প্রথম বিচ্ছেদের পর একদম ভেঙে পরেছিলাম আমি...।
ভেবেছিলাম আর কাওকে নিজের সাথে জড়াবো না...
এভাবেই নিজের মত করে কেটে গেল ৪বছর....।
এই চার বছরে অনেক কিছু বদলে ফেলেছিলাম...।
কিন্তু শুধু ততদিনেও এক্সকে ভুলতে পারিনি আমি...।
আর সবসময় দোয়া করতাম আল্লাহ বেইমান টাকে মন থেকে ভুলিয়ে দিক..।
সবাই বলতো জীবনটাকে একজনের জন্যে থামিয়ে রাখতে নাই...
নতুন কাওকে নিয়ে ভাল থাকতে...।
অনেকটা ভেবে চিন্তে আমি আবার নতুন রিলেশনে জরাই...।
তাও আবার আমার ফ্রেন্ডের সাথে...।
প্রথমে আমাদের দেখা হলো এরপর তার প্রতি অসম্ভব ভাললাগা কাজ করে...।
মনে মনে চাইতাম খুব একদিন সে নিজেই প্রোপজ করে বসলো....।
৪বছর পর আমি যখন তাকে পেয়ে, অতিত ভুলতে শুরু করলাম নতুন করে নিজেকে গোছাতে শুরু করলাম.... ঠিক ৬মাসের মাথায় সেও আমাকে অবহেলা করতে শুরু করলো..।
আমার কাছে প্রমান থাকতে অজুহাত গুলোকে মেনে নিতাম....।
কখনো বিচ্ছেদ চাইনি আমি....। আর তাই সবসময় তার মন মত হয়েই থাকতাম..।
কষ্ট হতো চোখের সামনে সেই পুরনো প্যারা গুলো নতুন করে অন্যের কাছ থেকে পেতে..।
রিলেশন টা একতরফা হয়ে গেছিল.. ।
অনলাইনে থেকেও সে আমার সাথে কথা বলতোনা....।
এমন কোন রাত যায়নি যে না কেদে ঘুমিয়েছিলাম....!
অবেশেষে রিলেশনটা ১৩মাস টিকলো, এরপর সে আমাকে মুক্ত করে দিলো...।
মানতে পারছিলাম না...। ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম অনেক কিন্ত দেখলাম আমাকে ছাড়া সে ভালই আছে তাই তাকে তার মতই ছেড়ে দিলাম....।
(-ভালো থাকবেন আপনি....!)
আর কারোর অনুভূতি এভাবে নষ্ট করবেননা...
আপনাদের মত মানুষদের জন্যে আমরা মানুষের প্রতি..
ভরসা হারিয়ে ফেলে সবাইকে একিই ভাবি....।
এতো খারাপ ভাবে কাওকে ঠকাবেন না....।

rocket
Delete Comment
Are you sure that you want to delete this comment ?