>কি খাবি ??"
- তোর ঠোঁটের লিপস্টিক (অস্পষ্ট
ভাবে বললো)
> কি!!" (কিছুটা শুনেছে)
- লাচ্ছি ও চিকেন বন।
অবনী ওয়েটারকে ডেকে অর্ডার করল।
.
খেয়েদেয়ে বের হল।
> এবার খুশি তো ??"
- আসল জিনিষটা পেলে খুশি হতাম।
(অস্পষ্ট ভাবে)
> কি!!"
- না মানে হ্যা খুব খুশি।
> মুখের মধ্যে রেখে কথা বললে জীবনেও
কিছু পাবি না। সাহস করে বলতে হয়
বুঝলি ??"
- যার সাহস আছে সে কেন বলে না ??"
> কিছু জিনিষ ছেলেদেরকে আগে বলতে হয়।
- কিন্তু সবসময় শুনেছি লেডিস ফার্স্ট
> কেন তুই জানিস না মেয়েদের বুক ফাটে
তবুও মুখ ফুটে না।
.
রাজ চুপ হয়ে হাটতে লাগল। অবনী মনে মনে
বলল, আজ রাজের মুখ থেকে কথাটা বের
করতেই হবে।
.
> রাজ, ইরফানকে চিনোস না ??"
- হ্যা চিনি তো ??"
> গতকাল ও আমাকে প্রপোজ করেছে।
- তুই কি বললি ??"
> আমি বলেছি পরে জানাবো।
- ভালো, আচ্ছা তুই নয়নাকে চিনোস ??"
> হ্যা আমাদের ক্লাসেই পড়ে। কিন্তু
কেন ??"
- ও আজ সকালে কোচিংয়ে আমাকে
প্রপোজ করেছে।
আমার ডায়ালগ আমাকেই শুনাস বলেই
দু~চারটে কিল বসিয়ে দিল রাজের পিঠে।
- আরে কি করছিস ??" লাগছে তো।
.
তখন একটা পিচকু আসলো নানা রকম ফুল
নিয়ে।
পিচকুঃ আফা ফুল নিবেন ??" একটা নেন না।

> সবগুলো কত ??"
- ৪০ টাকা আফা।
> দাও…রাজ ছেলেটাকে ৫০ টাকা দে।
- আমি কেন দিব ??" তুই নিছোস তুই দে।
> দিবি না আবার মাইর খাবি ??"
.
রাজ বাধ্য হয়ে টাকাটা দিল।
এই নে ফুলগুলো।⚘
- আমি কি করবো ??" (হাতে নেয়ার পর
বললো)
> প্রপোজ করবি।
- কাকে ??" (বিস্মিত হয়ে)
> তোর সামনে যে দাড়িয়ে আছে তাকে।
- ম…ম…মানে ??"
> ন্যাকামী না করে তাড়াতাড়ি প্রপোজ
কর।
- আমি কেন তোকে প্রপোজ করতে
যাচ্ছি ??"
> ভালোবাসিস তাই...
- কে বলেছে ??" তোর মত মেয়েকে আমি
ভালোবাসবো আমার কি মাথা
খারাপ ??"
> আমার মত মেয়ে মানে ??" (খুব
রেগে)
- না…মানে এতো কিউট, বিউটিফুল মেয়ে
আমাকে ভালোবাসবে ??"
> আগে প্রপোজ কর তারপর দেখা যাক...
.
রাজ হাসিমুখে বললো।
- I Love U অবনী।⚘ (দিলদার মার্কা সেই
হাসি)
> বুদ্ধু তুই ফিল্ম দেখিস না ??" নায়কের
মত প্রপোজ কর।
.
রাজ হাটু গেড়ে বসে ফুলগুলো অবনীর দিকে
বাড়িয়ে দিয়ে বলল, I love u
> তুই ইংরেজ নাকি ??" বাংলায় বল...
- আমি তোকে ভালোবাসি।⚘
> রাগ করে বলছিস কেন ??" (ঢঙ্গী ভাবে)
- কিসের রাগ ??"
> এই যে তুই করে বললি। তুমি করে বল
- উফফ!!" আচ্ছা ঠিক আছে…আমি তোমাকে
ভালোবাসি।⚘
> জানপাখি, ময়না পাখি, টিয়া পাখি,
বাবুনি এসব কই ??"
- এসবও লাগবে ??"
> হুম লাগবে। নিউ জেনারেশন। আবার ঠিক
করে কর।
- আমি তোমাকে ভালোবাসি ময়না পাখি।
> ময়না পাখি ভালো লাগে না। অন্য একটা
বল
- টিয়া পাখি ??"
> পুরাটা বল...
> আমি তোমাকে ভালোবাসি টিয়া
পাখি।
> নাহ!!" এটাও না। আরেকটা...
- আমি তোমাকে ভালোবাসি জানপাখি।
> ধ্যাত এটাও ভালো লাগলো না।
.
এবার রাজ গিয়ে গলা চেপে ধরে বললো,
ভালোবাসা দিবি না মার খাবি ??"
অবনী হাপাতে হাপাতে বললো, হ্যা হ্যা
দিব দিব। রাজ গলা ছেড়ে দিয়ে বলতে
লাগলো, দেখছোস ভালো কথার দাম নাই।
গুন্ডামি করলাম রাজি হয়ে গেলি।
.
> এরকম কেউ করে ??" আরেকটু হলেই তো. .
.রাজ অবনীর মুখ চেপে ধরে।
- চুপ এসব বলবি না।
> তুই করে কেন বলছো বাবু ??"
সুন্দর করে বলোনা।
- কেনো বাবুনি ??"
> নাইলে প্রেমে মজা লাগে না। হাজার
হলেও নিউ জেনারেশন..!!..

