চুল উঠে টাক দেখা যাচ্ছে? একমাসে মুসকিল আসান ঘরোয়া তেলে

Comments · 1107 Views

চুল আঁচড়াতে আজকাল অনেকেই ভয় পান, কারণ চিরুনির সাথে এক গোছা চুল যে উঠে আসবে! এই সমস্যা দুমাস আগে আমারও ছিল। কিন্তু এখন আমি মুক্ত এই সমস্যার থেকে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি ভাবে?

 
 

খুব সহজ একটি ঘরোয়া উপায়ের ব্যবহার করে আমি চুল ওঠার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। কি কি প্রয়োজন আর কি ভাবে ব্যবহার করবেন তা নীচে বিস্তারিত লিখলাম।

 
 
 
রসুনের তেল

রসুনের তেল ব্যবহার করুন

রসুনের তেল চুলের গোড়া মজবুত করে ভেতর থেকে। চুলের হারানো জেল্লাও ফিরে আসে এর সাথে সাথে।

উপকরণঃ

  1. ৫ থেকে ৬ কোয়া রসুন
  2. এক বাটি নারকেল তেল

কি ভাবে তেল বানাবেনঃ

  1. একটি পাত্রে নারকেল তেল নিয়ে তা একেবারে কম আঁচে গরম করুন।
  2. তেল গরম হওয়ার ২ থেকে ৩ মিনিট পর তাতে ৫ থেকে ৬ কোয়া রসুন দিন।
  3. তেল আরও ৫ থেকে ৬ মিনিট মত ফোটান।
  4. এবার তেল নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ভালো করে এই তেল দিয়ে চুল ম্যসাজ করুন ৩০ মিনিট।
  5. ২ ঘণ্টা পর মাথা ধুয়ে নিন ঠাণ্ডা জলে। তেল লাগানোর পরের দিন শ্যাম্পু করুন।
  6. সপ্তাহে একদিন অন্তর তিনদিন ব্যবহার করুন এই হেয়ার অয়েলটি। একমাসের মধ্যে অতিরিক্ত চুল ওঠা বন্ধ হবে।
  7. নিয়ম করে এই তেলটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ১০০% গ্যারান্টি।

আর খেয়াল রাখবেন তেল চোখে যেন না যায় চুলে লাগানোর সময়। চোখ জ্বালা করতে পারে। তাই  সাবধানে তেল লাগাবেন।

 
 
 
 
 
 
 

Reader Interactions

 
Comments