তুমি সুন্দর বলে অন্য কে ঘৃনা করোনা
কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি

image

ভালোবাসা❤?
সেটা কি???
রোমান্টিক কথা বার্তা বলা????
--মোটেই না?
ভালোবাসা মানে...তো ?
এমন একটা অনুভূতি যেটা আর পাঁচটা অনুভূতি থেকে সম্পূর্ন ব্যাতিক্রম?
ভালোবাসা মানে... তো?
মানুষটা অনলাইনে না থাকাকালীন তার Old ম্যাসেজগুলা বার বার পড়ে ঠোঁটের কোনে এক চিলতে হাসি☺?
ভালোবাসা মানে... ?
তারউপর নিজের সম্পূর্ন অধিকার রাখা?
ভালোবাসা মানে...?
তার Uploaded সব পিকের রিয়েক্টে গিয়ে দেখা নিজে ব্যাতীত আর কোন ছেলে/মেয়ে তার পিকে লাভ রিয়েক্ট দিলো?
ভালোবাসা মানে... তো,?
তার সামান্য এড়িয়া যাওয়া কথা শুনলেই চোখের কোনে পানি আনা?
ভালোবাসা মানে... তো?
তার Message এর
রিপ্লে সামান্যটুকু দেরি হলেও মনে মনে কষ্টঅনুভূত করা?
।ভালোবাসা মানে তো..?
তার উপর কথায় কথায় এক রাশ অভিমান?ভালোবাসা মানে তো..?
কথায় কথায় তাকে মিষ্টি রাগানো??& also তার কাছ থেকেও মিষ্টি বকা শুনা??।ভালোবাসা মানে.. তো?
তার কাছ থেকে খুব কেয়ারিং এর তীব্র আকাঙ্খা?।
ভালোবাসা মানে... কি লিপ কিস??
-মোটেই না?
ভালোবাসা মানে.. তো?
খুব যত্নসহকারে কপালে মিষ্টি চুমু আকা??
.???????
.???
#ভালোবাসা???
ইহা বড় এক আশ্চর্য বস্তু!যে পাই না সে এর মর্ম বুঝে না?আর যে পায় সে এর মর্ম বুঝেও অনেকসময় হেলায় হারায়?।
ভালোবাসার মানুষটাকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার ভাবুন,পৃথিবীতে এতো মানুষ থাকতে সে আপনাকেই কেনো ভালোবাসলো???নিশ্চই আপনি তার কাছে পুরো পৃথীবির মানুষ থেকে ব্যাতিক্রম সেই জন্যে??।।

চিরজীবিত থাকুক এই সব ভালোবাসা গুলো??।
আমিও চাই কেউ আমায় ঠিক এইভাবেই ভালো বাসুক???
তোমারই_অপেক্ষায়

image

রিলেশনশিপ ২ জনে করলেও...!!❤??
__রাত জেগে কান্না কিন্তু একজন'ই করে???

image

লেখাটা দয়া করে একটু পরবেন....
তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন । তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় । তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে! একদিন তারা ঘুরতে বের হল । কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল । হোটেলে এসে দেখে লিফ্ট অফ! তারা চিন্তায় পড়ে গেলেন , কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে! .পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল! তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো ! এরপর আরেক জন গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে ! এখন কি করা যায়? তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে! . তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা গেল ,চাবিটা রিসেপশনে ! তবে এখনকি আর সম্ভব ! নিচে গিয়ে চাবি নিয়ে আসা? এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে? তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি ? মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, ( আমিন )
এমন গল্প আরো পাড়তে চাইলে আমার আইডি থেকে ঘুরে আসতে পারেন ধন্যব

image

রাতের পদ্মা সেতু

image

আমার দ্বীনি খেদমতের ময়দানে অনুপ্রেরণার মানুষটি যখন অসুস্থ!!বাক শক্তি সেখানে রুদ্ধ।
মহান মনিবের কাছে এত টুকুই বলব যেন আল্লাহ পাক আমাদের প্রিয় শায়খ কে প্রিয় নবী পাক( দএর উছিলায় পরিপূর্ন শিফা দান করেন। আমিন