image

মানুষের জীবন........ ?
২০০ টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়।তারপরও মানুষের অহংকার কমে না।
তারপরও বলে "আমাকে চিনিস।?
অহংকার করা স্রষ্টাকে মানায় সৃষ্টিকে কে নয়।??
আমাদের মধ্যেই অনেকেই আছি আমরা এমন করি... নিজের স্বার্থের/ কাজের দরকার হলে খুব খাতির... কিন্তু কাজ/ স্বার্থ ফুরোলে আর চিনে না... ?
মাটিতে পা পরে না অহংকারে।?
আল্লাহ্ পাক সবাইকে নেক হেদায়েত ও দ্বীনের সহিহ বুঝ দান করুক আমিন।

image

image

আজ আমি একটি বিয়ে দেখলাম কিন্তু বাবার কাছে মেয়ের চাওয়া শুনে আমি হতবাক।
মেয়ে বাবাকে বললো আমি তোমার কাছে ৫টি জিনিস চাই তুমি দিবে বাবা, চিন্তা করে বাবা বললো ঠিক আছে চেষ্টা করব বল। মেয়ে বললো ১. আমি বোরখা পরে শশুর বাড়ি যাব। ২.আমাকে মাফ করে দিও। ৩.আমার কুরআন ও রেহেল সাথে দিবে। ৪.দাদীর জায়নামাজ টা সাথে দিও। ৫.আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি।।এটি সব মুসলিম মেয়েদের জন্য শিক্ষা,। ??
আল্লাহ আমাদের কেও যেন এমন জীবনসঙ্গিনী দান করেন।
আমিন।

image
Sayed Howlader changed his profile picture
4 yrs

image
Farhan Ahmed changed his profile picture
4 yrs

image

Hi All Friends My New Account...
Follow Me & Friends Request Add Me Md JubeL Miah

প্রিয় নেত্রী ভালোবাসি আপনাকে অনেক ভালোবাসি। আপনি যে ভাবে বাংলাদেশকে আগলে রাখছে অবশ্যই সব সময় রাখবে LOVE YOU প্রিয় নেত্রী

image

আসসালামু আলাইকুম আমাদের যাদের ফেসবুক, ইনস্টাগ্রাম টিকটক আইডি আছে আমরা সবাই আমাদের বাংলাদেশের সফটওয়্যারটির লিংক শেযার করে এটি উন্নত করতে পারি সবাই লিংক শেয়ার করেন।
Assalamu Alaikum We who have Facebook, Instagram TikTok ID we can all improve it by sharing the link of our Bangladeshi software Everyone shared the link and said

Md JubeL Miah changed his profile picture
4 yrs

image