বিয়ের ঘোষণা দিলেন কাজল আগরওয়াল

Comments · 1225 Views

তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। তার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো। এবার বিয়ের খবর জানালেন কাজল নিজেই।

টাইমস অব ইন্ডিয়া জানায়, অবশেষে মঙ্গলবার কাজল আগরওয়াল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের খবর নিশ্চিত করেছেন। কাজলের হবু বরের নাম গৌতম কিচলু। পেশায় তিনি একজন ব্যবসায়ী ও ইন্টেরিয়র ডিজাইনার।

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল। আগামী ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের অনুষ্ঠান হবে তাদের। বাগদান পর্ব সেরে ফেলেছিলেন আগেই। এবার বিয়ের তারিখও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন কাজল৷।

অভিনেত্রী জানান, মুম্বইায়ে একটি ছোট এবং ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়েই আগামী ৩০ অক্টোবর বিয়ে করছেন তারা ৷

মুম্বাইয়ে জন্ম নেওয়া কাজল মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে পা ফেলেন। তেলেগু চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান তিনি। মাগাধীরাসহ বেশ কয়েকটি সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তেলেগুর পাশাপাশি তামিল ও হিন্দি চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

Comments