Back To Blogs | My Blogs | Create Blogs

মেসির ইংল্যান্ড আগমনের খবরে নার্ভাস কোয়াডি

দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক লিওনেল মেসি। তাকে নেওয়ার জন্য অনেক ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে ম্যানচেস্টার সিটি সবার চেয়ে এগিয়ে। এখানে আসলে পুরনো কোচ পেপ গার্দিওয়ালাকে পাবেন আর্জেন্টাইন ফুটবল তারকা। মেসি সিটিতেই আসতে পারেন এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে এসব গুঞ্জনের সত্যতা পাওয়া যায়নি। এরইমধ্যে মেসির বাবা জানিয়ে দিয়েছেন, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না।

তবে ইংশির প্রিমিয়ার লিগে মেসির যোগ দেওয়ার গুঞ্জনে উচ্ছ্বসিত কনর কোয়াডি। সবসময়ের সেরা খেলোয়াড়দের একজন ইংল্যান্ডে খেলবেন সেটা ভেবেই তিনি রোমাঞ্চিত হয়ে পড়েছেন। সেই সাথে কিছুটা নার্ভাসও। কনর কোয়াডি ওলভসের অধিনায়ক ও ডিফেন্ডার।

কোয়াডি বলেন, আমি সম্ভব বেহুশ হয়ে যাব, তার সাথে খেলার আগে এবং হেড করার সময় আতঙ্কিত থাকবো। বিশ্বের সব ভিডিও দেখে তার বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিলেও আপনাকে সংগ্রাম করতে হবে। মেসি আসলে দারুণ হবে। প্রিমিয়ার লিগ অনেক বড় পরিসরের একটি আসর। মেসিও তার নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। যদি মেসি প্রিমিয়ার লিগে আসেন তাহলে এটা হবে অবিশ্বাস্য। দেখা যাক কী হয়।


md Nayan  

54 Blog posts

Comments