ফ্রান্স দল থেকে ছিটকে পড়লেন করোনা আক্রান্ত পগবা

Comments · 1255 Views

করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দল থেকে ছিটকে পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। সুইডেন ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন নেশন্স লিগের জন্য বৃহস্পতিবার জাতীয় দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশ্যম। পগবার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

পগবার পরিবর্তিত হিসেবে স্কোয়াডে ঠাই পেয়েছেন টিন এজার এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা। লিওঁ মিডফিল্ডার হুসেম আউয়ার এবং আরবি লিপজিগের ডিফেন্ডার ডেওট উপামেকানোর সঙ্গে প্রথমবারের মত জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি।

স্কোয়াড থেকে পগবার বাদ পড়া প্রসঙ্গে কোচ দেশ্যম বলেন, বুধবার তার করোনা পরীক্ষা করানো হয়েছে এবং বৃহস্পতিবার সকালে পাওয়া ফলে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

Comments