তু সবসময় শুনেছি লেডিস ফার্স্ট
> কেন তুই জানিস না মেয়েদের বুক ফাটে
তবুও মুখ ফুটে না।
.
রাজ চুপ হয়ে হাটতে লাগল। অবনী মনে মনে
বলল, আজ রাজের মুখ থেকে কথাটা বের
করতেই হবে।
.
> রাজ, ইরফানকে চিনোস না ??"
- হ্যা চিনি তো ??"
> গতকাল ও আমাকে প্রপোজ করেছে।
- তুই কি বললি ??"
> আমি বলেছি পরে জানাবো।
- ভালো, আচ্ছা তুই নয়নাকে চিনোস ??"
> হ্যা আমাদের ক্লাসেই পড়ে। কিন্তু
কেন ??"
- ও আজ সকালে কোচিংয়ে আমাকে
প্রপোজ করেছে।
আমার ডায়ালগ আমাকেই শুনাস বলেই
দু~চারটে কিল বসিয়ে দিল রাজের পিঠে।
- আরে কি করছিস ??" লাগছে তো।
.
তখন একটা পিচকু আসলো নানা রকম ফুল
নিয়ে।
পিচকুঃ আফা ফুল নিবেন ??" একটা নেন না।
⚘
> সবগুলো কত ??"
- ৪০ টাকা আফা।
> দাও…রাজ ছেলেটাকে ৫০ টাকা দে।
- আমি কেন দিব ??" তুই নিছোস তুই দে।
> দিবি না আবার মাইর খাবি ??"
.
রাজ বাধ্য হয়ে টাকাটা দিল।
এই নে ফুলগুলো।⚘
- আমি কি করবো ??" (হাতে নেয়ার পর
বললো)
> প্রপোজ করবি।
- কাকে ??" (বিস্মিত হয়ে)
> তোর সামনে যে দাড়িয়ে আছে তাকে।
- ম…ম…মানে ??"
> ন্যাকামী না করে তাড়াতাড়ি প্রপোজ
কর।
- আমি কেন তোকে প্রপোজ করতে
যাচ্ছি ??"
> ভালোবাসিস তাই...
- কে বলেছে ??" তোর মত মেয়েকে আমি
ভালোবাসবো আমার কি মাথা
খারাপ ??"
> আমার মত মেয়ে মানে ??" (খুব
রেগে)
- না…মানে এতো কিউট, বিউটিফুল মেয়ে
আমাকে ভালোবাসবে ??"
> আগে প্রপোজ কর তারপর দেখা যাক...
.
রাজ হাসিমুখে বললো।
- I Love U অবনী।⚘ (দিলদার মার্কা সেই
হাসি)
> বুদ্ধু তুই ফিল্ম দেখিস না ??" নায়কের
মত প্রপোজ কর।
.
রাজ হাটু গেড়ে বসে ফুলগুলো অবনীর দিকে
বাড়িয়ে দিয়ে বলল, I love u
> তুই ইংরেজ নাকি ??" বাংলায় বল...
- আমি তোকে ভালোবাসি।⚘
> রাগ করে বলছিস কেন ??" (ঢঙ্গী ভাবে)
- কিসের রাগ ??"
> এই যে তুই করে বললি। তুমি করে বল
- উফফ!!" আচ্ছা ঠিক আছে…আমি তোমাকে
ভালোবাসি।⚘
> জানপাখি, ময়না পাখি, টিয়া পাখি,
বাবুনি এসব কই ??"
- এসবও লাগবে ??"
> হুম লাগবে। নিউ জেনারেশন। আবার ঠিক
করে কর।
- আমি তোমাকে ভালোবাসি ময়না পাখি।
> ময়না পাখি ভালো লাগে না। অন্য একটা
বল
- টিয়া পাখি ??"
> পুরাটা বল...
> আমি তোমাকে ভালোবাসি টিয়া
পাখি।
> নাহ!!" এটাও না। আরেকটা...
- আমি তোমাকে ভালোবাসি জানপাখি।
> ধ্যাত এটাও ভালো লাগলো না।
.
এবার রাজ গিয়ে গলা চেপে ধরে বললো,
ভালোবাসা দিবি না মার খাবি ??"
অবনী হাপাতে হাপাতে বললো, হ্যা হ্যা
দিব দিব। রাজ গলা ছেড়ে দিয়ে বলতে
লাগলো, দেখছোস ভালো কথার দাম নাই।
গুন্ডামি করলাম রাজি হয়ে গেলি।
.
> এরকম কেউ করে ??" আরেকটু হলেই তো. .
.রাজ অবনীর মুখ চেপে ধরে।
- চুপ এসব বলবি না।
> তুই করে কেন বলছো বাবু ??"
সুন্দর করে বলোনা।
- কেনো বাবুনি ??"
> নাইলে প্রেমে মজা লাগে না। হাজার
হলেও নিউ জেনারেশন..!!..
?তুমি কি জানো
তুমিও একদিন আমাকে মিস করবে!?
?প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার টেক্সটগুলাকে তুমি মিস করবে!?
?তুমি আমার হাতটা শেষ বারের মত না ধরতে পারার অপূর্ণ ইচ্ছায় একদিন পুড়বে!?
যতবার আমি তোমাকে একটু সময় দিতে বলেছি এই একটু চাওয়া কেন তুমি পূরণ কর নি সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তুমি অনুতপ্ত হবে!
তুমি আমার হাসি, আমার ****মি, আমার বোকামি,আমার চিল্লানি,আমার ঝগড়া,আমার রাগ, আমার মন,এক কথায় এই আমিটাকেই প্রচন্ড মিস করবে!
আর তুমি এটা ভেবেই বেশি অনুতপ্ত হবে যে সম্পুর্ণ ভুলটাই তোমার!
মায়াবিনী
প্রস্রাব করার সময় সর্তকতা অবলম্বন করুন।
কখনো চোগলখোরী করবেন না।
এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,
‘আব্বাস (রাঃ) বলেন, রাসূল (সা একদা মদীনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোন এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তিনি এমন দু’ ব্যক্তির আওয়ায শুনতে পেলেন যে
তাদেরকে কবরে আযাব দেয়া হচ্ছিল। তখন রাসূল (সা বললেন,
এদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে, অথচ কোন গুরুতর অপরাধে তাদের শাস্তি দেয়া হচ্ছে না।
তারপর তিনি বললেনঃ ‘হ্যাঁ, এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না।
অপর ব্যক্তি চোগলখোরী করত।
অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন, এবং তা ভেঙ্গে দু’ টুকরা করে প্রত্যেকের কবরের উপর এক টুকরা করে রাখলেন।
তাঁকে বলা হল, ‘হে আল্লাহর রসূল! কেন এমন করলেন?’ তিনি বললেন,
আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দু’টি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা করা হবে।
[সহিহ বুখারী, ২১৬]
[ মান: সহিহ]
অন্য বর্ণনায় রাসূল (সাঃ) বলছেন, তোমরা চুপি চুপি প্রসাব করো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে চগলখরী করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
সেই সাথে প্রসবের সময় সতর্ক থাকার তৌফিক দান করুক।
?আমিন
Alik Hossain Aly
Delete Comment
Are you sure that you want to delete this comment ?