আগামী ২১ জানুয়ারি সুশান্ত সিংহ রাজপুতের ৩৫তম জন্মদিন। এ দিনটাকে বিশেষ করে রাখতে চান সুশান্তের বড় বোন শ্বেতা সিংহ কীর্তি। তাই, বিশেষ দিনের আগে #সুশান্তবার্থডেসেলিব্রেশন হ্যাশট্যাগও শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) টুইটারে শ্বেতা সুশান্তের ভক্তদের কাছে ‘তিনজন অসহায় মানুষকে সাহায্য করে তার আত্মার জন্য শান্তি কামনা করতে’ আবেদন জানিয়েছেন। এছাড়াও, ১৫ মিনিটের জন্য গ্লোবাল মেডিটেশন সেশন করার অনুরোধ করেছেন তিনি।
মানুষের মধ্যে ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সুশান্তের বিভিন্ন গানে তার ভক্তদের পারফর্ম করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার আহ্বানও জানিয়েছেন শ্বেতা।
সুশান্তের মৃত্যুর পর থেকে ‘দোষীদের’ বিচার চেয়ে আওয়াজ তুলেছেন শ্বেতা। ভক্তদের সঙ্গে নিয়ে #জাস্টিসফরসুশান্ত লড়াইটা চালিয়েছেন তিনি। এবার সুশান্তের মৃত্যুর ঘটনায় ‘দোষীদের’ বিচারের পাশাপাশি তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার লড়াইও করে চলেছেন শ্বেতা।