কফি শপের ‘টেবিল মোছা বয়’ থেকে নায়ক!

Comments · 1328 Views

এক সময় কাজ করতেন কফিশপে। সেখানে টেবিলে টেবিলে ধোঁয়া ওঠা কফিমগ ঘিরে শুনতেন ছবি নিয়ে আলোচনা। আজ তিনি নিজেই অভিনয় করেন ছবিতে। ‘দিল ধড়কনে দো’, ‘ছপাক’, ‘মির্জাপুর’ ছবির অভিনেতা বিক্রান্ত মেসী কোনও পার্টি বা অ্যাওয়ার্ড থেকে ডাক পান না। কিন্তু ভাল অভিনয়ের প্রয়োজন হলেই তলব আসে তার কাছে।

 

ভরসোভার বাসিন্দা বিক্রান্ত অভিনয় জীবন শুরু করেছিলেন টেলিভিশন থেকে। তার পর তিনি পা রাখেন ছবির জগতে। কিন্তু তাকে শুনতে হয়েছিল ছোট পর্দার অভিনেতারা সিনেমায় কিছু করতে পারেন না। সেই অপবাদ নিজের কাজ দিয়ে খণ্ডন করেছেন তিনি। ভরসোভার সোনু হয়ে উঠেছেন মির্জাপুরের বাবলু ভাইয়া।

 

ভরসোভার এক নিম্নবিত্ত পরিবারে বড় হয়ে ওঠেন বিক্রান্ত এবং তার দাদা। তাদের বাবা জলি ছিলেন সাধারণ চাকুরে। মা মীনা ব্যস্ত থাকতেন ঘর সংসারেই। এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, তাদের বাবার বেতনের বেশির ভাগ অংশ শেষ হয়ে যেত মাসের মাঝামাঝিই। তার পর সংসার চলত টেনে টুনে।

 

বিক্রান্তের বাড়ির সামনেই একটি পার্ক ছিল। সেখানে এক যুবককে প্রায়ই লম্বা ঝোলা কাঁধে বসে থাকতে দেখা যেত। পরে তাকেই ‘মকবুল’ ছবিতে দেখে চমকে গিয়েছিলেন বিক্রান্ত। জানতে পেরেছিলেন, নিজের জীবনের স্ট্রাগলের সময়ে ওই পার্কে বসে থাকতেন ইরফান।

 

অনেকেই জানেন না, বিক্রান্ত মডেলিং শুরু করেছিলেন দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়। সেখানে তিনি অভিনয় করেছিলেন মায়ের সঙ্গে। পারিশ্রমিক পেয়েছিলেন ২০০ টাকা। স্কুলে নাচ এবং অভিনয়ের প্রতি আকর্ষণ দেখে শিক্ষকরা তাকে অভিনয় শেখার উপর জোর দিয়েছিলেন। কিন্তু দশম শ্রেণিতে ওঠার পর থেকেই বাস্তবটা ধরা পড়ল তার সামনে। বাবা চাকরি করেন সামান্য বেতনে। সেই টাকায় তার এবং দাদার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। সংসারের হাল ধরতে স্থানীয় এক কফিশপে চাকরি নেন বিক্রান্ত। সেখানে তিনি কফি তৈরি, কফি সার্ভ করা থেকে শুরু করা টেবিল পরিষ্কারও করতেন।

 

উপার্জন থেকে নিজেরও একটা শখ পূর্ণ করেছিলেন বিক্রান্ত। ভর্তি হয়েছিলেন শমক দভরের নাচ শেখানোর প্রতিষ্ঠানে। তার নাচের দক্ষতায় খুশি হয়ে শমক তাকে ৪০ জন সেরা শিক্ষার্থীর মধ্যে বেছে নিয়েছিলেন। তার সহকারী রূপে কাজ করার পাশাপাশি বিক্রান্ত নাচ শেখাতেন যৌনকর্মীদের সন্তানদের।

 

পড়াশোনা শেষ করে বিক্রান্ত ঠিক করেছিলেন ফ্লাইট অ্যাটেনড্যান্ট হবেন। পরীক্ষার প্রতিটা ধাপ পার হয়েও গিয়েছিলেন। সে সময় একদিন হঠাৎই পাল্টে গেল জীবনের মোড়। বন্ধুর সঙ্গে গিয়েছিলেন রেস্তরাঁয়। সেখানে অপেক্ষা করছিলেন টয়লেটের সামনে কিউয়ে। তাকে দেখে এক প্রযোজক প্রস্তাব দেন শো এ অংশগ্রহণের। এই সময় বড় দ্বিধার মুখে পড়েন বিক্রান্ত। একদিকে তার ফ্লাইট অ্যাটেন্ড্যান্টের চাকরি প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু অভিনয়ের প্রতি ভালবাসাও এড়াতে পারছিলেন না। শেষে তিনি মনের ডাকেই সাড়া দেন। রাজি হয়ে যান অভিনয়ের প্রস্তাবে। দৈনিক পারিশ্রমিক ছিল ৬ হাজার টাকা।

