বিগ বসে সালমানের পারিশ্রমিক আঁতকে ওঠার মতো!

Comments · 1109 Views

ভারতের টেলিভিশনের চর্চিত শোয়ের নাম বিগ-বস। প্রতিবারের মত এবারও বিগ বসের সঞ্চালনায় দায়িত্বে থাকবেন বলিউড সুপারস্টার সালমান খান৷ সম্প্রতি বিগ বসের প্রোমো মুক্তি পেয়েছে। অবশ্য এখনওপ্রতিযোগীদের নাম জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানায়, বিগ-বস ১৪ সিজনে সালমান কত রুপি নিচ্ছেন এ নিয়ে দর্শকরা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকেন। জানা গেছে, তিনি এত বড় অঙ্কের রুপি দাবি করেছেন যা কোনো বক্স অফিসের আয়ের সমান৷

বিগ বস ১৪-এর প্রতিযোগীদের তালিকা থেকে জাঁকজমক পূর্ণ সেট এই সব বিষয়েই জানতে দর্শকেরা সব সময়েই উৎসুক থাকেন৷ জানা গেছে, এই সিজনে সালমান তার পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩০০ কোটি রুপি। ছোটপর্দায় সব থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন একমাত্র সালমান খানই৷সপ্তাহে একদিন শুটিং করবেন তিনি৷একদিনে দুটি পর্ব শুট হবে বলে জানা গেছে৷


শোনা যাচ্ছে, এবার বিগ বসের ঘর মুম্বইয়ের ফিল্ম সিটিতে৷ সেটের কাজ বৃষ্টির জন্য বিঘ্নিত হচ্ছে৷ ধারণা করা হচ্ছে, অক্টোবর থেকেই টিভিতে সম্প্রচারিত হবে বিগ বস ১৪৷

Comments