ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি?

তুমি আমার সঙ্গে একটুখানিও কথা বললে আমার সবকিছুর সাথে লড়াই করে হলেও বাঁচতে ইচ্ছে হয়। মনে হয়, বেঁচে থাকলে তোমার সাথে কথা বলতে পারব, তোমার কাছ থেকে কথা শুনতে পাব। তোমার একটুখানি কথা আমার জীবনটা বদলে দেয়, তোমার একটুখানি কথা আমাকে লড়াই করার সাহস যোগায়। তোমার কথাগুলো শোনার জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করে যেতে বড্ড ইচ্ছে হয়!

তারা অনেক ভাগ্য নিয়ে জন্মায়, যাদের ভালোবাসার মানুষ তাদের কাছে ভালোবাসার অনুভূতিগুলো জানায়। তুমি আজ পর্যন্ত কোনও দিনই তেমন কিছুই বলোনি আমাকে। আমিই তো বুঝিই না যে তুমি আদৌ আমাকে ভালোবাসো কি না! যাকে ভালোবাসি অনেক দিন ধরে, সে আমায় ভালোবাসে কি না, সেটাই আমি জানি না! এটা একধরনের অপেক্ষা। এ অপেক্ষাটি হচ্ছে শূন্যতার দিকে শূন্যচোখে তাকিয়ে থাকা।

দূর থেকে ভালোবাসায় যে কষ্ট, সে কষ্ট আর কারও কখনও না হোক। সবাই তাদের ভালোবাসার মানুষকে কাছে পাক...না পেলেও জানতে অন্তত পারুক, তার ভালোবাসার মানুষটি তাকে নিয়ে ভাবে কি না, তার দুঃখে চোখে দুফোঁটা জল আসে কি না, শুভকামনার মঙ্গলবেদীতে তাকে রাখে কি না।

image

- এভাবে কথা রাখতে শিখো প্রিয়"❤️?

image

image

image

image

image

image

image