 

শো এর নাম ছিল ‘কঁহা হুঁ ম্যায়ঁ’। কিন্তু এই ধারাবাহিক কোনওদিন টিভিতে সম্প্রচারিতই হয়নি। মাঝপথেই তার কাজ বন্ধ হয়ে যায়। আবার বন্ধ হয়ে যায় উপার্জনের পথ। বিক্রান্ত এর পর ওই প্রযোজনা সংস্থার কাছেই কাজ চান। তাকে সহকারী প্রযোজকের কাজ দেওয়া হয়। তার কাজ ছিল অডিশন নেওয়া। কিন্তু একটানা অন্যদের পোর্টফোলিয়ো বাছাই করতে ভাল লাগছিল না বিক্রান্তের। তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। এর পর তিনি ঝুঁকি নিয়ে পুরো সময় দেন অভিনেতা হওয়ার পিছনেই। এনডিটিভি ইমাজিন এ তিনি সুযোগ পান ‘ধর্মবীর’ ধারাবাহিকে ধর্মের চরিত্রে। তার কাজ জনপ্রিয় হয়।

 

‘বালিকা বধূ’ সিরিয়ালেও তার কাজ দর্শকদের পছন্দ হয়। মাত্র দু’মাসের জন্য তিনি এই ধারাবাহিকে এসেছিলেন। কিন্তু দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তার চরিত্র থেকে যায় দু’বছর অবধি। ক্রমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হয়ে ওঠেন তিনি।

 

দীর্ঘ দিন টেলিভিশনে কাজ করার পরে বিক্রান্ত ছবিতে অভিনয় করার কথা ভাবেন। তার জন্য দীর্ঘ অডিশনেও তিনি রাজি ছিলেন। ‘লুটেরা’ ছবিতে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ আছে বলে তিনি খবর পান। সেখানে প্রথমে খারিজ হওয়ার পরেও শেষ মুহূর্তে সুযোগ পান। অভিনয় করেন রণবীর সিংহের সঙ্গে, ‘দেবদাস’ চরিত্রে।

 

এর পর তাকে দেখা যায় ‘দিল ধড়কনে দো’ ছবিতে। অনেক তারকার মাঝেও নিজের অভিনয়ের ছাপ রেখে যান তিনি। এর পর পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তবের সঙ্গে পরিচয় হয় তার। সে সময় অলঙ্কৃতা কাজ করছিলেন তার ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ ছবিতে। এই ছবিতে তার কাজ প্রশংসিত হয় সমালোচকদের কাছে।

 

এর পর বিক্রান্ত তার ক্যারিয়ারের সবথেকে বড় অফার পান। অভিনয়ের ডাক আসে দীপিকা পাড়ুকোনের ছবি থেকে। ‘ছপাক’ এ অভিনয় করেন বিক্রান্ত। মেঘনা গুলজারের পরিচালনায় দীপিকার মতো সুপারস্টারের পাশে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। এর পর তার সামনে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুযোগ খুলে যায়।

 

‘মির্জাপুর’, ‘মেড ইন হেভন’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজে তার অভিনয় চূড়ান্ত প্রশংসিত হয়। কেরিয়ারে থিতু হওয়া বিক্রান্তের জীবন বহু ওঠাপড়া দেখেছে। জীবনের কঠিন সময়ে তার কাছে অন্যতম ভরসা ছিল আমির খানের প্রশংসা। ‘দিল ধড়কনে দো’ ছবিতে তার অভিনয় দেখে আমিরের এত ভাল লেগেছিল তিনি ফোন করে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন বিক্রান্তের সঙ্গে।

 

অভিনয় করতে গিয়েই বিক্রান্তের পরিচয় হয় শীতল ঠাকুরের সঙ্গে। ‘ব্রোকেন বাট বিউটিফুল’ শো এ শীতল ছিলেন তার সহঅভিনেত্রী। তাদের সম্পর্কের বয়স পেরিয়ে গেছে ৪ বছর। এনগেজমেন্ট হয়ে গেলেও এখনও বিয়ের কথা ভাবেননি দু’জনের কেউ। আপাতত ক্যারিয়ার উপভোগ করছেন বিক্রান্ত। অভিনয়ের প্রতি ভালবাসাই তাকে দুঃসময়ে লড়াই করার ধৈর্য দিয়েছে।

Comments