Md Arafat Rahaman changed his profile picture
7 yrs

image

সবাকে অগ্রীম ঈদের শুভেচ্ছা

Bill Gates কে মেরে ফেলা একদম সহজ। নিজে খুনি না হয়েও একাজ করতে পারবেন।
কিভাবে?
তাকে একবার ঢাকার নীলক্ষেত মোড়ে নিয়ে আসুন। তার ভালবাসার windows XP মাত্র
৪০ টাকায়, windows 7 মাত্র ৮০ টাকায়
বিক্রি হতে দেখলে বেটা নিশ্চিত হৃদযন্ত্রের লীলাখেলা বন্ধ হয়ে মারা যাবে। এক ডলারেরও
কম মুল্য!! যেখানে real price তিনশো ডলার। অর্থাৎ প্রায় ২২০০০ টাকা বা তার উপরে। ভাবা যায়?
যদি এরপরও মারা না যায়, সেক্ষেত্রে ভার্সিটির
হলগুলোতে ঘুরিয়ে নিয়ে আসুন। অগনিত পিসিতে পাইকারি হারে পাইরেটেড OS , microsoft office বা visual studio ব্যবহার
করা দেখলে নিশ্চিত বেটা কষ্টে মারা যাবে। আমাদের দেশে অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আছে। সবই যে আমাদের জন্য খারাপ, তা কিন্তু না।
এই যেমন, পাইরেসি বা কপি রাইট আইন
না থাকার কারণে নীলক্ষেতের মোড়ে বিদেশী রাইটারদের লিখা academic বই বা গল্পের বই পানির দরে মিলছে। লাখ টাকার মেডিকেলের বই মিলছে ২০০ টাকায়।
এহেন কোন বই নেই যে নীলক্ষেতে পাওয়া যায় না। তাও আবার একেবারে কম মুল্য। আর গেমস বা মুভির ডিভিডি তো আছেই। সেই সাথে ইন্টারনেটেও কোন protection নেই। টরেন্ট দিয়ে পাইকারি হারে গিগা গিগা HD movie , serial সহ আরো কত কি ডাউনলোড করা হচ্ছে।
বুয়েটে ৪ বছর আগে যখন lan connection ছিল, তখন এহেন কোন জিনিস নাই, যা lan এ সার্চ দিলে পাওয়া যেত না। এমনও পিসি ছিল, যেগুলোতে ৪-৫ টেরাবাইট ফাইল শেয়ারে দেয়া থাকত। সে এক সোনালী সময়। আমার বন্ধু সৌরভ অনেকদিন আগে ঠাট্টা করে একটা কথা বলেছিল। জুলিয়ান আসাঞ্জ বা তারমত হ্যাকারদের উচিৎ এই দেশে আসা। এই দেশে বসে ইন্টারনেটে অকামকুকাম করা যত সহজ, দুনিয়ার আর কোথায় তার ছিটেফোঁটাও সম্ভব না।

