Back To Blogs | My Blogs | Create Blogs

লজ্জার রেকর্ড চাহালের

বর্তমান বিশ্বের সেরা স্পিনারদের সংক্ষিপ্ত তালিকায় সহজেই জায়গা হবে ভারতীয় স্পিনার ইয়ুজবেন্দ্র চাহালের। আইপিএল কিংবা জাতীয় দল, সবখানেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘোরাতে বেশ পারদর্শী তিনি। এই লেগিই এবার গড়লেন লজ্জার এক রেকর্ড। এক ম্যাচে নিজ দেশের স্পিনারদের মধ্যে দিলেন করলেন সবচেয়ে বেশি রান।

করোনা ভাইরাসের মহামারির কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল ভারত। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে তারা মাঠে ফিরল। প্রথম ওয়ানডেতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথ। ৫০ করেন ডেভিড ওয়ার্নার। শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে অজিদের স্কোর গিয়ে দাঁড়ায় ৩৭৪ রানে।

 

বিশাল এই রানের পাহাড় গড়ে ওঠার সময় সবচেয়ে বেশি ধকল গেছে চাহালের ওপর দিয়ে। ১০ ওভার বল করে মার্কাস স্টয়নিসকে ফেরানোর বিনিময়ে দেন ৮৯ রান। ইতিহাস বলছে, ভারতীয় স্পিনারদের মধ্যে অতীতে এক ম্যাচে এতো রান কেউ খরচ করেনি। এছাড়া এর আগের রেকর্ডটাও এই লেগির দখলেই।


Rajjohin Raja  

116 Blog posts

Comments