করোনায় আক্রান্ত এসআই টুটুল

Comments · 1097 Views

সংগীতশিল্পী এসআই টুটুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজেটিভ-এর ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে আছেন।

বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন এই শিল্পী। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।

নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে টুটুল লিখেছেন, তোমাদের সবার উপর মহান প্রতিপালকের কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। আমি আমার প্রতিটি নামাজে সবার জন্যেই দোয়া করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিন।

আইয়ুব বাচ্চুর সহকর্মী হিসেবে এলআরবি ব্যান্ডের কাজ শুরু করেন টুটুল। টুটুলের কণ্ঠে এলআরবির 'শেষ চিঠি' গানটি ব্যান্ডসঙ্গীত শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়তা পায়। শূন্য দশকের শুরুর দিকে এল আরবি ছেড়ে দিয়ে এফটুএফ ব্যান্ড গড়েন টুটুল। এই ব্যান্ডের 'ধ্রুবতারা' অ্যালবামের 'রাতেরও আঁকাশে... ধ্রুবতারা...' গানটি তুমুল হিট হয়। কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে যাচ্ছেন।

Comments