সদ্য বার্সা ত্যাগ করা লিওনেল মেসিকে কেনার দৌড়ে যে কয়েকটি ক্লাব আছে, সেগুলোর অন্যতম জুভেন্তাস। ইতালির এই দলটিতে খেলে থাকেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক দশক এই জুটি বিশ্ব ফুটবলকে শাসন করে এসেছে। এবার দুজনকে একই দলে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সেটা কতটুকু বাস্তব? জুভেন্তাস ফরোয়ার্ড হুয়ান কুয়াদরাদো এমনটা হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাতকারে হুয়ান কুয়াদরাদো বলেছেন, 'আমি এটা কোনোভাবে কল্পনাই করতে পারছি না। সত্য কথা বলতে, আমি এরকম কিছু হওয়ার সম্ভাবনাই দেখছি না। তবে ক্রিশ্চিয়ানোর বেলাতেও অনেকে বিশ্বাস করেনি যে, সে জুভন্তাসে চলে আসবে। সে তো হঠাৎ করেই চলে এসেছিল।'
২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর গত মঙ্গলবার মেসি ক্লাব ছাড়ার ঘোষণা দেন। পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনায় খেলছেন মেসি। তবে পর্তুগিজ তারকা রোনালদো বিভিন্ন ক্লাবে খেলে এখন আছেন জুভেন্তাসে। তাদের কি সত্যিই একসাথে দেখা যাবে?
Search
Popular Posts