প্রবাস থেকে মায়ের জন্য দোয়া চাইলেন তামান্না

Comments · 1170 Views

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তামান্না। ১৯৯৮ সালে ভন্ড সিনেমা দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। ওই সিনেমার সাফল্য তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়।

তবে চলচ্চিত্র ছেড়ে তিনি এখন পরিবারসহ থাকেন সুইডেনে। পরিবারের সাথে তামান্নার প্রবাস জীবন বেশ ভালোই কাটছিলো। কিন্তু তার সুখের জীবনেও নেমে আসলো বিষাদের ছায়া! অভিনেত্রীর মায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার জীবন এখন খুবই সঙ্কটাপন্ন। নিজের মায়ের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন মেয়ে তামান্না।

সুইডেন থেকে সামাজিক মাধ্যমে তিনি জানান, আমার মা হাসপাতালে ভর্তি আছেন।

তার শারীরিক অবস্থা খুবই গুরুতর। আমার মা হার্টঅ্যাটাকের রোগী। চিকিৎসকরা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আল্লাহ আম্মাকে সুস্থ করে আবার আমার কাছে ফিরিয়ে দেন। আমি কোনো ভাবেই মাকে ছাড়া থাকতে পারবোনা। সবাই দোয়া করেন যেনো মিরাকল ঘটে আমি আমার মাকে আবারও সুস্থ অবস্থায় ফিরে পাই।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্র ছেড়ে সুইডেনে তিনি একটি কালচারাল এসোসিয়েশানে নৃত্য ও অভিনয়ে নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎস। ভন্ড সিনেমা ছাড়া নায়িকা তামান্না হৃদয়ে লেখা নাম,সন্ত্রাসী বন্ধু,কঠিন শাস্তি,তুমি আমার ভালোবাসা,মুখোশধারী,আমার প্রতিজ্ঞা','ত্যাজ্যপুত্র','অশান্তির আগুনসহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। ২০১৩ সালে তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা 'পাগল তোর জন্যরে' মুক্তি পেয়েছিলো।

Comments