image

image

- হারিয়ে যাইনি...??
- বিরক্ত করা ছেড়ে দিয়েছি...??
- ভালোবাসার মানুষ কখনও হারিয়ে যায় না...?
- হারিয়ে যায় অভিনয় করা মানুষ গুলো...??
- আর আমি তোমার মতো করে অভিনয় করিনি যে হারিয়ে যাবো...?
- আমি সত্যিকারের ভালোবেসেছি...?
- ছোট বেলায় অন্ধকার কে অনেকটা ভয় পেতাম... ?
- আর এখন অন্ধকার টা বেশ ভালো লাগে...??
- শুনো প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়... ?
- তারা শত অনুরোধে ও আর ফিরে আসে না...??
- তবে জানো কি...?
- যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে... ☺
- তবে একটা সময় আমার শূন্যতা-ও একদিন তোমাকে প্রচুর কাঁদাবে... ? ?
- মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তিকর... ?
- মেসেজ গুলি...?
- একদিন খুব মিস করবা... ??
- তুমি এমন এক মানুষ যে কখনোই আমার মন বুজতে পারো নি... ?
- আমাকে বুজতে পারো নি... ?
- সত্যি বলতে তুমি কখনো বুজার চেষ্টা ও করোনি...?
- আমি এমন এক ব্যক্তি যার কিনা
অপূরনীয় স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে "তুমি একজন" ? ?
- তাই আমার অনুপস্থিতিতে যদি তোমার
শান্তি হয়..!?
- তবে কথা দিচ্ছি চিরতরে হরিয়ে যাবো...?
- তবে আমি হারিনি কখনোই...?
- তুমি হেরে গেছো...?
- আকাশের দিকে তাকিয়ে দীর্ঘনিঃশ্বাস ফেলাই তোমার নিয়তি... ?
- জানো কি তুমি...??
- তুমি চলে যাবে বলতেই বুকের মধ্যে
পাড় ভাঙার শব্দ শুনি... ?
- নিশ্বাস যেন আমার আটকে যেতে চায় আমাদের আবার দেখা হবে তো...?
- সত্যিকারের Relation কখনো শেষ হয়না...?
- বার বার Breakup হওয়ার পরও জোড়া লেগে যায়...❤
- কিন্তু তুমি কখনওই অামাকে সেই সত্যিকারের ভালোবাসোনি☺
- আচ্ছা বলো তো...?
- আমার ভাগ্যটাই কেনো এমন...?
- অল্প সময়ে কারো আপন হয়ে যাই আবার অল্প সময়ে পর হয়েও যাই...??
- মানুষ সব কিছু সহ্য করতে পারে?
- কিন্তু, প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে নাহ?
.
- দোষ না করেও সবসময় sorry বলেছি, তাও তুমি কখনোই আমাকে আগলে রাখতে চাওনি...? ?
.
শুনেছি
- অযোগ্য কে যোগ্য বানানো সম্ভব... ?
- তবে বিশ্বাসঘাতক কে বিশ্বস্ত বানানো অসম্ভব...?
- আজ তোমার কারণে এই কথা-টাও বিশ্বাস করতে খুব ইচ্ছে করতাছে... ?
- মাঝে মাঝেই মনে হয় বেঁচে আছি কেন...?
- উত্তরে জবাব খালি একটাই আসে...?
- কারণ আত্মহত্যা করা মহাপাপ... ??
- প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়...☺
- কারন,অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায়... ??
গল্প পড়তে ভালোবাসলে নিয়মিত গল্প পড়তে ফলো বা রিকুয়েস্ট দিন ধন্যবাদ,,

image

"নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন,
যারা পরহেযগার এবং যারা সৎকর্ম করে"।
--?[সূরাঃ নাহল, আয়াতঃ ১২৮]?

image

যারা কুফরী করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, অত:পর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ কখনই তাদেরকে হ্মমা করবেন না।
----- [সূরা মুহাম্মদ, আয়াতঃ- ৩৪] ------

image