আসছে ‘মন বসেছে পড়ার টেবিলে’

Comments · 1576 Views

শাবনূর ও রিয়াজ অভিনীত আলোচিত রোমান্টিক-কমেডি ‘মন বসে না পড়ার টেবিলে’, পরিচালনা করেছেন আব্দুল মান্নান। সেই সিনেমার ১১ বছর পর একই নির্মাতা তৈরি করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’।

 

 

 

 

গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। তখন নির্মাতা সিক্যুয়েলের জন্য নতুন জুটিকে পরিচয় করিয়ে দেন। তারা হলেন শাহ্ হুমায়রা সুবাহ ও আশিক চৌধুরী।

 

 

 

তখন জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে উত্তরায় শুরু হবে ‘মন বসেছে পড়ার টেবিলে’র দৃশ্যায়ন।

 

 

 

পরিচালক মান্নান বলেন, ছবিতে বরাবরই কমেডিকে প্রাধান্য দিয়ে সফল হয়েছি আমি। দেখা যাক এবার কী হয়!

 

 

 

মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনী অবলম্বনে রোমান্টিক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মন বসেছে পড়ার টেবিলে’। আরও অভনয় করছেন পীরজাদা শহিদুল হারুন, রেবেকা, শামীম আহমেদসহ অনেকেই।

Comments