কারো সৌন্দর্য দেখে যদি আকর্ষণীত হও, কাউকে অনুভব করার জন্য যদি তাকে স্পর্শ করার প্রয়োজন পড়ে,তবে হতে পারে সেখানে ভালোবাসা নেই।জীবনে কারো উপস্থিতি বিশ্বাস করার জন্য যদি তাকে স্ব-চোখে দেখার প্রয়োজন পড়ে,হতে পারে সেখানে বিশ্বাস নেই।
স্পর্শহীন অনুভব পৃথিবীর শ্রেষ্ঠ অনুভব।অদেখা বিশ্বাস পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বাস।যে বিশ্বাস,যে অনুভব তুমি তোমার সৃষ্টিকর্তাকে করো।ঠিক সেই রকম পবিত্র অনুভব যদি কোনো মানুষের প্রতি চলে আসে,তবে বুঝে নিও ওটা ভালোবাসা।
যাকে অনুভব করতে ছুঁয়ে দেখতে হবে না,যার উপস্থিতি টের পেতে চোখ মেলে দেখতে হবে না।দুরত্বটা হাজার হাজার কিলোমিটারের হলেও,মন দুটো কখনো আলাদা হবে না... ?