কিছু কথা, যা আপনার মানসিক গতি ধারাকে পাল্টে দিতে পারে....
.
১:ধাক্কা দিয়ে ফেলে
দেওয়ার মতো
মানুষের অভাব নেই,
কিন্তু পড়ে যাওয়া
মানুষের হাতটি ধরে
টেনে তোলার
মতো মানুষের অভাব
খুব বেশি।
.
২:জীবন হলো এমনই
সিনেমা যে সিনেমায়
আমরা দুঃখে থাকলেও
সুখে থাকার অভিনয়টা
নিখুঁতভাবে করতে পারি।
.
৩:শুধু একবার একা হয়ে দেখেন
পৃথিবীতে কেউ কারো নয়,
জীবন চলার পথে
সবাই অভিনয় করে।
কেউ ছুটে স্বার্থের টানে
কেউ বা আবেগের কারনে!
.
৪:যাওয়ার সময় সবাই বলে
ভালো থেকো।
কিন্তু কেউ বলেনা আজ
থেকে তোমাকে ভালো
রাখার দায়িত্ব আমি নিলাম।
.
৫:কাউকে একবার মন থেকে
ভালোবেসে দেখো,
তাকে ছেড়ে বেঁচে থাকাটা
মৃত্যুর চেয়েও অনেক কঠিন
মনে হবে..!!
.
৬:ভালোবাসা হল একটি
বই,আর ভুল
বোঝাবুঝি একটি পৃষ্ঠা
যদি কাওকে সত্যি
ভালোবাস তাহলে একটি,পৃষ্ঠার জন্য পুরা বইটা কে ফেলে
দিও না।
.
৭:যে তোমাকে পেয়ে
অন্যকে ভুলে যায়....
সে তোমার চেয়ে ভালো
কাউকে পেলে
তোমাকেও ভুলে যাবে......।
কারণ সে কাউকে
ভালোবাসতেই জানে না..
সে শুধু নিজের স্বার্থই
খুঁজে....॥
.
৮:এক ফোঁটা শিশিরের কারনেও
বন্যা
হতে পারে যদি বাসাটা
পিঁপড়ার
হয়,তেমনি এক
চিমটি ভালবাসা দিয়ে ও
সুখ পাওয়া যায়যদি
সেই ভালবাসা খাঁটি হয়...
.
৯:পৃথিবীতে প্রত্যেকটি মানুষের
হৃদয়ে
ব্যাথা আছে।
শুধু প্রকাশ করার পথ ভিন্ন...কেউ প্রকাশ করে চোখের জলে
আবার কেউপ্রকাশ করে মিষ্টি
হাসির
আড়ালে...
.
১০:কাউকে ভালোবাসাটা
অন্যায় নয়,
কিন্তু কাউকে ভালো না বেসে
ভালোবাসার অভিনয় করাটা
অন্যায় !
.
১১:কখনো কাউকে অযোগ্য বলে
অবহেলা করো না!
ভেবে দেখো তুমিও কারো না
কারো কাছে অযোগ্য!
কেউ কারো যোগ্য নয়,
যোগ্য বিবেচনা করে নিতে হয়..!!