প্রস্রাব করার সময় সর্তকতা অবলম্বন করুন।
কখনো চোগলখোরী করবেন না।
এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন,
‘আব্বাস (রাঃ) বলেন, রাসূল (সা একদা মদীনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোন এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
তিনি এমন দু’ ব্যক্তির আওয়ায শুনতে পেলেন যে
তাদেরকে কবরে আযাব দেয়া হচ্ছিল। তখন রাসূল (সা বললেন,
এদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে, অথচ কোন গুরুতর অপরাধে তাদের শাস্তি দেয়া হচ্ছে না।
তারপর তিনি বললেনঃ ‘হ্যাঁ, এদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না।
অপর ব্যক্তি চোগলখোরী করত।
অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন, এবং তা ভেঙ্গে দু’ টুকরা করে প্রত্যেকের কবরের উপর এক টুকরা করে রাখলেন।
তাঁকে বলা হল, ‘হে আল্লাহর রসূল! কেন এমন করলেন?’ তিনি বললেন,
আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দু’টি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা করা হবে।
[সহিহ বুখারী, ২১৬]
[ মান: সহিহ]
অন্য বর্ণনায় রাসূল (সাঃ) বলছেন, তোমরা চুপি চুপি প্রসাব করো।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে চগলখরী করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন।
সেই সাথে প্রসবের সময় সতর্ক থাকার তৌফিক দান করুক।
?আমিন

image