Shohag Shahriar changed his profile picture
7 yrs

image

#চল_চল_চল!

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

image

ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন উজল ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে।।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে।
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

—- দ্বিজেন্দ্রলাল রায়।

image

বাংলাদেশ অনন্য সুন্দর একটি দেশ যেখানে চড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। ভ্রমন পিয়াসী পর্যটকদের আজ নিয়ে যাব এমনি একটি ভ্রমন স্পটে যে প্রকৃতির সোন্দর্য ভরপুর। হ্যাঁ, ঠিক ধরেছেন – বলছি নেত্রকোনা জেলার বিরিশিরির গল্প। আপনিও বিরিশিরি’র সৌন্দর্য দেখতে সপরিবারের বা বন্ধুদের সাথে যেতে পারেন । বিরিশিরি বাংলাদেশের নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী একটি স্থান। বিরিশিরির মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির খনি। এছাড়াও দেখার মত আরো রয়েছে রানীখং গির্জা, কমলা রানীর দীঘি,এবং সোমেশ্বরী নদী। জাফলং এর স্বচ্ছ পানি কিংবা সেন্টমার্টিন্স এর গভীর নীল পানি অনেকর কাছে পরিচিত। কিন্তু সবুজ নীলের মিশেলে অদ্ভুত-রঙা হ্রদ টা কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তবে তৈরি হয়ে যান এই গ্রীষ্মে।

image

আমরা বাংলাদেশী, আমরা বাঙ্গালী। ছোট বেলা থেকেই পড়ছি, বাংলাদেশ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি। আজ বাংলাদেশী ফটোগ্রাফারদের কিছু ফটোগ্রাফি শেয়ার করছি যা দেখে আপনি বলতে বাধ্য হবেন যে, বাংলাদেশ এত্ত সুন্দর! অনেক সৌন্দর্যই আমাদের চোখে ধরা পড়েনা। কিন্তু ফটোগ্রাফারদের একটি বিশেষ গুন হল তাঁরা তাদের ক্যামেরা দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সৌন্দর্য কি! তবে চলুন দেখে নেই...

image

ধন্যবাদ এদ করা জন্য ...।

image

miss you dst

image

hello

Fojayel Jibon changed his profile cover
7 yrs

image
Fojayel Jibon changed his profile cover
7 yrs

image