Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
কারো ব্যক্তিত্বের প্রেমে পড়লে হাজার বছর পরেও তাকে ভুলতে পারবেন না। হ্যাঁ...আপনি ঠিকই শুনেছেন। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা আর টানে না। গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুর উর্ধ্বে চলে যায় কারো ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব এমন এক যাদু যা দিয়ে কাউকে অনায়াসেই ঘায়েল করা যায়। কারো ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন তো মরেছেন। দুনিয়ার কোনো মানুষই তখন আর আপনার ভাল্লাগবে না।
তার কথা বলার স্টাইল, তার আচরন আপনাকে টানবে। আর এই প্রেমটাই সবচেয়ে বেশি টেকে। রূপের মোহ তো দুদিন পরেই কেটে যায় কিন্তু একজীবনে ব্যক্তিত্বের মোহ কাটানো সম্ভব না।
কারো সৌন্দর্য দেখে যদি আকর্ষণীত হও, কাউকে অনুভব করার জন্য যদি তাকে স্পর্শ করার প্রয়োজন পড়ে,তবে হতে পারে সেখানে ভালোবাসা নেই।জীবনে কারো উপস্থিতি বিশ্বাস করার জন্য যদি তাকে স্ব-চোখে দেখার প্রয়োজন পড়ে,হতে পারে সেখানে বিশ্বাস নেই।
স্পর্শহীন অনুভব পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব।অদেখা বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাস।যে বিশ্বাস,যে অনুভব তুমি তোমার সৃষ্টিকর্তাকে করো।ঠিক সেই রকম পবিত্র অনুভব যদি কোনো মানুষের প্রতি চলে আসে,তবে বুঝে নিও ওটা ভালোবাসা।
যাকে অনুভব করতে ছুঁয়ে দেখতে হবে না,যার উপস্থিতি টের পেতে চোখ মেলে দেখতে হবে না।দুরত্বটা হাজার হাজার কিলোমিটারের হলেও,মন দুটো কখনো আলাদা হবে না... ?