নায়ক সাইমন-শান্ত, নায়িকা নিয়ে চমক

Comments · 1266 Views

 

ঢাকাই সিনেমার ড্যাশিং নির্মাতা শাহীন সুমন নির্মাণ করছেন গ্যাংস্টার নামে একটি সিনেমা। সিনেমাটির দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শান্ত খান। তবে নায়িকা নিয়ে রাখছেন চমক। 

 

কে হবে এই ছবির দুই নায়িকা? তা নিয়ে সাইমন কিংবা ছবির আরেক নায়ক শান্ত খান কোনোভাবেই মুখ খুলতে রাজি হননি। 

 

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছবিতে দেশের বাইরের নায়িকা থাকছেন। তা নিয়েও খোলাসা করতে চাচ্ছেন না ছবিটির কলাকুশলী, পরিচালক ও প্রযোজক।

 

নির্মাতা শাহীন সুমন সময় সংবাদকে বলেন, আগামী কুরবানির ঈদকে সামনে রেখে বিগ বাজেটের সিনেমাটি নির্মাণ করছি। ছবিতে সাইমন-শান্ত খান দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। তবে এই ছবিতে আমরা দুই নায়িকা চমক রাখছি। ছবিটি মূলত আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি হচ্ছে। ছবিটির মাধ্যমে বতর্মান সময়ের ঘটে যাওয়া বিষয় নিয়ে একজন আন্ডারওয়ার্ল্ড লিডার হয়ে ওঠার গল্প নিয়ে চিত্রনাট্য করা হয়েছে। 

 

অন্যদিকে শাহীন সুমন পরিচালিত ‘ক্রিমিনাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় আছে। 

 

রাসেল এন্টারপ্রাইজ ব্যানারে নির্মিত হচ্ছে গ্যাংস্টার সিনেমাটি। এটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন আহমেদ।

Comments