আসছে পুরুষ ‘গর্ভধারণ’ নিয়ে নতুন সিনেমা!

Comments · 1141 Views

পুরুষ গর্ভধারণ বা মেল প্রেগন্যান্সি নিয়ে এবার নতুন করে সিনেমা তৈরি হতে যাচ্ছে বলিউডে। সিনেমাটির পরিচালনায় নাম লিখিয়েছেন পরিচালক শাদ আলি। আনন্দবাজার জানায়, আসছে অক্টোবর নাগাদ ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

খবরে বলা হয়, মেল প্রেগন্যান্সির মতো বিষয় বস্তু নিয়ে বলিউডে আগে কখনও সিনেমা তৈরি হয়নি। ছবিটি মূলত রোম্যান্টিক কমেডি হলেও, তার আড়ালে মেল প্রেগন্যান্সির মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।

ভারতীয় ওই গণমাধ্যমে বলা হয়, ছবিটির মূল দুই চরিত্রে থাকছে সম্প্রতি সময়ে বলিউডের নিয়মিত অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। মেল প্রেগন্যান্সির মতো বিষয়বস্তু নিয়ে মূলত অভিনয় করবেন অভিনেতা দিলজিৎ।

আরও পড়ুন: বন্ধ হয়ে গেলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

এদিকে, দিলজিতের বিপরীতে অভিনয় করবেন ইয়ামি গৌতম। কাঁধের চোট সারিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তিনি। প্রথমবারের মতো দিলজিৎ, ইয়ামি এবং শাদ একসঙ্গে এই ছবিতে কাজ করবেন।

Comments