Discover postsExplore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations
এক বড় ভাই আজকে তার সারা বছরের যাকাতের টাকা হিসাব করে পরিশোধ করে দিলো।
তাকে বললাম, ভাই, আর কয়েকটাদিন পর যদি করতেন অর্থাৎ রমজান মাসে, তাহলে তো ৭০ গুণ বেশি সওয়াব পাইতেন।
সে জবাবে বলল, ভাই, আগে আগে করলাম যাতে কিছু মানুষের রমজানের রোজা রাখাটা সহজ হয়,তাই।
উত্তরে কিছু বললাম না, শুধু মনে মনে বললাম, "কিছু শিখলাম"।
আরেক বড় ভাই, যাকাতের টাকা দিয়ে এলাকার এক গরীব ছেলেকে অটো গাড়ী কিনে দিলেন।
তাকে বললাম, সবাই কাপড় দেয়। তাতে আপনি মিনিমাম এক হাজার লোককে কাপড় দিতে পারতেন।
জবাবে সে বলল, কাপড় দেবার লোকের অভাব নেই। তবে আমি একটা পরিবারের সারা জীবনের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিলাম।
মনে মনে তারে বললাম, কিছু শিখলাম।
আরেক জন দেখলাম, সে তার যাকাতের টাকা হিসাব করে তার এক আত্মীয়ের বড় অংকের ঋণ পরিশোধ করে দিলেন।
তারেও কাপড় কেনার কথা বললে সে বললো, এতে যাকাতও আদায় হল আত্মীয়ের হকও আদায় হইলো। আর তাদের রমজানে টেনশন ছাড়া রোজা রাখার ব্যবস্থাও হইলো।
মনে মনে বললাম, কিছু শিখলাম।
#Collected