সুযোগটাকে বুঝতে হলেও যোগ্যতা থাকতে হবে অহংকার নয়
15 বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন।
ইনভাইট করার কারণ কি ছিল জানেন?
বিজনেস_অপরচুনিটি নিয়ে কথা বলা।
তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল। এবং দুজন এই তার চ্যালেঞ্জ একসেপ্ট করেছিল।
আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার!?
01. Dustin Moskovitz With over $6.5 billion and
02. Eduardo saverin with over $3.4 billion.
তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব। সুযোগ আপনার কাছে আসবেই,আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গন করবেন নয়তো আপনার অহংকারের হাতটির কারনে সুযোগটি হারাবেন।
#collected
![image](https://dfswetf.b-cdn.net/upload/photos/2020/07/bvzllY1lZKOOCZPsm2jU_27_9a97d0b566c75a56af1ad75d7018de6d_image.jpg)
Nayan Ahmed Nir
Delete Comment
Are you sure that you want to delete this comment ?