Back To Blogs | My Blogs | Create Blogs

সৈকত নাসিরের নয়া ছবিতে থাকছেন নিরব

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নতুন ছবিতে দেখা যাবে ঢাকাই ‘আব্বাস’ খ্যাত নিরবকে। এর আগে এই পরিচালকের ‘ক্যাসিনো’তে দেখা গেছিল তাকে। নতুন ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। গতকাল শুক্রবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। প্রোডাকশন হাউজ স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে থ্রিলারধর্মী গল্পের সিনেমাটি প্রযোজনা করবেন ফয়সাল আজাদ। আর গল্প, চিত্রনাট্য ও সংলাপ করছেন আসাদ জামান।

গতকাল নয়া ছবির নায়ক নিরব, পরিচালক সৈকত নাসির এবং প্রযোজক ফয়সাল আজাদ তিনজনই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরিচালক বলেন, ‘এটি পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চাই না৷’

নিরব চ্যানেল বলেন, সৈকত ভাইয়ের সঙ্গে ‘ক্যাসিনো’ করে তার প্রতি মুগ্ধতা বেড়েছে। তার নির্মাণে অন্যরকম একটা ব্যাপার খুঁজে পেয়েছি। নতুন এ ছবিটি একেবারে থ্রিলারধর্মী। সঠিকভাবেই যদি কাজটি করতে পারি দুর্দান্ত কিছু হতে পারে।

এর আগে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আব্বাস হয়ে আলোচনায় ছিলেন নিরব। সর্বশেষ মুক্তি পেয়েছে তার ছবি ‘হৃদয় জুড়ে’। আসছে বছরজুড়ে বড়পর্দায় তুমুল ব্যস্ততার কথা জানান তিনি।


Shakib All Hasan

107 博客 帖子

注释
Shawon islam Suzon 3 年

Wow