Back To Blogs | My Blogs | Create Blogs

‘ভারতীয় ব্যাটসম্যানদের দোষ দেয়াটা অন্যায়’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউটের লজ্জায় পড়ার পর ঘরে-বাইরে বিরাট কোহলিদের নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। তবে এ সমালোচনায় ঘি ঢালতে নারাজ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

দলের করুণ পরিস্থিতে স্বদেশী ক্রিকেটাদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক এই অধিনায়ক। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া গাভাস্কার বলেছেন, ভারতীয় ব্যাটসম্যানদের দোষ দেয়াটা অন্যায়। অস্ট্রেলিয়ার বোলাররা অসাধারণ বোলিং করেছেন। 

অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করে ২৪৪ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।

৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ৩৬ রানে অলআউট হয় ভারত। সফরকারী দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও কামিন্স পাঁচ ও চার উইকেট শিকার করেন।

৮৮ বছর ধরে টেস্ট খেলা একটি দলের এমন করুণ পরিণতির পরও কোহলিদের পাশে দাঁড়িয়ে গাভাস্কার বলেছেন, টেস্ট ক্রিকেট খেলা শুরু করার পর যখন কোনো দল এমন সর্বনিম্ন স্কোরে অলআউট হয়, তা কখনই দেখতে ভালো লাগে না।

তিনি আরও বলেছেন, আমার বিশ্বাস, ভারত না হয়ে যদি অন্য কোনো দল অস্ট্রেলিয়ার এ বোলারদের মুখোমুখি হতো; তারাও হয়তো এমন পরিস্থিতির শিকার হতো। ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন তার জন্য দোষ দেয়া ঠিক নয়। বরং অস্ট্রেলিয়ান বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন।

 

 
 

Shakib All Hasan

107 Blog posts

Comments