সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানালেন, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, আগামী বছরের শুরুতে কোহলি- আনুশকার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। সামাজিক মাধ্যমে স্বামী বিরাট কোহলির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন আনুশকা। সেখানে বেবি বাম্পসহ ছবিতে ধরা দিয়েছেন আনুশকা। নতুন অতিথি আসার খবরে দারুণ উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
ছবির ক্যাপশনে আনুশকা লেখেন, 'এবং তারপর, আমরা তিনজন! পৌঁছাবে ২০২১ সালের জানুয়ারিতে। '