Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
প্রিয়?তোর অবহেলায় পুড়ে পুড়ে নিজেকে কয়লা করে ফেলছি?
আমার জায়গাটা হয়তো অতি সহজেই কেউ দখল করে নিয়েছে☺️
বাট তোর জায়গাটা ফাকাই রয়ে গেলো??
যে সময় গুলার সাথী আমি ছিলাম।সেই সময় গুলাতে আমি নামক মানুষটি এখন আর নাই??
এখন নিজেকে বদলানোর পালা। তোর জায়গাটা কেউ দখল করতে পারবে না।
মাঝে মাঝে মন চায় আমিও নতুন ভাবে সব শুরু করি!!!!বাট পারিনা যদি কেউ আমার মতো কষ্ট পেয়ে যায় এই ভয়ে?
আমিও ভালো থাকার চেষ্টা করব।
☺️?যদি কখনও কোন কিছু শুনো বা দেখো অভিমানে দু চোখ ভাষিয়ে দিওনা।কারন তোমার থাকা জায়গায় আর কাউকে আসন দিব না??
ভালোবাসা টার ইতি টেনে দিলে।।