বাংলাদেশ অনন্য সুন্দর একটি দেশ যেখানে চড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। ভ্রমন পিয়াসী পর্যটকদের আজ নিয়ে যাব এমনি একটি ভ্রমন স্পটে যে প্রকৃতির সোন্দর্য ভরপুর। হ্যাঁ, ঠিক ধরেছেন – বলছি নেত্রকোনা জেলার বিরিশিরির গল্প। আপনিও বিরিশিরি’র সৌন্দর্য দেখতে সপরিবারের বা বন্ধুদের সাথে যেতে পারেন । বিরিশিরি বাংলাদেশের নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী একটি স্থান। বিরিশিরির মূল আকর্ষণ বিজয়পুর চীনামাটির খনি। এছাড়াও দেখার মত আরো রয়েছে রানীখং গির্জা, কমলা রানীর দীঘি,এবং সোমেশ্বরী নদী। জাফলং এর স্বচ্ছ পানি কিংবা সেন্টমার্টিন্স এর গভীর নীল পানি অনেকর কাছে পরিচিত। কিন্তু সবুজ নীলের মিশেলে অদ্ভুত-রঙা হ্রদ টা কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তবে তৈরি হয়ে যান এই গ্রীষ্মে।

image