শাকিবের সঙ্গে স্পর্শিয়া ফিরছেন শুটিংয়ে

Comments · 1187 Views

বিরতি ভেঙে শুটিংয়ে ফিরছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর অনন্য মামুনের পরিচালনায় 'নবাব এলএলবি' ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিএফডিসিতে টানা দুই সপ্তাহ শুটিং শুরু করে আউটডোরে যাবেন- এমনটিই জানিয়েছেন এই অভিনেত্রী।

ছবিটিতে নায়ক হিসেবে আছেন শাকিব খান। এর আগে নবাব নামে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হয়। অনন্য মামুন বলছেন সে ছবিটিরই সিক্যুয়েল। তবে নবাব এলএলবির গল্পে থাকবেনা আগের নবাবের কোন ছায়া। পুরোপুরি নতুন একটি গল্প।

স্পর্শিয়া বলেন, আমি যে ধরনের গল্পে কাজের জন্য মুখিয়ে থাকি এ ছবির গল্প সে রকমই। দর্শকরা প্রতিনিয়ত নতুন কিছু চায়। এ ছবিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার ইচ্ছা রয়েছে। গল্প ও চরিত্র মিলিয়ে দর্শক নতুন এক স্পর্শিয়াকে খুঁজে পাবেন বলে আশা করছি।

নবাব এলএলবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, আনোয়ারা প্রমুখ। আসছে দুর্গাপূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

Comments