তুমি আর আমি একদিন এভাবে চায়ের আড্ডা দিবো প্রিয়"❤️

কাজে লাগবে ভেবে হাজার হাজার স্ক্রিনশট নিয়ে গ্যালারি ভর্তি করে রাখা আমি! ?

চেহারা বাচ্চা বাচ্চা হওয়াটা অনেক কষ্টের কেউ Seriously নেয় না?

কারো ব্যক্তিত্বের প্রেমে পড়লে হাজার বছর পরেও তাকে ভুলতে পারবেন না। হ্যাঁ...আপনি ঠিকই শুনেছেন। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা আর টানে না। গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুর উর্ধ্বে চলে যায় কারো ব্যক্তিত্ব।

ব্যক্তিত্ব এমন এক যাদু যা দিয়ে কাউকে অনায়াসেই ঘায়েল করা যায়। কারো ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন তো মরেছেন। দুনিয়ার কোনো মানুষই তখন আর আপনার ভাল্লাগবে না।

তার কথা বলার স্টাইল, তার আচরন আপনাকে টানবে। আর এই প্রেমটাই সবচেয়ে বেশি টেকে। রূপের মোহ তো দুদিন পরেই কেটে যায় কিন্তু একজীবনে ব্যক্তিত্বের মোহ কাটানো সম্ভব না।

যে নারী পুরুষের বিশ্বাস জয় করে মন ভেঙ্গে দে সে নারীজাতির নামে কলঙ্ক ??

আমি আল্লাহর রহমত ছাড়া অন্য কিছুতে ভরসা করি নি!❤️

যাকে বিয়ে করবো,তার 'ট্যুর দেওয়ার শখ' আর বাইরের 'ভাজাপোড়া খাওয়ার অভ্যাস' থাকলে জমে যাবে একদম! ❤

সৌন্দর্য কখনো মানুষের চেহারা বা গায়ের রঙে থাকে না; মানুষের মনে; ব্যবহারে আর ব্যক্তিত্বে! ?

কারো সৌন্দর্য দেখে যদি আকর্ষণীত হও, কাউকে অনুভব করার জন্য যদি তাকে স্পর্শ করার প্রয়োজন পড়ে,তবে হতে পারে সেখানে ভালোবাসা নেই।জীবনে কারো উপস্থিতি বিশ্বাস করার জন্য যদি তাকে স্ব-চোখে দেখার প্রয়োজন পড়ে,হতে পারে সেখানে বিশ্বাস নেই।

স্পর্শহীন অনুভব পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব।অদেখা বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাস।যে বিশ্বাস,যে অনুভব তুমি তোমার সৃষ্টিকর্তাকে করো।ঠিক সেই রকম পবিত্র অনুভব যদি কোনো মানুষের প্রতি চলে আসে,তবে বুঝে নিও ওটা ভালোবাসা।

যাকে অনুভব করতে ছুঁয়ে দেখতে হবে না,যার উপস্থিতি টের পেতে চোখ মেলে দেখতে হবে না।দুরত্বটা হাজার হাজার কিলোমিটারের হলেও,মন দুটো কখনো আলাদা হবে না... ?

কথা রাখতে শিখো প্রিয়??