কারো ব্যক্তিত্বের প্রেমে পড়লে হাজার বছর পরেও তাকে ভুলতে পারবেন না। হ্যাঁ...আপনি ঠিকই শুনেছেন। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা আর টানে না। গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল এসব কিছুর উর্ধ্বে চলে যায় কারো ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব এমন এক যাদু যা দিয়ে কাউকে অনায়াসেই ঘায়েল করা যায়। কারো ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন তো মরেছেন। দুনিয়ার কোনো মানুষই তখন আর আপনার ভাল্লাগবে না।
তার কথা বলার স্টাইল, তার আচরন আপনাকে টানবে। আর এই প্রেমটাই সবচেয়ে বেশি টেকে। রূপের মোহ তো দুদিন পরেই কেটে যায় কিন্তু একজীবনে ব্যক্তিত্বের মোহ কাটানো সম্ভব না।