Badhon Roy changed his profile picture
7 yrs

image

সবাইকে অগ্রীম ঈদুল আযাহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

দামাদামি শেষে গরুর মালিক ১ লক্ষ ৬০ হাজার টাকায় গরু দিতে রাজি হলেন।
রতন সাহেব এবার খুব খুশি। ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন। এলাকার সবচে বড় কুরবানিটা উনিই দিচ্ছেন। মনে মনে প্র্যাক্টিস করছেন বারবার, লোকে দাম জিজ্ঞেস করলে কোন স্টাইলে বলবে। হাসিটা কেমন করে দিলে গরুর দামের সাথে মিলবে। এসব ভাবতে ভাবতে গরু নিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলেন।
বাড়িতে ফোন করে বউকে বলে দিলেন, - ‌'হ্যালো শুনছো? গরু কেনা শেষ। সবাইকে বলে দিও, এবারে এলাকার সবচে বড় গরু।
টাকা খরচ করে কুরবানি দেয়া হচ্ছে, লোকে যদি না-ই জানলো। তবে আর লাভ কী!
গরু নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় রাত হয়ে গেলো। ফলে আশপাশের তেমন কেউ গরু দেখতে এলো না।
হঠাৎ শুনলেন, দরজায় ঠক ঠক শব্দ। একখান অপরিচিত একটা গ্রাম্য মানুষ এসেছে। চোখে-মুখে ঘাম, পায়ে জুতা নেই। একটু পর পর চোখ মুছছে লোকটা। গায়ে ময়লা কাপড়। সাথে ১১/১২ বছরে ছোট একটা ছেলে।
রতন সাহেব খুব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন,
- কে আপনি?
- স্যার আমি আফনের গ্যারেজে রাখা গরুটার মালিক!
- মালিক মানে! আমি গতসন্ধ্যায় এত দাম দিয়ে কিনে নিয়ে এলাম, আর আপনি বলছেন 'গরুর মালিক!'
- না স্যার, আসলে আমি গরুটার মালিক আছিলাম, মানে গতসন্ধ্যায় আমিই গরুটা আফনের কাছে বিক্রি করছি।
- ও আচ্ছা, তো এত রাতে কেনো আসছো? ভুল করে টাকা কম দিয়েছিলাম? নাকি জাল নোট পড়েছে?
গ্রাম্যলোকটা চুপ করে আছে। চোখ থেকে পানি পড়ছে অনবরত।
রতন সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন,
- আরে কী হয়েছে বলবা তো! কাপড়-চোপড় লাগবে? নাকি আরও টাকা চাও?
- না স্যার, আসলে গরুটারে একটু দেখতে আসছিলাম। আমার পোলাডায় সারা রাইত কিছু খায়নাই। বারবার গরুটারে দেখতে চাইতেছে। তাই এই রাইতে ৯ মাইল হাঁইট্যা আসছি স্যার।যদি কিছু মনে না করেন, আমারে একটু সুযোগ দিলে গরুটারে একটু দেইখ্যা যাইতাম।
রতন সাহেব নিস্তব্ধ হয়ে গেলেন। গ্যারেজ খুলে দিলেন। গ্রাম্য লোকটা ভেতরে ঢুকেই গরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। ছোট ছেলেটাও কাঁদছে আর লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ‌'বাজান, ওই স্যাররে ট্যাকা ফেরত দিয়া দেও, আমি গরু নিয়া যামু! বাজান! ও বাজান! আমি গরু নিয়া যামু'
গ্রাম্যলোকটা তার ছেলেকে কোনো উত্তর দিতে পারছে না। শুধু কেঁদেই যাচ্ছে।
রতন সাহেব দূর থেকে চুপচাপ দেখে যাচ্ছেন সব। বেশ কিছুক্ষণ পরে দুজন বেরিয়ে এলো। চোখ মুছতে মুছতে বললো,
- স্যার, আফনেরে কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না।
- ও কি তোমার ছেলে?
- জী স্যার, একটা পোলাই। এইডারে পড়ালেখা করানোর জন্যই আদরের গরুটা বেইচ্যা দিলাম। গেলাম স্যার... দোয়া রাইখেন....
- একটু দাঁড়াও,
রতন সাহেব ঘর থেকে এক হাজার টাকার একটা নোট জোর করে ছোট ছেলেটার হাতে গুজে দিলেন। বললেন, ঈদের দিন এসে বাসায় খেয়ে যেয়ো। বিদায় দিয়ে রতন সাহেব ভেতরে ঢুকতে গেলেন। লোকটা আবার চিৎকার করতে করতে দৌঁড়ে এলো,
- স্যার স্যার, আরেকটা কথা স্যার,
- হ্যা, বলো,
- জবাইয়ের আগে গরুটারে একটু আস্তে ফালায়েন স্যার... অনেক আদরের গরু তো.....
এতটুকু বলেই লোকটা আবার কেঁদে উঠলো। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রতন সাহেবকে সালাম দিয়ে রাস্তার দিকে হাঁটতে শুরু করলো গ্রাম্যলোকটা। রতন সাহেব অনেক দিন পরে অনুভব করলেন, নিজের চোখ দিয়ে টপটপ পানি পড়ছে।
গেইটের গ্রিলে ভর করে নিশ্চুপ তাকিয়ে আছেন,
সত্যিকারের কুরবানি দেয়া খালি পায়ের অচেনা মানুষটার দিকে..
[ সংগ্রহীত ]

Rm. Shofiq changed his profile picture
7 yrs

image

কথা দিচ্ছি পাগলি ,
তোমায় অনেক অনেক ভালোবাসবো।
কিন্তু তোমার জন্য মরতে পারি তা কখনও
বলবোনা.
যদি মরেই যাই তবে তোমার ভালোবাসা
পাবো কি করে,,
তোমাকে আকাশের চাঁদ এনে দেবো এ কথা
কখনও বলবো না.
কারন এটা কখনও সম্ভব নয়.
তবে এটুকু বলতে পারি তোমায় নিয়ে চাঁদের
আলোয় স্নান করবো কোনদিন,
বলবোনা কখনও তোমার জন্য নীলপদ্ম এনে
দিবো. কারন এটা দুষ্প্রাপ্য
তবে এটুকু বলতে পারি, খুব ভোরে পুকুরের
মধ্য থেকে ফুটন্ত শাপলা এনে তোমার
খোপায় গুজে দিবো।
কখনও বলবো না আমার সারাটা সময়
তোমায় দিবো
তবে এটুকু বলতে পারি কর্মব্যস্ততার পর
আমার যতটা সময় বাচবে তা তোমার জন্যই
থাকবে..
ভালবাসবে কি আমায় পাগলি .????

Samiul Alam changed his profile picture
7 yrs

image
rashed19995 changed his profile picture
7 yrs

image