এবার করোনায় আক্রান্ত ডি মারিয়া

Comments · 1173 Views

নুতন মৌসুম শুরুর আগে ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম। কিন্তু অনুশীলন শুরুর আগে টেস্ট করতে গিয়েই দেখা গেল অ্যাঞ্জেল ডি মারিয়াসহ দুই জন করোনায় আক্রান্ত। বর্তমানে সেলফ-আইসোলেশনে রয়েছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

চলতি সপ্তাহে ছুটিতে স্পেনের ইবিজা দ্বীপে বেড়ানোর সময় ডি মারিয়া করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন ধারণা করা হচ্ছে। তার সঙ্গে ভ্রমণে যাওয়া সতীর্থ লিয়ান্দ্রো পেরেদেসও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলফ-আইসোলেশনে আছেন।

পিএসজি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের দুই খেলোয়াড়ের করোনাভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের দুজনের কোনো শারীরিক জটিলতা নেই। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ক্লাব।
সূত্রগুলো জানিয়েছে, পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমারও তার বাবা ও ছেলেকে নিয়ে ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ক্লাবের ভেতরে উদ্বেগ বিরাজ করছে।

লিগ ওয়ানের প্রথম ম্যাচে রেসিং লেন্সের বিপক্ষে যে তারা দুজন খেলতে পারছেন না- এটা এখন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

Comments