Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ২০২২-এ গেলে টিকিটের অর্থ ফেরত | #
আমি আপনি কেউ জানি না আমাদের জীবনে ভবিষ্যৎ কি ঘটতে যাচ্ছে। কিন্তু আমরা সবাই জানি ভবিষ্যৎ এর নিয়ন্ত্রন কার হাতে।
তাহলে কিসের এত দুঃচিন্তা, কিসের এত শংকা?
যিঁনি আমাকে আমার আপন মায়ের চাইতে অনেক অনেক গুন বেশি ভালোবাসেন, কি করে তিঁনি আমার জন্য এমন বিষয় ফায়সালা করবেন যেটা আমার জন্য কল্যাণকর নয়?
#তাকদ্বীর_তাওয়াককুল
#Dawah
Hot & Normal Water Purifier
Brand: Heron
Origin: Taiwan
Membrane: USA
Filtration Stage: Five
Hot Water: 1.5 L
Normal Water: 8 L
Technology: Reverse Osmosis
call.01844123987
www.puriet.blogspot.com
সুযোগটাকে বুঝতে হলেও যোগ্যতা থাকতে হবে অহংকার নয়
15 বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন।
ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস_অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল। এবং দুজন এই তার চ্যালেঞ্জ একসেপ্ট করেছিল।
আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার!?
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo saverin with over $3.4 billion.
তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব। সুযোগ আপনার কাছে আসবেই,আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গন করবেন নয়তো আপনার অহংকারের হাতটির কারনে সুযোগটি হারাবেন।
#collected