ধর্ষণ নিয়ে ফেসবুকে যা লিখলেন মাশরাফি

Comments · 1271 Views

ধর্ষণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মাশরাফি বিন মর্তুজা। তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আজ বুধবার দুপুরে তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ পোস্ট দেন।

আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনো সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।

হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

Comments