আইসিসি টেস্ট রেঙ্কিংএ তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদুল্লা রিয়াদের উন্নতি।
তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদুল্লাহর প্রত্যেকেরই হ্যামিল্টনে প্রথম টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের পরাজয়ের পরও টেস্ট সিরিজ খেলোয়াড়দের জন্য আইসিসি র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
টেস্টে ১২৬ ও ৭৪ রানের দারুণ ইনিংসের আইসিসি র্যাংকিংয়ে তামিকে ১১ ধাপ এগিয়ে ২৫ নাম্বারে জায়গা দিয়েছে। সাকিবকে টপকে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান এখন তামিম। তার আইসিসি র্যাংকিং এ ১১ ধাপ এগিয়ে এখন ২৫ নাম্বারে তার স্থান।
বাংলাদেশের হয়ে ফাস্টেস্ট সেঞ্চুরির মালিক এখন বর্তমানে দুইজন। প্রথম ৯৪ বলে সেঞ্চুরি করে তামিম ছিলেন ফাস্টেস্ট সেঞ্চুরির তালিকায় এবং গত বাংলাদেশ নিউজিল্যান্ড এর ম্যাচে সৌম্য সরকারও তামিমের সেই রেকর্ডে ভাগ বসিয়ে সমান ৯৪ বলে করেছেন সেঞ্চুরি।
সৌম্য সরকারের ১৪৯ রানের ইনিংসের পর আইসিসি র্যাংকিং এ তিনিও ২৫ ধাপ এগিয়ে তার স্থান এখন ৬৭ নাম্বারে।
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলার পর মাহমুদুল্লাহ ১২ ধাপ এগিয়ে এইসিসি টেস্ট ব্যাটসম্যানের র্যাংকিং ও এখন ৪০ নাম্বারে।
সাথে আইসিসি টেস্ট বোলার র্যাংকিং এ মাহমুদুল্লা তিন ধাপ এগিয়ে ৬৩ নাম্বারে তার স্থান।
আইসিসির টেস্ট র্যাংকিংয়ে অন্যান্য বাংলাদেশি ব্যাটসম্যানরা হলেন ৩২ নম্বরে মুশফিকুর রহিম এবং ৩৫ নম্বরে মমিনুল হক!!