আজ আমি একটি বিয়ে দেখলাম কিন্তু বাবার কাছে মেয়ের চাওয়া শুনে আমি হতবাক।
মেয়ে বাবাকে বললো আমি তোমার কাছে ৫টি জিনিস চাই তুমি দিবে বাবা, চিন্তা করে বাবা বললো ঠিক আছে চেষ্টা করব বল। মেয়ে বললো ১. আমি বোরখা পরে শশুর বাড়ি যাব। ২.আমাকে মাফ করে দিও। ৩.আমার কুরআন ও রেহেল সাথে দিবে। ৪.দাদীর জায়নামাজ টা সাথে দিও। ৫.আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি।।এটি সব মুসলিম মেয়েদের জন্য শিক্ষা,। ??
আল্লাহ আমাদের কেও যেন এমন জীবনসঙ্গিনী দান করেন।
আমিন।