Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
মেয়ে তোমার মাথার কাপড়টা সরলেই তুমি মাগী?
- মেয়ে তুমি বেশি রাত করে বাড়ি ফিরলেই তুমি বেশ্যা?
মেয়ে তুমি ব্রেকাপের পর অন্য কারো সাথে সম্পর্কে জড়ালেই তুমি ১২ ভাতারি?
- মেয়ে তুমি বোরকা পইড়া না বের হলেই তোমার পরিবার তোমাকে খারাপ শিক্ষা দিছে?
মেয়ে তুমি বিধবা মানে - আর বিয়ে করতে পারবা না?
- মেয়ে তোমার হাসবেন্ড পরকিয়া করে তার মানে তুমি তোমার হাসবেন্ড কে খুশি করতে পারো নাই?
মেয়ে তোমার ব্রার ফিতা বের হয়ে আছে - নিশ্চয় উত্তেজনায় প্রখর তুমি?
- মেয়ে তোমার বফ আছে - তার মানে তোমার কুমারিত্ব শেষ?
মেয়ে তুমি এত বছর রিলেশনে ছিলা নিশ্চয় তুমি রোম ডেটে গেছোই?
- মেয়ে তুমি কালো আর শ্যামলা - তাই তোমাকে বিয়ে দিতে কষ্ট হবে?
মেয়ে তোমার এত পড়াশোনা করতে হবে না - বিয়ে দিলে সেই চুলা ই গুতাইতে হবে তোমার?
- মেয়ে তোমার অনেক গুলা ছেলে বন্ধু আছে - ছি!ছি!ছি?
মেয়ে তুমি ক্ষ্যাত - জিন্স পড়তে পারো না?
- মেয়ে তুমি অসভ্য - জিন্স কেনো পড়ছো??
- তুমি মেয়ে...মনে রাখবে বেশি স্বাধীনতা তোমার জন্য না❌?
আসলে মেয়ে তুমি - মেয়ে হয়ে জন্ম নিয়েই ভুল করছো?
- এই সমাজ আর সমাজের মানুষগুলো কোনো না কোনো ভাবে তোমার ভুল খোঁজে বের করবেই করবে?
- কারণ এই সমাজে পুরুষদের জায়গা আগে?তারা যদি তোমাকে পাব্লিক প্লেসে একটা খারাপ গালি দিয়ে ফেলে তার মানে তোমার ইজ্জত শেষ?
না মেয়ে..তুমি ঘুরে দাঁড়াও?
- নিজের মতো বাঁচো❤
যে মা তোমাকে জন্ম দিছে তার তোমাকে নিয়ে সমস্যা নেই, বাহিরের মানুষের সমস্যা হলে তাতে তোমার কি??
- কিছুই না❌
- মেয়ে তোমার একটাই পরিচয়?
?
"তুমি মা"❤
পোস্ট পড়ে কেউ কষ্ট পেলে মাফ করে দিবেন???
রিতা: কই তুমি?
রাজ: এত রাতে কই থাকব। বাসায় আমি।
রিতা : আসবা একটু?
রাজ:কোথায়?
রিতা:আমাদের বাসায়,,
একটু দেখব তোমায়।
রাজ: মাথা ঠিক আছে!
এত রাতে??
রিতা: আমি তোমাকে আসতে বলছি।।। আস্তেই হবে।
রাজ: কালকে ত কলেজে দেখা হচ্ছে। তুমি এখন ঘুমাও।।। ওকে।
রিতা: তুমি যদি না আসো ___ তার পর বুঝবা গফ কি জিনিস।
ফোনটা কেটে দিলো।
(কি জেদি মেয়ে)
না জানি আজ কপালে কি আছে। এমন মেয়ের সাথে প্রেম করতেছি যার ফাদার ব্রাদার দুজনে র্যাব।
রিতার ভাইতো আবার তামিল মুভির সেই ভিলেন টার মতো কি যেন নাম মনে নাই।
ভয়ে ভয়ে বাসা থেকে বের হলাম ।
তৃব্র শীত ঘন ঘন কুয়াশা__এই পাগলিটার প্রেমে পরে
আমি এখন দিশেহারা।
১০ মিনিট পায়ে হেটে
এখন আমি রিতাদের সেই ৩ তলা বাসাটার সামনে।
গেটে তালা।।।
ভেতরে ৩টা সিকুরিটি গার্ড।
রাত তখন ১টা।
অনেক লাফা লাফি করে বীনা কষ্টে ভিতরে প্রবেশ করলাম।।।
দেখলাম সব সিকুরিটি গার্ড ঘুমের ঘোরে বিভর হয়ে আছে।
সিক্ত হাতে পাইপ বেয়ে অনেক কষ্টে দুতলায় যখন পৌছালাম তখনি বাঁশির আওয়াজ!!
৫ সেকেন্ডে নিচে নেমে আসলাম।।
নিচে নেমে বুঝলাম
সালা হুদাই সিগ্নাল মারছে।
এনার্জি ডেমারেস হয়ে গেছে।
আর উপরে উঠে কাজ নাই।
বাসায় ফিরে যাই।।
পরের দিন কলেজে গেলাম
দেখলাম রিতা
কলেজে আসে নাই।
কল দিলাম...
দুঃখিত আপনার কাঙ্খিত নাম্বারে...
সারাদিন ট্রাই করে
গেলাম বাট একেই দায়লগ।
এর পর আর একমাস
কোনো কন্ট্রাক হয়নি
তার সাথে।
খুব কষ্ট হচ্ছে...
ভাবতেই অবাক লাগে..
রিতা আমার সাতে
এত দিন কথা না বলে
থাকতে পারে।
রাত ১১টা ৫৫ মিনিট
চোখ বন্ধ করে শুয়ে আছি। ঘুম আস্তেছেনা।
হঠাৎ আমার কপালে কোনো কোমল ঠোঠের
উষ্ণতা অনুভব করলাম।
চোখ খুলে দেখি পাগলি টা আমার বাসায় চলে আসছে।
র্যাবের মেয়ে বলে কথা।
ইচ্ছে মত জরিয়ে ধরলাম
শক্ত করে।।।
সে চিৎকার করে
বলে উঠলো
হ্যাপি বার্থডে!!!
আমি ভয়ে তার মুখে
হাত দিয়ে বললাম...
মা জেগে যাবে তো!
একটু পরেই আমার রুমে
মায়ের প্রবেশ...
হাতে কেক!!
গল্পঃ অনুভূতি